Allu Arjun: অল্লু অর্জুনের বাড়িতে হামলা, ছোড়া হল টম্যাটো, গ্রেফতার ৬, কঠোর পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Allu Arjun:বিপদ যেন কাটছেই না ‘পুষ্পা’ তারকার। অল্লু অর্জুনের বাসভবনে হামলার অভিযোগ। রবিবার হায়দরাবাদের জুবিলি হিলসে তেলুগু অভিনেতা বাড়িতে টম্যাটো ছোড়া হয় বলে অভিযোগ।
হায়দরাবাদ: বিপদ যেন কাটছেই না ‘পুষ্পা’ তারকার। অল্লু অর্জুনের বাসভবনে হামলার অভিযোগ। রবিবার হায়দরাবাদের জুবিলি হিলসে তেলুগু অভিনেতা বাড়িতে টম্যাটো ছোড়া হয় বলে অভিযোগ। অভিনেতার বাড়ির ফুলের টব থেকে শুরু আরও বেশ কিছু জিনিস হামলাকারীরা নষ্ট করেছে বলেই অভিযোগ। ঘটনায় ছ’জন করে গ্রেফতার করেছে সে রাজ্যের পুলিশ। অল্লুর বাড়িতে হামলার নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। অন্যদিকে বিজেপি এই ঘটনাকে ‘রাজ্যের মদতপ্রসূত সন্ত্রাসবাদ’ বলে ব্যাখ্যা করেছে।
ঘটনার নিন্দা করে পুলিশকে অভিনেতার বাড়িতে হামলার ঘটনায় রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এবং সিটি পুলিশ কমিশনারকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, ‘পুষ্পা ২’ প্রিমিয়ারে থিয়েটারে পদপিষ্ট হয়ে মৃত মহিলার বিচারের দাবিতেই এই হামলা করেছে অভিযোগ।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, রোববার ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির সদস্য বলে দাবি করে একদল লোক অভিনেতা অল্লু অর্জুনের বাড়িতে হামলা চালায়। একজন বিক্ষোভকারী অভিনেতার বাড়ির দেওয়ালে টম্যাটো ছুড়তে শুরু করে। সিকিউরিটি বাধা দিলে হামলাকারীদের সঙ্গে হাতাহাতি বেধে যায় অভিযোগকারীদের।
advertisement
অভিনেতার বাড়ির ফুলের টব ভেঙে দেয় বলে অভিযোগ। অভিযোগকারীরা স্লোগান দিতে থাকে, পাশাপাশি মিডিয়ার জন্য গেটে অপেক্ষা করতে থাকে বলেই সূত্রের খবর। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় জুবিলি হিলসের পুলিশ। ৬ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 23, 2024 9:47 AM IST