Roasted Chickpeas Risk: ছোলা ভাজা খেতেই সর্বনাশ! শিশু-সহ মৃত একই পরিবারের তিনজনের, জানুন ঘটনাটি

Last Updated:

Roasted Chickpeas Risk: ছোলা এবং অন্যান্য খাবারের নমুনা ল্যাবে পাঠানো হচ্ছে। নমুনায় কোনও সমস্যা ধরা পড়লে আইনের অধীনে ব্যবস্থা নেওয়া হবে।

ছোলা ভাজা খেতেই সর্বনাশ! শিশু-সহ মৃত একই পরিবারের তিনজনের, জানুন ঘটনাটি
ছোলা ভাজা খেতেই সর্বনাশ! শিশু-সহ মৃত একই পরিবারের তিনজনের, জানুন ঘটনাটি
বুলন্দশহর: সর্দির দিনে ভাজা ছোলা খাওয়ার শখ থাকলে সাবধান হয়ে খান। কারণ এটি এমন পরিস্থিতি তৈরি করতে পারে যা জীবনহানির কারণ হতে পারে। বুলন্দশহরে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে ভাজা ছোলা খাওয়ার পর এক পরিবারের ৩ জন মারা গেছেন এবং আরও ২ জনের অবস্থা গুরুতর।
এই ঘটনা ঘটেছে বুলন্দশহরের থানার নরসেনা এলাকার মোহাম্মদপুর বরওয়ালা গ্রামে। জানা গিয়েছে, ২৪ নভেম্বর সন্ধ্যায় ওই পরিবার বাজারে একটি ঠেলাগাড়ি থেকে ভাজা ছোলা কিনে খেয়েছিল। এরপর তারা বাড়িতে রান্না করা খাবারও খায়। পরের দিন সকালে, ৫০ বছর বয়সী দাদা কলুয়া সিং এবং তার ৮ বছর বয়সী নাতি লবীশের মৃত্যু হয়। আজ তাদের পুত্রবধূ যোগেন্দ্রীও মারা গেছেন।
advertisement
advertisement
এই ঘটনা সম্পর্কে খবর পাওয়ার পর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং তদন্ত শুরু করেন। মৃত্যুর কারণ নির্ধারণে প্রশাসনিক আধিকারিকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিহতদের পরিবারের সদস্যরা গতকাল মৃত দুইজনের দেহ পোস্টমর্টেম ছাড়াই দাহ করে ফেলেন। আজ মৃত মহিলার দেহের পোস্টমর্টেম করা হচ্ছে। পোস্টমর্টেম রিপোর্টের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
advertisement
তবে এই ঘটনায় খাদ্য নিরাপত্তা কর্মকর্তা বিনীত কুমার জানিয়েছেন যে, ছোলা এবং অন্যান্য খাবারের নমুনা ল্যাবে পাঠানো হচ্ছে। নমুনায় কোনো সমস্যা ধরা পড়লে আইনের অধীনে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তদন্ত চলছে।
বুলন্দশহরের এসএসপি শ্লোক কুমার জানিয়েছেন যে, একই পরিবারের গতকাল ২ জনের মৃত্যু হয়েছে এবং আজ একজন মহিলার মৃত্যু হয়েছে। এই পরিবারের মোট ৩ জনের মৃত্যু হয়েছে। খবর অনুযায়ী, ভাজা ছোলা খাওয়ার পর পরিবারের চারজনের শারীরিক অবস্থা খারাপ হয়। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Roasted Chickpeas Risk: ছোলা ভাজা খেতেই সর্বনাশ! শিশু-সহ মৃত একই পরিবারের তিনজনের, জানুন ঘটনাটি
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement