Roof collapses at Delhi Airport: দিল্লি বিমানবন্দরে ভেঙে পড়ল ছাদ ! চাপা পড়ল একাধিক গাড়ি, মৃত ১
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ বিমানবন্দরে টার্মিনাল ওয়ানের ছাদের এই অংশটা ভেঙে পড়ে বলে দমকল সূত্রে খবর।
নয়াদিল্লি: দিল্লি বিমানবন্দরে শুক্রবার সকালে ভয়াবহ ঘটনা ৷ ভেঙে পড়ল টার্মিনাল ১-এর ছাদের একটা অংশ। এক জনের এখনও পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ অন্তত ৬ জন এই ঘটনায় আহত হয়েছেন বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর। উদ্ধার কাজ চলছে ৷ আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ বিমানবন্দরে টার্মিনাল ওয়ানের ছাদের এই অংশটা ভেঙে পড়ে বলে দমকল সূত্রে খবর। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪ টি ইঞ্জিন। বিমানবন্দরে সেসময় দাঁড়িয়ে বেশ কিছু ট্যাক্সি ও গাড়ির উপর ছাদের একাংশ ভেঙে পড়ে ৷ অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নায়ডুর দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে ৷
#WATCH | “A roof collapsed at Terminal-1 of Delhi airport. 3 fire tenders were rushed to the spot”, says an official from Delhi Fire Services
(Video source – Delhi Fire Services) pic.twitter.com/qdRiSFrctv
— ANI (@ANI) June 28, 2024
advertisement
advertisement
ছাদের কাঠামোর নীচে চাপা পড়ে একাধিক গাড়ি। টার্মিনালের বাইরে যেখানে গাড়িগুলি রয়েছে। সেখানেই গাড়িতে এসে নামেন যাত্রীরা। সেই যাত্রিবাহী গাড়ির অনেকগুলিই সেখানে অপেক্ষা করছিল। তখনই এই ঘটনা ঘটে। আহত হয়েছেন চার জন। আর কেউ আটকে নেই বলে জানিয়েছে দমকল।
SHOCKING & tragic news this morning.
The roof at Delhi Airport’s has T1 collapsed this morning and, until now, 3 people are reported dead.
For election campaigning, Modi had hurriedly “inaugurated” T1 in March even while it was under construction.
𝐖𝐡𝐲 𝐬𝐡𝐨𝐮𝐥𝐝𝐧’𝐭… pic.twitter.com/mx9NQNbush
— Saket Gokhale MP (@SaketGokhale) June 28, 2024
advertisement
চলতি বছরের মার্চ মাসেই দিল্লি বিমানবন্দরের এই এক্সটেনডেড ডিপার্চার বিভাগটির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাজধানীতে এখন প্রবল বৃষ্টি-দুর্যোগ চললেও বিমানবন্দরের ছাদ ভেঙে পড়ার মতো ঘটনায় আতঙ্কে যাত্রীরা ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Delhi
First Published :
June 28, 2024 8:00 AM IST