তামিলনাড়ুর এরোড স্টেশনে ঘটে বিপজ্জনক ঘটনা। চলন্ত ট্রেনে ওঠার সময় পড়ে যাচ্ছিলেন এক মহিলা যাত্রী। আরপিএফ কর্মীর তৎপরতায় রক্ষা পেল প্রাণ। রেলের আবেদন—“ট্রেন সম্পূর্ণ থামার আগে কেউ ওঠা-নামা করবেন না।”
এরোড জংশনে RPF কর্মীর তৎপরতায় বড় রেল দুর্ঘটনা এড়ানো গেল
এক মুহূর্তের সতর্কতায় রক্ষা পেলেন এক মহিলা যাত্রী—আর একটি বড় দুর্ঘটনা এড়ানো গেল রেল স্টেশনে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর এরোড জংশনে (Erode Junction), যেখানে এক মহিলা যাত্রী চলন্ত ট্রেনে ওঠার সময় পিছলে পড়ে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে উপস্থিত ছিলেন এক রেল সুরক্ষা বাহিনীর (RPF) কর্মী, যিনি তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ে মহিলাটিকে টেনে বাঁচান।
রেল সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে শুক্রবার সকালে। মহিলা যাত্রী প্ল্যাটফর্মে দৌড়ে এসে ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন, তখনই তাঁর পা পিছলে যায় এবং তিনি রেললাইনের দিকে পড়তে শুরু করেন। ঠিক তখনই দায়িত্বে থাকা আরপিএফ কর্মী মুহূর্তের মধ্যে পরিস্থিতি বুঝে তাঁকে টেনে তুলতে সক্ষম হন। কয়েক সেকেন্ডের ব্যবধানেই একটি প্রাণঘাতী দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
An RPF staff’s alertness saved a lady passenger who slipped while trying to board a moving train at Erode Junction, Tamil Nadu. Indian Railways urges all passengers to board or deboard only after the train comes to a complete halt.#ResponsibleRailYatripic.twitter.com/EhMWFn62Dh
এরোড স্টেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই যাত্রী সুস্থ আছেন এবং চিকিৎসার প্রয়োজন পড়েনি। তবে ঘটনাটি আবারও রেল যাত্রীদের জন্য একটি স্পষ্ট বার্তা দিয়েছে — চলন্ত ট্রেন থেকে ওঠা বা নামা কখনওই নিরাপদ নয়।
ইন্ডিয়ান রেলওয়ে (Indian Railways) পরে সামাজিক মাধ্যমে ঘটনাটির ভিডিও প্রকাশ করে এবং আরপিএফ কর্মীর তৎপরতার প্রশংসা জানায়। পোস্টে লেখা হয়েছে,
advertisement
“An alert RPF staff saved a lady passenger who slipped while trying to board a moving train at Erode Junction, Tamil Nadu. We urge all passengers to board or deboard only after the train comes to a complete halt.”
রেলের পক্ষ থেকে যাত্রীদের প্রতি পুনরায় আহ্বান জানানো হয়েছে—ট্রেন সম্পূর্ণ থামার আগে ওঠা বা নামার চেষ্টা করলে প্রাণঘাতী বিপদ ঘটতে পারে। সাম্প্রতিক বছরগুলিতে এ ধরনের তাড়াহুড়োর কারণে বহু দুর্ঘটনার ঘটনা ঘটেছে, তাই যাত্রীদের সর্বদা সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আরপিএফ কর্মীকে তাঁর সাহস ও দ্রুত বুদ্ধির জন্য পুরস্কৃত করা হবে।