হিন্দিকে মাতৃভাষার পর দ্বিতীয় ভাষা হিসেবে শেখার অনুরোধ করেছি, হিন্দি-বিতর্কে বললেন অমিত শাহ

Last Updated:

অমিত শাহের কথায়, 'আমি কখনওই বলিনি, অন্যান্য ভাষার উপর জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া হোক৷ আমি শুধু অনুরোধ করেছি, মাতৃভাষার পরে দ্বিতীয় ভাষা হিসেবে হিন্দি শেখানো হোক৷'

#নয়াদিল্লি: হিন্দি ভাষাকে দেশের অভিন্ন সাধারণ ভাষা করার পক্ষে সওয়াল করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ স্কুলপাঠ্যে হিন্দিকে আবশ্যিক করার কথা বলেছিলেন তিনি৷ তাঁর মন্তব্যের পরেই দেশজুড়ে হিন্দি ভাষা শেখা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক৷ দক্ষিণ ভারতের রাজ্যগুলি গর্জে উঠেছে৷ এ হেন পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, তিনি জোর করে হিন্দি চাপিয়ে দিতে চাননি৷
অমিত শাহের কথায়, 'আমি কখনওই বলিনি, অন্যান্য ভাষার উপর জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া হোক৷ আমি শুধু অনুরোধ করেছি, মাতৃভাষার পরে দ্বিতীয় ভাষা হিসেবে হিন্দি শেখানো হোক৷' নিজের প্রসঙ্গে বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমি নিজে অ-হিন্দিভাষী রাজ্য থেকে এসেছি৷ আমার বাড়ি গুজরাতে, ওখানে গুজরাতি ভাষাতেই সবাই কথা বলেন, হিন্দিতে নয়৷ আমার বক্তব্যটা ভালো করে শুনুন ও বুঝুন ৷ এখন কেউ যদি এই নিয়ে রাজনীতি করতে চান, তা হলে তা তাঁর চয়েস৷'
advertisement
তিনি বলেন, 'একটি শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটায় মাতৃভাষা৷ মাতৃভাষা মানে হিন্দি নয়৷ কিন্তু দেশের একটি অভিন্ন ভাষা থাকা উচিত৷ কেউ যদি মাতৃভাষার বাইরে অন্য ভাষা শিখতে চান, তা হিন্দিই হওয়া উচিত৷ আমি একটা বিষয় বুঝতে পারছি না, এর মধ্যে ভুলটা কোথায়? নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে কোনও ব্যক্তি এলে, আমি তাঁদের যখন জিগ্গেস করি, আপনার ভাষা কী? তাঁরা আমার চোখের দিকে তাকাতে পারেন না৷ আঞ্চলিক ভাষা শক্তিশালী হওয়া উচিত, তার সঙ্গে হিন্দিও শেথখা দরকার৷'
advertisement
advertisement
গত শনিবার হিন্দি দিবসে হিন্দি ভাষার উপর জোরাল সওয়াল করেন কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ অমিত শাহের বক্তব্য ছিল, এক দেশ, এক ভাষা চালু করা অত্যন্ত জরুরি৷ বিশ্বের কাছে নিজেদের পরিচিত করতে, এক ভাষাই থাকা উচিত৷ তাঁর দাবি, হিন্দি ভাষাই পারে ভারতকে এক সূত্রে গাঁথতে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
হিন্দিকে মাতৃভাষার পর দ্বিতীয় ভাষা হিসেবে শেখার অনুরোধ করেছি, হিন্দি-বিতর্কে বললেন অমিত শাহ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement