RG Kar case: বিকাশরঞ্জন আর নয়, সুপ্রিম কোর্টে এবার নির্যাতিতার বাবা-মায়ের হয়ে সওয়াল করবেন কোন বিখ্যাত আইনজীবী?

Last Updated:

আগামী ৩০ সেপ্টেম্বর ফের শীর্ষ আদালতে শুনানির জন্য উঠবে এই মামলা৷ রাজ্য সরকারের আবেদনেই শুনানির দিন পিছিয়েছে সুপ্রিম কোর্ট৷

আরজি কর মামলা থেকে সরছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য৷
আরজি কর মামলা থেকে সরছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য৷
নয়াদিল্লি: আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানির আগে এবার নির্যাতিতার বাবা মায়ের আইনজীবী বদল হল৷ এতদিন নির্যাতিতার বাবা-মায়ের হয়ে শীর্ষ আদালতে সওয়াল করছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ যদিও এবার থেকে তাঁর পরিবর্তে সওয়াল করবেন আইনজীবী বৃন্দা গ্রোভার৷ মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন মামলায় সওয়াল করা বৃন্দা গ্রোভার দেশের অন্যতম স্বনামধন্য আইনজীবী৷
আইনজীবী বদলের এই খবর স্বীকার করে নিয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ তিনি বলেন, আইনজীবী হিসেবে আমার যা করণীয়, আমি করেছি৷ বাকিটা ওনাদের সিদ্ধান্ত৷ আর এই মামলায় সুপ্রিম কোর্টে নির্যাতিতার হয়ে খুব বেশি কিছু করারও নেই৷ কারণ সিবিআই তদন্ত নিয়ে সুপ্রিম কোর্ট এখনও কোনও প্রশ্নই তোলেনি৷ বিকাশরঞ্জন আরও জানিয়েছেন, নির্যাতিতার পরিবার দিল্লির আইনজীবী চেয়েছিলেন৷ সেই কারণেই তাঁরা অন্য আইনজীবী নিয়োগ করেছেন৷
advertisement
advertisement
আরজি কর কাণ্ডে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে একাধিক শুনানি হয়েছে৷ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে চলছে মামলার শুনানি৷ আগামী ৩০ সেপ্টেম্বর ফের শীর্ষ আদালতে শুনানির জন্য উঠবে এই মামলা৷
এর আগের দিন সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন নির্যাতিতার বাবা-মায়ের  দেওয়া সব তথ্য খতিয়ে দেখার জন্য সিবিআই-কে নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি৷ পাশাপাশি, চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতেও একাধিক নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চ৷ এই মামলায় রাজ্যের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করছেন আইনজীবী কপিল সিব্বল৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
RG Kar case: বিকাশরঞ্জন আর নয়, সুপ্রিম কোর্টে এবার নির্যাতিতার বাবা-মায়ের হয়ে সওয়াল করবেন কোন বিখ্যাত আইনজীবী?
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement