Uttarkashi tunnel collapse: উদ্ধারে আরও কয়েক দিন না কি কয়েক সপ্তাহ? সুড়ঙ্গে আটক শ্রমিকদের নিয়ে উদ্বেগ বাড়ছে

Last Updated:

সুড়ঙ্গের ভিতরে প্রায় ২ কিলোমিটার জায়গা জুড়ে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক৷ ওই অংশটুকুতে এখনও ধস বা অন্য কোনও বিপদের আশঙ্কা নেই বলেই দাবি উদ্ধারকারীদের৷

শ্রমিকদের উদ্ধার কীভাবে, বিকল্প পথের কথাও খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা৷ ছবি- পিটিআই
শ্রমিকদের উদ্ধার কীভাবে, বিকল্প পথের কথাও খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা৷ ছবি- পিটিআই
উত্তরকাশী: গত সপ্তাহের মাঝামাঝি সময়ে মনে হচ্ছিল, উত্তর কাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করা শুধু সময়ের অপেক্ষা৷ কিন্তু শেষ কয়েক দিনে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে৷ বরং উদ্ধার অভিযান সম্পর্কে এখন যা জানা যাচ্ছে, তাতে আটকে থাকা শ্রমিকদের মুক্তি পেতে আরও বেশ কয়েকদিন তো বটেই, বরং কয়েক সপ্তাহও সময় লেগে যেতে পারে৷ সোজা কথায় বললে, উদ্ধারকাজ শেষ হতে কতদিন সময় লাগবে তা এখনই বলতে পারছেন না উদ্ধারকারীরাও৷
বিদেশ থেকে নিয়ে আসা অগার মেশিন দিয়ে পাথর কেটে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছনোর চেষ্টা চলছিল৷ সেই অগার মেশিন শুক্রবার রাতে পুরোপুরি বিকল হয়ে যায়৷ পাইপের মধ্যে আটকে থাকা অগার মেশিনের একাংশ পাইপের ভিতর থেকে বের করে আনা সম্ভব হয়েছে৷ এবার হাতে করে শেষ কয়েক মিটার পথের পাথর কেটে শ্রমিকদের কাছে পৌঁছনোর চেষ্টা করবেন উদ্ধারকারীরা৷ মাত্র কয়েক মিটারের সেই বাধা পেরোতেই সময় লেগে যাবে অনেকটা৷
advertisement
পাশাপাশি গতকাল থেকে পাহাড়ের উপর থেকেও পাথর কেটে নীচে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছনোর চেষ্টা করা হচ্ছে৷ ইতিমধ্যে ২০ মিটার খনন করে ফেলা সম্ভব হয়েছে৷ তবে পাহাড়ের উপর থেকে পাথর কেটে বিকল্প উদ্ধারের পথ তৈরি করতেও ১২ থেকে ১৪ দিন সময় লাগে৷
advertisement
advertisement
এই নিয়ে ১৬ দিন সুড়ঙ্গে আটকে রয়েছেন শ্রমিকরা৷ তাঁদের শারীরিক ভাবে সুস্থ রাখতে সবরকম চেষ্টা চলছে৷ কিন্তু মানসিক ভাবে তাঁদের কীভাবে চাঙ্গা রাখা সম্ভব, তা নিয়েই এখন চিন্তা বাড়ছে৷ অগার মেশিন দিয়ে যতটুকু পাথর কাটা সম্ভব হয়েছিল, তার পর আরও ১৫ মিটার মতো পাথর কাটতে পারলেই আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছনো সম্ভব৷ এই ১৫ মিটার মতো পথের পাথরের বাধাই এবার হাতে ছোট যন্ত্র দিয়ে কেটে সরানো হবে৷ শ্রমিকদের বের করে আনার জন্য পাইপ বসিয়ে যে রাস্তা তৈরি করা হচ্ছিল, তার মধ্যে ঢুকে এই কাজ করবেন একজন শ্রমিক৷ যে পাথর কাটা হবে, সেগুলি বের করো আনবেন আরও একজন শ্রমিক৷
advertisement
সুড়ঙ্গের ভিতরে প্রায় ২ কিলোমিটার জায়গা জুড়ে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক৷ ওই অংশটুকুতে এখনও ধস বা অন্য কোনও বিপদের আশঙ্কা নেই বলেই দাবি উদ্ধারকারীদের৷ ৬ ইঞ্চি চওড়া পাইপ দিয়ে ওই শ্রমিকদের কাছে খাবার, ওষুধ সহ জরুরি সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে৷ শ্রমিকদের সঙ্গে তাঁদের পরিবারের কথা বলার ব্যবস্থাও করা হয়েছে৷ কেন্দ্রীয় সরকারের চার ধাম প্রকল্পের মধ্যেই এই সিল্কইয়ারা সুড়ঙ্গের কাজ চলছিল৷ কবে এই ৪১ জন শ্রমিক মুক্তি পান, সেটাই এখন দেখার৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uttarkashi tunnel collapse: উদ্ধারে আরও কয়েক দিন না কি কয়েক সপ্তাহ? সুড়ঙ্গে আটক শ্রমিকদের নিয়ে উদ্বেগ বাড়ছে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement