Rs.1 Crore Lottery Win: দেনার দায় বাড়ি বিক্রির আগেই লটারির থেকে জয় ১ কোটি টাকা!

Last Updated:

লটারির টাকা পেয়ে আর বাড়ি বিক্রি করতে হয়নি তাঁকে৷ সব শোধ করে নিশ্চিন্তে দিন কাটাচ্ছেন মহম্মদ বাওয়া৷

#তিরুয়ন্তপুরম: লটারির থেকে ১ কোটি জিতলেন এক ব্যক্তি৷ এবং এমন সময় তিনি জিতলেন এই বিপুল পরিমাণ টাকা যখন তিনি প্রায় সর্বশান্ত হতে বসেছিলেন৷ দেনার দায় বিক্রি করতে হচ্ছিল তাঁর সখের সাজানো বাড়ি৷ বাজারে এত ধার হয়ে গিয়েছিল যে নব নির্মিত বাড়ি বিক্রির সিদ্ধান্ত নেন মহম্মদ বাওয়া৷ তাঁর বয়স ৫০ বছর৷ বাড়ি বিক্রির প্রথম পর্যায়ের টাকাও তিনি নিয়ে নিয়েছিলেন ক্রেতার থেকে৷ তখনই এল এই দুর্দান্ত খবর! ঠিক যেন মেঘ না চাইতেই জল! ১ কোটি টাকার লটারি জিতে নিলেন তিনি৷ ঘুচল সব অর্থকষ্ট৷
ঘটনাটি ঘটে কেরলের কাসারাগোডে৷ তাঁর ২০০০ স্কোয়ার ফুটের বিশাল বাড়ি বিক্রি ছাড়া কোনও উপায় ছিল না মহম্মদ বাওয়ার কাছে৷ বাড়ি বিক্রির টাকায় দেনা মুক্ত হয়ে এক ভাড়া বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন এই ব্যক্তি৷ মহম্মদ বাওয়ার স্ত্রী রয়েছেন৷ সঙ্গে রয়েছে ৪ কন্যা সন্তান ও ১ পুত্র সন্তান৷ দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে৷ মেয়েদের বিয়ে দেওয়ার পর, বাড়ি তৈরি করেন তিনি৷ তাতে দেনা হয় ৫০ লক্ষ টাকা৷ সেই টাকা আর কোনও ভাবে শোধ না করতে পেরে বাড়ি বিক্রির সিদ্ধান্ত নেন তিনি৷ তবে ভাগ্যের জোরে তাকে আর বাড়ি বিক্রি করতে হয়নি৷ উল্টে লটারির ১ কোটি টাকা পেয়ে আপ্লুত হন ৫০ বছরের এই ব্যক্তি৷
advertisement
advertisement
এক সংবাদপত্রে সাক্ষাৎকারে তিনি জানান যে, গত ৪ মাস খুব সমস্যার মধ্যে ছিলাম৷ এখনও বিশ্বাস করতে পারছি না যে এমনও হতে পারে৷ ভাগ্য এত সহায় হবে ভাবতে পারিনি৷ গত চার মাস ধরেই লটারির টিকিট কিনছি৷ অনেক আশা নিয়ে৷ শেষ পর্যন্ত সেই আশা পূর্ণ হল৷ আমি খারাপ অবস্থা থেকে মুক্তি পেলাম৷
advertisement
ব্যাঙ্ক, আত্মীয়দের থেকে টাকা ধার করেন তিনি৷ শুধু মেয়েদের বিয়ে বা বাড়ি তৈরি নয়, ছেলেকে বিদেশে পাঠাতেও গেলেছে টাকা৷ লটারির টাকা পেয়ে আর বাড়ি বিক্রি করতে হয়নি তাঁকে৷ সব শোধ করে নিশ্চিন্তে দিন কাটাচ্ছেন মহম্মদ বাওয়া৷
বাংলা খবর/ খবর/দেশ/
Rs.1 Crore Lottery Win: দেনার দায় বাড়ি বিক্রির আগেই লটারির থেকে জয় ১ কোটি টাকা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement