Rhino Census: অসমের বন্যায় ৪০০ গণ্ডারের মৃত্যুর ৩ বছর পর গণ্ডারশুমারি শুরু হল কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে

Last Updated:

Kaziranga National Park: অসমের ভয়াবহ বন্যায় ৪০০ টির মতো গণ্ডারের মৃত্যু হয়েছিল।

#অসম: তিন দিনের কর্মসূচিতে অসম বন বিভাগ (Assam Forest Department) শনিবার কাজিরাঙ্গা জাতীয় উদ্যান (Kaziranga National Park) এবং টাইগার রিজার্ভে একশৃঙ্গ গণ্ডারের (one-horned rhinoceros) ১৪ তম শুমারি (rhino census) শুরু করেছে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ইউনেস্কোর বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি। এখানেই বিশ্বের সবচেয়ে বেশি ভারতীয় একশৃঙ্গ গণ্ডার দেখতে পাওয়া যায়। শেষ গণ্ডারশুমারি (rhino census) হয়েছিল তিন বছর আগে ২০১৮ সালে। তারপর অসমের ভয়াবহ বন্যায় ৪০০ টির মতো গণ্ডারের মৃত্যু হয়েছিল। যদিও সাম্প্রতিককালে চোরা শিকারিদেরর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
বন আধিকারিকরা ৭৬ টি ব্লক চিহ্নিত করেছেন এবং ৬০ জন গণনাকারী ও পর্যবেক্ষককে এই শুমারির (rhino census) জন্য আমন্ত্রণ জানিয়েছেন। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রমেশ গগৈ সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, গণনাকারী এবং পর্যবেক্ষকরা ইতিমধ্যেই নিজ নিজ ব্লকে চলে গিয়েছেন। গণ্ডারশুমারির (rhino census) জন্য, ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যটকদের জন্য বন্ধ থাকবে এই জাতীয় উদ্যানটি।
advertisement
advertisement
অন্যদিকে, অসমের পবিটোরা বন্যপ্রাণী অভয়ারণ্যে পাঁচটি গণ্ডারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যার ফলে সংরক্ষিত এই বনে প্রাণীর মোট সংখ্যা বেড়ে এখন ১০৭। এক বন আধিকারিকের কথায়, ৩৮.৮১ বর্গ কিমি বনাঞ্চলে ৫০ টি স্ত্রী, ৩০ টি পুরুষ এবং ২৭ টি গণ্ডার শাবক রয়েছে। একশৃঙ্গ গণ্ডারের সর্বোচ্চ ঘনত্ব এখানেই দেখা যায়।
সোমবার থেকে দুই দিনের গণনা (rhino census) শুরু হয়েছিল এবং বন্যপ্রাণী অভয়ারণ্যটিকে নয়টি জোনে বিভক্ত করা হয়েছিল। যার জন্য ১১ জন গণনাকারী এবং নয়জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছিল। বন কর্মকর্তা ছাড়াও, আরণ্যক, ডব্লিউডব্লিউএফ, এলিফ্যান্ট ফাউন্ডেশন এবং স্থানীয় এনজিও-র মতো গণ্ডার সংরক্ষণ সংস্থার সদস্যরাও এই শুমারিতে অংশ নিয়েছিলেন।
advertisement
২০১৮ সালের গণ্ডারশুমারির (rhino census) সময় মোট ১০২ টি গণ্ডারের সন্ধান মেলে এবং ২০১৪ সাল থেকে বন্যপ্রাণী অভয়ারণ্যে শিকারের কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বন কর্মকর্তা। ওরাং ন্যাশনাল পার্কেও গণ্ডারের সংখ্যা ২৪ থেকে বেড়ে ১২৫ হয়েছে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে ২৬ মার্চ থেকে শুরু হয়েছে তিন দিনের গণ্ডার শুমারি (rhino census)।
advertisement
বিপন্ন প্রজাতির গণ্ডরগুলিকে ২০০৯ থেকে IUCN দুর্বল প্রজাতি হিসাবে তালিকাভুক্ত করেছে এবং ২০১৮ সালের শুমারি অনুসারে, অসমে ২,৬৫২ টি গণ্ডার রয়েছে। কাজিরাঙ্গার গণ্ডার সংখ্যা সর্বাধিক, ২,৪১৩।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rhino Census: অসমের বন্যায় ৪০০ গণ্ডারের মৃত্যুর ৩ বছর পর গণ্ডারশুমারি শুরু হল কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement