কয়েক দশক ধরে শুকনো নদীতে হঠাৎ জোয়ার! ভেসে গেল পাশের রাস্তাও

Last Updated:

River came alive and breached its banks in Bangalore : প্রায় ৩০ বছর  ধরে শুকনো ছিল বেঙ্গালুরুর দক্ষিণা পিনাকী  নামক নদীটি ৷ কিন্তু হঠাৎ করেই জেগে  উঠেছে  মরা নদী দক্ষিণা পিনাকী,  ভাসিয়ে দিয়েছে বেঙ্গালুরুকে

কর্নাটক:  ভারী বর্ষণের ফলে জেগে উঠেছে কয়েক দশক ধরে শুকিয়ে থাকা নদী ৷ বেঙ্গালোর শহরের এই ঘটনায় আশ্চর্য সারা দেশ ৷ প্রায় ৩০ বছর  ধরে শুকনো ছিল বেঙ্গালুরুর দক্ষিণা পিনাকী  নামক নদীটি ৷ কিন্তু হঠাৎ করেই জেগে  উঠেছে  মরা নদী দক্ষিণা পিনাকী,  ভাসিয়ে দিয়েছে বেঙ্গালুরুকে ৷ বেশ কয়েকদিন ধরে প্রবল বৃষ্টির ফলে জল বেড়ে  প্লাবিত হয়েছে দক্ষিণা পিনাকী নদীর মজে যাওয়া খাল ৷ জলে ভেসে গিয়েছে নদী সংলগ্ন এলাকা-সহ একাধিক পার্শ্ববর্তী এলাকা ৷
নদী সংলগ্ন চন্নাসান্দ্রা মেন রোডটিও নদীর জলে ভেসে গিয়েছে  ৷ চন্দ্রসান্দ্রা রোডটি জলে ভেসে যাওয়ায় বেহাল হয়েছে যোগাযোগ ব্যবস্থা ৷   চন্দ্রসান্দ্রা রোডটির  অবস্থা সংকটজনক হওয়ায় হালকা মোটর বাইক চলাচল ও অন্যান্য টু-হুইলার চলাচল নিষিদ্ধ করা হয়েছে ৷ পিনাকী নদীতে জল বাড়ায় চাষবাসের বিপুল ক্ষতি হয়েছে ব্যঙ্গালুরুতে ৷ জনজীবন বিধ্বস্ত হয়ে পড়েছে নদী সংলগ্ন এলাকায় ৷ ব্যহত হয়েছে যান চলাচল৷
advertisement
আরও পড়ুন- দেশের সিলিকন ভ্যালির অবস্থা শোচনীয়, কেন বেঙ্গালুরুর এই দশা?
advertisement
দক্ষিণা পিনাকী নদীটির উৎসস্থল হল নন্দী পাহাড় ৷ নদীটি চিক্কাবাল্লাপুর, হোসকোটে, কাদুগডি, সারজাপুর,মলুর মধ্যে দিয়ে প্রবহিত হয়ে তামিলনাড়ুর বেল্লানদুর ও ভারথুর সরোবর ধারায় মেশে ৷  মরা নদীটি নিয়ে বহু আগে থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করছিলেন পরিবেশকর্মীরা ৷ কিন্তু জানা গেছে  বিষয়টিকে গুরুত্ব দেননি কর্নাটক সরকার ও বেঙ্গালুরু প্রশাসন ৷ কিন্তু বর্তমানে পরিস্থিতি বিপদসংকূল হওয়ায় নড়েচড়ে বসেছে কর্নাটক সরকার ৷
advertisement
বেশ কিছুদিন ধরে বিপুল বৃষ্টি হচ্ছে কর্নাটকে ৷ জলে ডুবে গিয়েছে একাধিক এলাকা ৷  পরিস্থিতি মোকাবিলায় নেমেছে প্রশাসন ৷ বৃষ্টির জেরে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্নাটক সরকার ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কয়েক দশক ধরে শুকনো নদীতে হঠাৎ জোয়ার! ভেসে গেল পাশের রাস্তাও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement