কয়েক দশক ধরে শুকনো নদীতে হঠাৎ জোয়ার! ভেসে গেল পাশের রাস্তাও

Last Updated:

River came alive and breached its banks in Bangalore : প্রায় ৩০ বছর  ধরে শুকনো ছিল বেঙ্গালুরুর দক্ষিণা পিনাকী  নামক নদীটি ৷ কিন্তু হঠাৎ করেই জেগে  উঠেছে  মরা নদী দক্ষিণা পিনাকী,  ভাসিয়ে দিয়েছে বেঙ্গালুরুকে

কর্নাটক:  ভারী বর্ষণের ফলে জেগে উঠেছে কয়েক দশক ধরে শুকিয়ে থাকা নদী ৷ বেঙ্গালোর শহরের এই ঘটনায় আশ্চর্য সারা দেশ ৷ প্রায় ৩০ বছর  ধরে শুকনো ছিল বেঙ্গালুরুর দক্ষিণা পিনাকী  নামক নদীটি ৷ কিন্তু হঠাৎ করেই জেগে  উঠেছে  মরা নদী দক্ষিণা পিনাকী,  ভাসিয়ে দিয়েছে বেঙ্গালুরুকে ৷ বেশ কয়েকদিন ধরে প্রবল বৃষ্টির ফলে জল বেড়ে  প্লাবিত হয়েছে দক্ষিণা পিনাকী নদীর মজে যাওয়া খাল ৷ জলে ভেসে গিয়েছে নদী সংলগ্ন এলাকা-সহ একাধিক পার্শ্ববর্তী এলাকা ৷
নদী সংলগ্ন চন্নাসান্দ্রা মেন রোডটিও নদীর জলে ভেসে গিয়েছে  ৷ চন্দ্রসান্দ্রা রোডটি জলে ভেসে যাওয়ায় বেহাল হয়েছে যোগাযোগ ব্যবস্থা ৷   চন্দ্রসান্দ্রা রোডটির  অবস্থা সংকটজনক হওয়ায় হালকা মোটর বাইক চলাচল ও অন্যান্য টু-হুইলার চলাচল নিষিদ্ধ করা হয়েছে ৷ পিনাকী নদীতে জল বাড়ায় চাষবাসের বিপুল ক্ষতি হয়েছে ব্যঙ্গালুরুতে ৷ জনজীবন বিধ্বস্ত হয়ে পড়েছে নদী সংলগ্ন এলাকায় ৷ ব্যহত হয়েছে যান চলাচল৷
advertisement
আরও পড়ুন- দেশের সিলিকন ভ্যালির অবস্থা শোচনীয়, কেন বেঙ্গালুরুর এই দশা?
advertisement
দক্ষিণা পিনাকী নদীটির উৎসস্থল হল নন্দী পাহাড় ৷ নদীটি চিক্কাবাল্লাপুর, হোসকোটে, কাদুগডি, সারজাপুর,মলুর মধ্যে দিয়ে প্রবহিত হয়ে তামিলনাড়ুর বেল্লানদুর ও ভারথুর সরোবর ধারায় মেশে ৷  মরা নদীটি নিয়ে বহু আগে থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করছিলেন পরিবেশকর্মীরা ৷ কিন্তু জানা গেছে  বিষয়টিকে গুরুত্ব দেননি কর্নাটক সরকার ও বেঙ্গালুরু প্রশাসন ৷ কিন্তু বর্তমানে পরিস্থিতি বিপদসংকূল হওয়ায় নড়েচড়ে বসেছে কর্নাটক সরকার ৷
advertisement
বেশ কিছুদিন ধরে বিপুল বৃষ্টি হচ্ছে কর্নাটকে ৷ জলে ডুবে গিয়েছে একাধিক এলাকা ৷  পরিস্থিতি মোকাবিলায় নেমেছে প্রশাসন ৷ বৃষ্টির জেরে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্নাটক সরকার ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কয়েক দশক ধরে শুকনো নদীতে হঠাৎ জোয়ার! ভেসে গেল পাশের রাস্তাও
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement