হিন্দিকে মাতৃভাষার পর দ্বিতীয় ভাষা হিসেবে শেখার অনুরোধ করেছি, হিন্দি-বিতর্কে বললেন অমিত শাহ

Last Updated:

অমিত শাহের কথায়, 'আমি কখনওই বলিনি, অন্যান্য ভাষার উপর জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া হোক৷ আমি শুধু অনুরোধ করেছি, মাতৃভাষার পরে দ্বিতীয় ভাষা হিসেবে হিন্দি শেখানো হোক৷'

#নয়াদিল্লি: হিন্দি ভাষাকে দেশের অভিন্ন সাধারণ ভাষা করার পক্ষে সওয়াল করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ স্কুলপাঠ্যে হিন্দিকে আবশ্যিক করার কথা বলেছিলেন তিনি৷ তাঁর মন্তব্যের পরেই দেশজুড়ে হিন্দি ভাষা শেখা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক৷ দক্ষিণ ভারতের রাজ্যগুলি গর্জে উঠেছে৷ এ হেন পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, তিনি জোর করে হিন্দি চাপিয়ে দিতে চাননি৷
অমিত শাহের কথায়, 'আমি কখনওই বলিনি, অন্যান্য ভাষার উপর জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া হোক৷ আমি শুধু অনুরোধ করেছি, মাতৃভাষার পরে দ্বিতীয় ভাষা হিসেবে হিন্দি শেখানো হোক৷' নিজের প্রসঙ্গে বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমি নিজে অ-হিন্দিভাষী রাজ্য থেকে এসেছি৷ আমার বাড়ি গুজরাতে, ওখানে গুজরাতি ভাষাতেই সবাই কথা বলেন, হিন্দিতে নয়৷ আমার বক্তব্যটা ভালো করে শুনুন ও বুঝুন ৷ এখন কেউ যদি এই নিয়ে রাজনীতি করতে চান, তা হলে তা তাঁর চয়েস৷'
advertisement
তিনি বলেন, 'একটি শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটায় মাতৃভাষা৷ মাতৃভাষা মানে হিন্দি নয়৷ কিন্তু দেশের একটি অভিন্ন ভাষা থাকা উচিত৷ কেউ যদি মাতৃভাষার বাইরে অন্য ভাষা শিখতে চান, তা হিন্দিই হওয়া উচিত৷ আমি একটা বিষয় বুঝতে পারছি না, এর মধ্যে ভুলটা কোথায়? নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে কোনও ব্যক্তি এলে, আমি তাঁদের যখন জিগ্গেস করি, আপনার ভাষা কী? তাঁরা আমার চোখের দিকে তাকাতে পারেন না৷ আঞ্চলিক ভাষা শক্তিশালী হওয়া উচিত, তার সঙ্গে হিন্দিও শেথখা দরকার৷'
advertisement
advertisement
গত শনিবার হিন্দি দিবসে হিন্দি ভাষার উপর জোরাল সওয়াল করেন কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ অমিত শাহের বক্তব্য ছিল, এক দেশ, এক ভাষা চালু করা অত্যন্ত জরুরি৷ বিশ্বের কাছে নিজেদের পরিচিত করতে, এক ভাষাই থাকা উচিত৷ তাঁর দাবি, হিন্দি ভাষাই পারে ভারতকে এক সূত্রে গাঁথতে৷
বাংলা খবর/ খবর/দেশ/
হিন্দিকে মাতৃভাষার পর দ্বিতীয় ভাষা হিসেবে শেখার অনুরোধ করেছি, হিন্দি-বিতর্কে বললেন অমিত শাহ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement