RG Kar Case Supreme Court Hearing: '১৮ থেকে ২৩...ওরা তো আবেগপ্রবণ, ওদের রক্ষা করা আমাদের কর্তব্য' রাজ্যকে পরামর্শ বিচারপতির
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
RG Kar Case Supreme Court Hearing: আবাসিক ডাক্তারদের জন্য একটি অনুকূল এবং নিরাপদ কাজের পরিবেশের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন চন্দ্রচূড়। বিশেষ জোর মহিলা চিকিৎসকদের নিরাপত্তায়।
নয়া দিল্লি: জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে মঙ্গলবারের শুনানিতে কোনও নতুন কথা বলেনি সুপ্রিম কোর্ট। আগের শুনানিতে যেমন বলেছিল, তেমনই আশ্বাস দিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। জানাল, কাজে ফিরলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না। রাজ্যের তরফে বার বার অভিযোগ করা হয়েছে, চিকিৎসকদের কর্মবিরতির কারণে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছে। ডাক্তারদের সংগঠনের আইনজীবী দাবি করেছেন, এই অভিযোগ সঠিক নয়। সিনিয়র ডাক্তারেরা কাজ করছেন।
“They’re children too, it is just that they’re above 18years”
“18-23 is a very young and fragile bracket of doctors, we should protect them”Sounding almost like a parent, Hon’ble #CJIDYChandrachud today again laid emphasis on the need for a conducive & safe working environment… pic.twitter.com/c4rrg7nbHZ
— FORDA INDIA (@FordaIndia) September 17, 2024
advertisement
advertisement
অভিভাবকের মতো স্নেহ মিশ্রিত স্বরে বিচারপতি বলেন, “ওরা তো শিশু, এটা ঠিক যে বয়স ওদের ১৮-র বেশি, তাও…১৮ বছর থেকে ২৩ বছরের ডাক্তারদের এই দল অত্যন্ত তরুণ। ওরা আবেগপ্রবণ। ওদের রক্ষা করা আমাদের কর্তব্য।” এ দিন, আবাসিক ডাক্তারদের জন্য একটি অনুকূল এবং নিরাপদ কাজের পরিবেশের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন চন্দ্রচূড়। বিশেষ জোর মহিলা চিকিৎসকদের নিরাপত্তায়।
advertisement
কী কী নির্দেশ আদালতের?
১। ২৮টা মেডিক্যাল কলেজের মহিলা ডাক্তারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। না হলে এই নতুন নিরাপত্তাকর্মীদের নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হবে চিকিৎসকদের মধ্যে।
২। ৪৫টা হাসপাতালে পুলিশের নিরাপত্তা দিতে হবে। কারণ, সেখানে ১৮-১৯ বছরের মেয়েরা পড়তে আসছেন। তাঁরা সদ্য বাড়ি ছেড়ে কলেজে পড়তে আসছেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
advertisement
৩। অননুমোদিত চলাচল নিয়ন্ত্রণ করার জন্য সেমিনার রুম, ওয়াশরুম, ডাক্তারের কক্ষের মতো সমস্ত অ্যাক্সেসের জায়গায় বায়োমেট্রিক সিস্টেম ইনস্টল করা হবে- এটি সর্বজনীন করা উচিত!
৪। কোনও চুক্তিভিত্তিক নিরাপত্তাকর্মীকে মোতায়েন করা হবে না যেমন #পশ্চিমবঙ্গ সরকার বলেছে- শুধুমাত্র নিয়মিত পুলিশ কর্মী, বিশেষ করে মহিলা কর্মীদের মোতায়েন করা হবে। আবার এমন কিছু যা প্রয়োজন এবং সর্বভারতীয় বাস্তবায়ন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 17, 2024 4:03 PM IST