Uttarkashi tunnel collapse: উদ্ধারে আরও কয়েক দিন না কি কয়েক সপ্তাহ? সুড়ঙ্গে আটক শ্রমিকদের নিয়ে উদ্বেগ বাড়ছে

Last Updated:

সুড়ঙ্গের ভিতরে প্রায় ২ কিলোমিটার জায়গা জুড়ে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক৷ ওই অংশটুকুতে এখনও ধস বা অন্য কোনও বিপদের আশঙ্কা নেই বলেই দাবি উদ্ধারকারীদের৷

শ্রমিকদের উদ্ধার কীভাবে, বিকল্প পথের কথাও খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা৷ ছবি- পিটিআই
শ্রমিকদের উদ্ধার কীভাবে, বিকল্প পথের কথাও খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা৷ ছবি- পিটিআই
উত্তরকাশী: গত সপ্তাহের মাঝামাঝি সময়ে মনে হচ্ছিল, উত্তর কাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করা শুধু সময়ের অপেক্ষা৷ কিন্তু শেষ কয়েক দিনে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে৷ বরং উদ্ধার অভিযান সম্পর্কে এখন যা জানা যাচ্ছে, তাতে আটকে থাকা শ্রমিকদের মুক্তি পেতে আরও বেশ কয়েকদিন তো বটেই, বরং কয়েক সপ্তাহও সময় লেগে যেতে পারে৷ সোজা কথায় বললে, উদ্ধারকাজ শেষ হতে কতদিন সময় লাগবে তা এখনই বলতে পারছেন না উদ্ধারকারীরাও৷
বিদেশ থেকে নিয়ে আসা অগার মেশিন দিয়ে পাথর কেটে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছনোর চেষ্টা চলছিল৷ সেই অগার মেশিন শুক্রবার রাতে পুরোপুরি বিকল হয়ে যায়৷ পাইপের মধ্যে আটকে থাকা অগার মেশিনের একাংশ পাইপের ভিতর থেকে বের করে আনা সম্ভব হয়েছে৷ এবার হাতে করে শেষ কয়েক মিটার পথের পাথর কেটে শ্রমিকদের কাছে পৌঁছনোর চেষ্টা করবেন উদ্ধারকারীরা৷ মাত্র কয়েক মিটারের সেই বাধা পেরোতেই সময় লেগে যাবে অনেকটা৷
advertisement
পাশাপাশি গতকাল থেকে পাহাড়ের উপর থেকেও পাথর কেটে নীচে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছনোর চেষ্টা করা হচ্ছে৷ ইতিমধ্যে ২০ মিটার খনন করে ফেলা সম্ভব হয়েছে৷ তবে পাহাড়ের উপর থেকে পাথর কেটে বিকল্প উদ্ধারের পথ তৈরি করতেও ১২ থেকে ১৪ দিন সময় লাগে৷
advertisement
advertisement
এই নিয়ে ১৬ দিন সুড়ঙ্গে আটকে রয়েছেন শ্রমিকরা৷ তাঁদের শারীরিক ভাবে সুস্থ রাখতে সবরকম চেষ্টা চলছে৷ কিন্তু মানসিক ভাবে তাঁদের কীভাবে চাঙ্গা রাখা সম্ভব, তা নিয়েই এখন চিন্তা বাড়ছে৷ অগার মেশিন দিয়ে যতটুকু পাথর কাটা সম্ভব হয়েছিল, তার পর আরও ১৫ মিটার মতো পাথর কাটতে পারলেই আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছনো সম্ভব৷ এই ১৫ মিটার মতো পথের পাথরের বাধাই এবার হাতে ছোট যন্ত্র দিয়ে কেটে সরানো হবে৷ শ্রমিকদের বের করে আনার জন্য পাইপ বসিয়ে যে রাস্তা তৈরি করা হচ্ছিল, তার মধ্যে ঢুকে এই কাজ করবেন একজন শ্রমিক৷ যে পাথর কাটা হবে, সেগুলি বের করো আনবেন আরও একজন শ্রমিক৷
advertisement
সুড়ঙ্গের ভিতরে প্রায় ২ কিলোমিটার জায়গা জুড়ে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক৷ ওই অংশটুকুতে এখনও ধস বা অন্য কোনও বিপদের আশঙ্কা নেই বলেই দাবি উদ্ধারকারীদের৷ ৬ ইঞ্চি চওড়া পাইপ দিয়ে ওই শ্রমিকদের কাছে খাবার, ওষুধ সহ জরুরি সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে৷ শ্রমিকদের সঙ্গে তাঁদের পরিবারের কথা বলার ব্যবস্থাও করা হয়েছে৷ কেন্দ্রীয় সরকারের চার ধাম প্রকল্পের মধ্যেই এই সিল্কইয়ারা সুড়ঙ্গের কাজ চলছিল৷ কবে এই ৪১ জন শ্রমিক মুক্তি পান, সেটাই এখন দেখার৷
বাংলা খবর/ খবর/দেশ/
Uttarkashi tunnel collapse: উদ্ধারে আরও কয়েক দিন না কি কয়েক সপ্তাহ? সুড়ঙ্গে আটক শ্রমিকদের নিয়ে উদ্বেগ বাড়ছে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement