২৩ বছর ধরে সমাধান হয়নি! অমিত শাহের উপস্থিতিতে শরনার্থীদের পুনর্বাসন দিয়েই বামেদের কটাক্ষ বিজেপির

Last Updated:

দীর্ঘ প্রায় ৩৫ বছরের বাম শাসনে ২৩ বছর ধরে ব্রু রিয়াং শরনার্থীদের সমস্যা সমাধান করা হয়নি।

২৩ বছর ধরে সমাধান হয়নি! অমিত শাহের উপস্থিতিতে শরনার্থীদের পুনর্বাসন দিয়েই বামেদের কটাক্ষ বিজেপির
২৩ বছর ধরে সমাধান হয়নি! অমিত শাহের উপস্থিতিতে শরনার্থীদের পুনর্বাসন দিয়েই বামেদের কটাক্ষ বিজেপির
দীর্ঘ প্রায় ৩৫ বছরের বাম শাসনে ২৩ বছর ধরে ব্রু রিয়াং শরনার্থীদের সমস্যা সমাধান করা হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঐকান্তিক প্রচেষ্টায় এই দীর্ঘ পুরনো সমস্যা সমাধান হয়েছে। সেই সঙ্গে শরনার্থীদের সুষ্ঠু পুনর্বাসনে সঠিক পদক্ষেপ নিয়ে কাজ করছে কেন্দ্র ও রাজ্য সরকার। বামেদের তীব্র কটাক্ষ বিজেপি শিবিরের।
ধলাই জেলার আমবাসা মহকুমায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে একাধিক উন্নয়নমুলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রায় ৬৬৮.৩৯ কোটি টাকার ৬টি উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
advertisement
advertisement
জনজাতিদের বিষয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আমরা এখানে দীর্ঘ প্রায় ৩৫ বছরের বামফ্রন্ট শাসন দেখেছি। অথচ দীর্ঘ ২৩ বছর ধরে এখানে ব্রু রিয়াং শরণার্থীরা কি দুর্বিষহ অবস্থায় জীবন অতিবাহিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গৃহমন্ত্রী অমিত শাহের ঐকান্তিক প্রচেষ্টায় এই দীর্ঘ পুরনো সমস্যা সমাধান করা সম্ভব হয়েছে। এজন্য আমি এখানে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করি। আর এই সমস্যা নিরসনের জন্য আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা রাজ্যের ১২টি জায়গায় ব্রু রিয়াং  শরনার্থীদের পুনর্বাসনের ব্যবস্থা করেছি।
advertisement
এরমধ্যে ১১টি জায়গায় কাজ সম্পন্ন হয়েছে। বাকি শান্তি বাজার এলাকায় কাজও সম্পন্ন হওয়ার পথে। চুক্তি স্বাক্ষরিত হওয়ার সময়ে কেন্দ্রীয় সরকার, ত্রিপুরা সরকার, মিজোরাম সরকার ও ব্রু রিয়াং শরণার্থী প্রতিনিধিদের মধ্যে চুক্তিতে যা যা লেখা হয়েছিল সেটা পুরোপুরি বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যা যা বলেছেন সেটাই করছে রাজ্য সরকার।
advertisement
প্রশাসনিক সূত্রে খবর, ১,৭৫৪ একর জমি বন্দোবস্ত করা হয়েছে। এরমধ্যে মোট ৬,৯৩৫ পরিবারকে এখন পর্যন্ত পুনর্বাসন দেওয়া হয়েছে। যেখানে ৩৭, ৫৮৪ জন রয়েছেন। বিদ্যুত্‍ সংযোগ থেকে শুরু করে ইট সলিং রাস্তা, পরিশ্রুত পানীয়জলের জন্য ডিপ টিউবওয়েল, রেশন দোকান, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্কুল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সমস্ত ধরনের সুযোগ সুবিধা প্রদানের বন্দোবস্ত করা হয়েছে। এখানে প্রথমে ৫০০ কোটি টাকা ব্যয়ের কথা ছিল। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে এখন পর্যন্ত ৮২১.৯৮ কোটি টাকা খরচ করা হয়েছে।
advertisement
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে উদ্বোধন হওয়া প্রকল্পগুলির মধ্যে রয়েছে – ধলাই জেলার ব্রুহাপাড়াতে ১ কোটি ৫৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এস বি স্কুল, ৩৫ লক্ষ টাকা ব্যয়ে হেলথ এবং ওয়েলনেস সেন্টার, ১৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বাজার শেড, ৪ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ধলাই জেলার বিরাশি মাইল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন, ৩৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত উল্টাছড়াতে হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার এবং আগরতলা আখাউড়া রোডে স্মার্ট সিটি প্রকল্পে ২৫ কোটি ৮৬ লক্ষ টাকা ব্যয়ে বর্জ্য পরিশোধন প্ল্যান্ট (এসটিপি)।
advertisement
এর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  আগরতলায় ১২০ কোটি টাকা ব্যয়ে সেন্ট্রাল ডিটেকটিভ ট্রেনিং ইন্সটিটিউট, ১২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে আমবাসায় মহকুমা শাসকের নতুন অফিস বিল্ডিং, ১৯ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে গন্ডাতুইসায় মহকুমা হাসপাতাল, ৩৭ কোটি টাকা ব্যয়ে জিরানিয়ায় অ্যাপ্রোচ রোড-সহ ২টি রেলওয়ে ওভারব্রিজ, ৪০ কোটি ৩৮ লক্ষ টাকা ব্যয়ে খোয়াই-এর পদ্মবিল আরডি ব্লকের অধীন দেবেন্দ্র চৌধুরী পাড়া (বেলছড়া) থেকে ছনখলা পর্যন্ত রাস্তা নির্মাণ, ১১টি শহরে ৮৮ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে বর্জ্য পরিশোধন প্ল্যান্ট (এস টি পি) নির্মাণ এবং আগরতলায় ৩১৮ কোটি টাকা ব্যয়ে ১৬ কিলোমিটার প্রধান রাস্তার উন্নতিকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বাংলা খবর/ খবর/দেশ/
২৩ বছর ধরে সমাধান হয়নি! অমিত শাহের উপস্থিতিতে শরনার্থীদের পুনর্বাসন দিয়েই বামেদের কটাক্ষ বিজেপির
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement