RG Kar case: বিকাশরঞ্জন আর নয়, সুপ্রিম কোর্টে এবার নির্যাতিতার বাবা-মায়ের হয়ে সওয়াল করবেন কোন বিখ্যাত আইনজীবী?

Last Updated:

আগামী ৩০ সেপ্টেম্বর ফের শীর্ষ আদালতে শুনানির জন্য উঠবে এই মামলা৷ রাজ্য সরকারের আবেদনেই শুনানির দিন পিছিয়েছে সুপ্রিম কোর্ট৷

আরজি কর মামলা থেকে সরছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য৷
আরজি কর মামলা থেকে সরছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য৷
নয়াদিল্লি: আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানির আগে এবার নির্যাতিতার বাবা মায়ের আইনজীবী বদল হল৷ এতদিন নির্যাতিতার বাবা-মায়ের হয়ে শীর্ষ আদালতে সওয়াল করছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ যদিও এবার থেকে তাঁর পরিবর্তে সওয়াল করবেন আইনজীবী বৃন্দা গ্রোভার৷ মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন মামলায় সওয়াল করা বৃন্দা গ্রোভার দেশের অন্যতম স্বনামধন্য আইনজীবী৷
আইনজীবী বদলের এই খবর স্বীকার করে নিয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ তিনি বলেন, আইনজীবী হিসেবে আমার যা করণীয়, আমি করেছি৷ বাকিটা ওনাদের সিদ্ধান্ত৷ আর এই মামলায় সুপ্রিম কোর্টে নির্যাতিতার হয়ে খুব বেশি কিছু করারও নেই৷ কারণ সিবিআই তদন্ত নিয়ে সুপ্রিম কোর্ট এখনও কোনও প্রশ্নই তোলেনি৷ বিকাশরঞ্জন আরও জানিয়েছেন, নির্যাতিতার পরিবার দিল্লির আইনজীবী চেয়েছিলেন৷ সেই কারণেই তাঁরা অন্য আইনজীবী নিয়োগ করেছেন৷
advertisement
advertisement
আরজি কর কাণ্ডে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে একাধিক শুনানি হয়েছে৷ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে চলছে মামলার শুনানি৷ আগামী ৩০ সেপ্টেম্বর ফের শীর্ষ আদালতে শুনানির জন্য উঠবে এই মামলা৷
এর আগের দিন সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন নির্যাতিতার বাবা-মায়ের  দেওয়া সব তথ্য খতিয়ে দেখার জন্য সিবিআই-কে নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি৷ পাশাপাশি, চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতেও একাধিক নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চ৷ এই মামলায় রাজ্যের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করছেন আইনজীবী কপিল সিব্বল৷
বাংলা খবর/ খবর/দেশ/
RG Kar case: বিকাশরঞ্জন আর নয়, সুপ্রিম কোর্টে এবার নির্যাতিতার বাবা-মায়ের হয়ে সওয়াল করবেন কোন বিখ্যাত আইনজীবী?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement