Rising Bharat Summit 2024: ‘দল ভাল বলেই আমি ভাল’, রাইজিং ভারত সামিটে আত্মবিশ্বাসী নীতীন গড়করি

Last Updated:

Rising Bharat Summit 2024: মঙ্গলবার সিএনএন-নিউজ ১৮-এর রাইজিং ভারত সামিট ২০২৪-এ যোগ দেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী। সেখানেই এ কথা বলেন তিনি। পাশাপাশি ‘আমার দল ভাল বলেই আমিও ভাল’ মন্তব্য করেন গড়করি।

নীতীন গড়করি
নীতীন গড়করি
নয়াদিল্লিঃ আসন্ন লোকসভা ভোটে বিপুল আসনে বিজেপির জয় নিয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি। মঙ্গলবার সিএনএন-নিউজ ১৮-এর রাইজিং ভারত সামিট ২০২৪-এ যোগ দেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী। সেখানেই এ কথা বলেন তিনি। পাশাপাশি ‘আমার দল ভাল বলেই আমিও ভাল’ মন্তব্য করেন গড়করি।
আরও পড়ুনঃ ‘বিজেপি এবার ৪০০ পেরিয়ে যাবে’ রাইজিং ভারত সামিট ২০২৪-এ বললেন নীতীন গড়করি
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘সবকা সাথ সবকা বিকাশ’-এর স্লোগান দিয়েছেন। আমি আমার নির্বাচনী এলাকার সাধারণ মানুষকে নিজের পরিবারের সদস্য মনে করি। নরেন্দ্র মোদিই আবার প্রধানমন্ত্রী হবেন। আমার ৪০০-এর বেশি আসন পাব’। ‘অব কি বার ৪০০ পার’ স্লোগানও শোনা যায় গড়করির মুখে।
advertisement
এক সাক্ষাৎকারে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী বলেছিলেন, ‘অনেকে আমায় বলেন, আমি ভাল কাজ করি, কিন্তু ভুল দলে আছি। তাঁদেরকে বলি, গাছ ভাল হলে ফলও ভাল হবে। আমি ভাল হলে আমার দল খারাপ হয় কি করে’! এদিন যেন সেই কথারি প্রতিধ্বনি শোনা গেল গড়করির মুখে। দেশের পরিকাঠামো উন্নয়নে গড়করির প্রশংসা করেন বিরোধীরাও। সেই নিয়েই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘আমার দল ভাল বলেই আমিও ভাল’।
advertisement
advertisement
আসন্ন লোকসভা ভোটে মহারাষ্ট্রে এখন পর্যন্ত আসন ভাগাভাগি চূড়ান্ত করে উঠতে পারেনি এনডিএ জোট। এনডিএ-তে রাজ ঠাকরে যোগ দিতে পারেন বলেও শোনা যাচ্ছে। সেই নিয়েও এদিন মুখ খোলেন গড়করি। তাঁর কথায়, ‘এই বিষয়ে সংসদীয় বোর্ড সিদ্ধান্ত নেবে। মহারাষ্ট্রে আসন বন্টন প্রায় শেষ পর্যায়ে। শিন্ডে মরাঠা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন। এটা কোনও সমস্যা নয়’।
advertisement
মুম্বই থেকে মাত্র ৪০ মিনিটে নভি মুম্বই বিমানবন্দরে পৌঁছে যাওয়া যাবে বলে এদিন জানান নীতীন গড়করি। তিনি বলেন, ‘আমরা পরিকাঠামো তৈরি করছি। মাত্র ৪০ মিনিট সময় লাগবে’। এরপর তিনি যোগ করেন, ’১০ বছরে ৫০ লক্ষ কোটি টাকার কাজ হয়েছে। স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি প্রকল্পের ই-টেন্ডারিং করা হয়। আমরা দুর্নীতির সঙ্গে আপোস করব না’।
advertisement
নিজের জয়ের ব্যাপারেও সমান আত্মবিশ্বাসী গড়করি। তিনি বলেন, ‘গত দশ বছরে আমার কাজ মানুষ গ্রহণ করেছেন। প্রচারের জন্য আমার কোনও পোস্টার লাগবে না। ঘরে ঘরে যাব। লোকের সঙ্গে কথা বলব। এবং জিতব। ভাল ব্যবধানে। আমি সঠিক রাজনৈতিক দলে আছি’।
প্রসঙ্গত, ১৯ এবং ২০ মার্চ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ‘রাইজিং ভারত’ সামিট, সিএনএন-নিউজ ১৮-এর মার্কি লিডারশিপ কনক্লেভের চতুর্থ সংস্করণ। অর্ন্তদৃষ্টিমূলক বিশ্লেষণ, চিন্তা চেতনায় জোয়ার আনার মতো সক্ষম প্যানেল এবং দূরদৃষ্টিমূলক বক্তব্যের মাধ্যমে ‘রাইজিং ভারত’-এর লক্ষ্য হল, সারা বিশ্বে ভারতের প্রভাবের বহুমুখী মাত্রা এবং তার মন্ত্র ‘লিডিং ফর গ্লোবাল গুড’-এর মধ্য দিয়ে সকলের জন্য ন্যায়সঙ্গত এবং সুন্দর ভবিষ্যতের সন্ধান করা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rising Bharat Summit 2024: ‘দল ভাল বলেই আমি ভাল’, রাইজিং ভারত সামিটে আত্মবিশ্বাসী নীতীন গড়করি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement