এখনও পর্যন্ত ৭০ হাজার কোটি কালো টাকা উদ্ধার করা হয়েছে, বললেন বিচারপতি পাসাওয়াত

Last Updated:

দেশের অর্থনীতিতে থেকে কালো টাকা দূর করার মূল উদ্দেশ্যে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

#কটক: দেশের অর্থনীতিতে থেকে কালো টাকা দূর করার মূল উদ্দেশ্যে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এখনও পর্যন্ত নোট বাতিলের জেরে ৭০ হাজার কোটি কালো টাকা উদ্ধার করা হয়েছে ৷ সম্প্রতি কালো টাকা সংক্রান্ত বিশেষ তদন্তকারী দল (সিট)-এর ডেপুটি চেয়ারম্যান বিচারপতি অরিজিত পাসাওয়াত এমনটাই দাবি করেছেন ৷ এই বিষয়ে ষষ্ঠ রিপোর্ট শীর্য আদালতে জমা দেওয়া হবে এপ্রিল মাসে ৷
তিনি জানিয়েছেন, ৭০০০০ কোটি কালো টাকার মধ্য বিভিন্ন ফাঁস হওয়া সূত্রের ভিত্তিতে ১৬ হাজার কোটি উদ্ধার হয়েছে ৷ তিনি আরও জানান, গত দু’বছরে কালো টাকার উৎস নিয়ে অন্তর্বর্তী রিপোর্ট জমা দিয়েছে SIT ৷ এর মধ্যে বিভিন্ন সুপারিশ করা হয়েছে, যার মধ্যে বেশিরভাগই সরকার গ্রহণ করেছে ৷ বাকিগুলি নিয়ে আলোচনা চলছে ৷
advertisement
পাসাওয়াত জানিয়েছেন, ১৫ লক্ষ টাকার বেশি নগদ থাকলে তা অঘোষিত অর্থ বলে বিবেচনা করার প্রস্তাব জানিয়েছে SIT ৷ এর আগে SIT-এর সুপারিশ অনুযায়ী, তিন লক্ষ টাকা নগদে লেনদেন করলে তা বেআইনি হিসেবে মানা হবে ৷ এবং তার জন্য শাস্তিযোগ্য হিসেবে ধরা হবে বলে ঘোষণা করা হয়েছে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এখনও পর্যন্ত ৭০ হাজার কোটি কালো টাকা উদ্ধার করা হয়েছে, বললেন বিচারপতি পাসাওয়াত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement