হাওড়াগামী দুরন্ত এক্সপ্রেসে দুঃসাহসিক ডাকাতি, ট্রেন থামিয়ে তাণ্ডব চালালো প্রায় কুড়ি জন দুষ্কৃতী
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
১২২৭৪ নম্বরের দিল্লি থেকে কলকাতাগামী ট্রেনের যাত্রীদের মারাত্মক অভিযোগ, ট্রেনে থাকা রেল পুলিশ কর্মীরা পটনা স্টেশনে নেমে যান৷
#কলকাতা: কলকাতাগামী দুরন্ত এক্সপ্রেসে দুঃসাহসিক ডাকাতি৷ রবিবার রাতে বিহারে দিল্লি থেকে হাওড়াগামী ট্রেনটিতে আগ্নয়াস্ত্র দেখিয়ে যাত্রীদের থেকে টাকা, পয়সা সহ অন্যান্য সামগ্রী লুঠ করা হয় বলে অভিযোগ৷ অন্তত কুড়ি জনের একটি ডাকাত দল ট্রেনের ছয় থেকে সাতটি বগিতে দীর্ঘক্ষণ ধরে তাণ্ডব চালায় বলে অভিযোগ৷
জানা গিয়েছে রবিবার ভোররাতে এই ডাকাতির ঘটনা ঘটে৷ ১২২৭৪ নম্বরের দিল্লি থেকে কলকাতাগামী ট্রেনের যাত্রীদের মারাত্মক অভিযোগ, ট্রেনে থাকা রেল পুলিশ কর্মীরা পটনা স্টেশনে নেমে যান৷ এর পরেই কেউ একজন ট্রেনের এমার্জেন্সি চেন টানেন৷ যার ফলে ট্রেনটি দাঁড়িয়ে যায়৷ তখনই প্রায় চব্বিশ জন দুষ্কৃতী ট্রেনটিতে উঠে পড়ে৷ পরে তারাই ট্রেনে লুঠপাট চালায়৷ ট্রেন চালকও দাবি করেছেন, এমার্জেন্সি চেন টানার কারণেই ট্রেন থামিয়েছিলেন তিনি৷
advertisement
advertisement
কলকাতার বাসিন্দা এক ব্যবসায়ী এবং ওই ট্রেনের এক যাত্রী বলেন, 'পটনা থেকে ট্রেনটি দশ কিলোমিটার মতো আসার পরই হঠাৎ ঝাঁকুনি হয়৷ তখনই বেশ কয়েকজনকে ট্রেনের চারপাশে ছোটাছুটি করতে দেখি৷ এর পরেই ট্রেনটি দাঁড়িয়ে যায়৷ সেই সুযোগে বেশ কয়েকজন ট্রেনে উঠে পড়ে৷ বহু যাত্রীর থেকেই বিভিন্ন জিনিস ছিনিয়ে নেয় তারা৷'
advertisement
ওই যাত্রীর আরও দাবি, ট্রেন থেকে নামার সময় রেল পুলিশের কর্মীরা যাত্রীদের মোবাইল ফোন এবং চার্জার লুকিয়ে রাখতে বলেন৷
বহু যাত্রীর থেকেই মালপত্র সহ অন্যান্য জিনিস ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ৷ ট্রেনটি হাওড়ায় পৌঁছলে যাত্রীরা রেল পুলিশে অভিযোগ জানান৷ এক সময় বিহারের উপর দিয়ে ট্রেন যাত্রা যাত্রীদের কাছে আতঙ্ক ছিল৷ এই ঘটনা সেই স্মৃতিকেই মনে করিয়ে দিল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 17, 2022 10:24 AM IST