Suvendu Adhikari: ‘এত ভয়, ইগো কেন...?’ দুই বিধায়কের শপথ জট আবহে বোসের পাশে থেকে মুখ্যমন্ত্রীকেও খোঁচা শুভেন্দু অধিকারীর

Last Updated:

শপথ বাক্য পাঠ করার জন্য রাজভবনে যেতে বিধায়কদের 'ভয়' পাওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, ‘‘মুখ্যমন্ত্রী কেন রাজ্যপালকে যিনি নিয়োগ করেছেন সেই রাষ্ট্রপতির কাছে চিঠি লিখছেন না? প্রধানমন্ত্রীকেও বা তিনি কেন চিঠি লিখছেন না যে রাজ্যপালকে অবিলম্বে প্রত্যাহার করা হোক?’’

দুই বিধায়কের শপথ জট আবহে বোসের পাশে থেকে মুখ্যমন্ত্রীকেও খোঁচা শুভেন্দু অধিকারীর
দুই বিধায়কের শপথ জট আবহে বোসের পাশে থেকে মুখ্যমন্ত্রীকেও খোঁচা শুভেন্দু অধিকারীর
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: এত ইগো কেন? রাজভবনে যেতে এত আপত্তিও বা কেন? তৃণমূলের দুই নবনির্বাচিত বিধায়কের শপথ জটিলতা প্রসঙ্গে এই প্রশ্নই তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৃহস্পতিবার শুভেন্দু বলেন, ‘‘রাজ্যপাল যা করছেন তা তাঁর ক্ষমতা এবং সংবিধানের মধ্যে থেকেই করছেন।’’
শপথ বাক্য পাঠ করানোর জন্য রাজভবনে দুই বিধায়ককে ডেকে কোনও অন্যায় করা হয়নি বলেও স্পষ্ট জানান বিরোধী দলনেতা। সরকার পক্ষকে খোঁচা দিয়ে শুভেন্দু অধিকারী এও বলেন, ‘‘দুই বিধায়কের উচিৎ নাচতে নাচতে গিয়ে রাজভবনে শপথ বাক্য পাঠ করে আসা। ২১ সালে আমরা বিধায়ক হয়েছি। সেই সময়ে বিধানসভার প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায় আমাদের শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। যদি রাজভবনের পক্ষ থেকে তখন আমাদের রাজভবনে গিয়ে শপথ বাক্য পাঠ করার কথা বলা হত আমরা আগে গিয়ে সেখানে শপথ বাক্য পাঠ করতাম।’’
advertisement
advertisement
শপথ বাক্য পাঠ করার জন্য রাজভবনে যেতে বিধায়কদের ‘ভয়’ পাওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, ‘‘মুখ্যমন্ত্রী কেন রাজ্যপালকে যিনি নিয়োগ করেছেন সেই রাষ্ট্রপতির কাছে তাহলে চিঠি লিখছেন না? প্রধানমন্ত্রীকেও বা তিনি কেন লিখছেন না যে রাজ্যপালকে অবিলম্বে প্রত্যাহার করা হোক? অন্যরা তো কেউ রাজভবনে যেতে ‘ভয়’ পাচ্ছেন না, তাহলে তৃণমূলের এত ভয় কেন?’’
advertisement
প্রসঙ্গত, বুধবার দুই জয়ী বিধায়ককে শপথ নেওয়ার জন্য রাজভবনে যেতে বলা হয়।‌ তবে রাজভবন নয়, বিধানসভাতেই শপথ নেবেন বলে জানান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার। রাজ্যপাল বিধানসভায় না আসায় বিধানসভাতেই ধরনায় বসেন তাঁরা। বৃহস্পতিবারও আম্বেদকরের মূর্তির নিচে অবস্থানে বসেন দুই নবনির্বাচিত বিধায়ক। বুধবারই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, এই জটিলতা না কাটলে প্রয়োজনে তাঁরা রাষ্ট্রপতিকে চিঠি লিখবেন। সেই কথা মতোই বৃহস্পতিবার রাষ্ট্রপতিকে চিঠি দিল রাজ্য বিধানসভা। শপথ জট কাটাতে চিঠি পাঠানো হয় রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের কাছেও।
advertisement
বিধানসভায় এসে রাজ্যপালই দুই বিধায়কের শপথগ্রহণ সংক্রান্ত সমস্যা মিটিয়ে দিন, সি ভি আনন্দ বোসকে চিঠি লিখে অনুরোধ করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও। এই আবহে এবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের পাশেই দাঁড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।‌
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: ‘এত ভয়, ইগো কেন...?’ দুই বিধায়কের শপথ জট আবহে বোসের পাশে থেকে মুখ্যমন্ত্রীকেও খোঁচা শুভেন্দু অধিকারীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement