Karnataka Polls: ১২০০ বনাম ১৬০০! কর্নাটক ভোটে প্রার্থীরা সম্পত্তির অঙ্কে একে অপরকে টেক্কা দিচ্ছেন
- Published by:Swaksharsen Gupta
- news18 bangla
Last Updated:
Karnataka Polls: কর্নাটকের বিধানসভা ভোটে কংগ্রেস বা বিজেপির প্রার্থীরা যেন ব্যক্তিগত তহবিলে থাকা টাকার অঙ্কে একে অপরকে টেক্কা দিচ্ছেন।
বেঙ্গালুরু: কারও সম্পত্তির পরিমাণ ১২০০ কোটি, কারও ১৬০০ কোটি আবার কেউ হয়তো ৯০০ কোটি বা ১,১০০ কোটির মালিক। কর্নাটকের বিধানসভা ভোটে কংগ্রেস বা বিজেপির প্রার্থীরা যেন ব্যক্তিগত তহবিলে থাকা টাকার অঙ্কে একে অপরকে টেক্কা দিচ্ছেন। অবশ্য লক্ষ্যণীয় বিষয় হচ্ছে ওই সব প্রার্থীদের মধ্যে প্রত্যেককেই কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে।
রাজ্যের পুরমন্ত্রী এমটিবি নাগরাজের সম্পত্তির পরিমাণ ১৬০০ কোটির বেশি। যদিও ভোটের লড়াইয়ে তাঁকে রীতিমত টক্কর দিচ্ছেন কংগ্রেসের শারথ বাচ্চে গৌড়া। ২০১৯ সালের উপনির্বাচনে তাঁকে হারিয়েও দিয়েছিলেন কংগ্রেসের ওই প্রার্থী। আর এবারও বিধানসভা ভোটে তাঁরাই মুখোমুখি লড়াইয়ে।
advertisement
advertisement
এরপরে অবশ্যই তালিকায় আসে কর্নাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারের নাম। ১২০০ কোটিরও বেশি টাকার মালিক শিবকুমারকে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে আর্থিক তছরুপের মামলায় গ্রেফতার করা হয়েছিল। অবশ্য এক মাসের মধ্যেই জামিন পান রাজ্যের প্রাক্তন মন্ত্রী। আর ছাড়া পাওয়ার পর দলের কর্মী-সমর্থকদের পক্ষ থেকে যে অভূতপূর্ব সাড়া পেয়েছিলেন তারপর শিবকুমারকে ফের প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব দেওয়ার পরে আর দ্বিতীয়বার ভাবতে হয়নি হাইকম্যান্ডকে।
advertisement
আর শিবকুমারের বিপক্ষে ভোটে দাঁড়িয়েছেন বিজেপি সরকারের রাজস্ব মন্ত্রী আর অশোক। সম্পত্তির অঙ্কে তিনিও কিছু কম যান না। ১১০০ কোটি টাকারও বেশি স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিকানা আছে তাঁর ও মন্ত্রী মহাশয়ের পরিবারের নামে। নিজের কেন্দ্র কনকপুরায় প্রতিবার নির্বিঘ্নে জয়ী হওয়া শিবকুমারের কাছে এবারের লড়াই যথেষ্ট কঠিন বলেই মনে করছে রাজনৈতিক মহল। একইরকম চিন্তায় আছেন গোবিন্দরাজপুরের কংগ্রেস প্রার্থী ১১০০ কোটির মালিক প্রিয়কৃষ্ণ বা হেব্বল কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ৬০০ কোটির সম্পত্তির দাবিদার ভাইরথী সুরেশ।
advertisement
শেষ পর্যন্ত কী হয়, তার জন্য অপেক্ষা করতে হবে ১৩ মে পর্যন্ত, কর্নাটকের বিধানসভা ভোটের ফল প্রকাশের পর।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 02, 2023 9:01 PM IST