Op Sindoor: ‘ঐক্যবদ্ধ লড়াইয়ের জয়’! প্রজাতন্ত্র দিবসের ট্যাবলোতে অপারেশন সিঁদুর, ভারতের শক্তি তুলে ধরল তিন বাহিনী
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Op Sindoor: প্রজাতন্ত্র দিবসের ট্যাবলোতে এবার অপারেশন সিঁদুর৷ পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে সামরিক শক্তিতে যোগ্য জবাব দিয়েছে ভারত৷
নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসের ট্যাবলোতে এবার অপারেশন সিঁদুর৷ পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে সামরিক শক্তিতে যোগ্য জবাব দিয়েছে ভারত৷ সোমবার ২৬ জানুয়ারির কুচকাওয়াজে ভারতীয় সেনার তিন ক্ষেত্রের (সেনা, নৌবাহিনী ও বিমানবাহিনী) সামরিক শক্তির সাফল্য বিশেষ ট্যাবলোতে ধরা পড়ল ৷
‘‘ঐক্যবদ্ধ লড়াইয়ের জয় (Victory Through Jointness)’’, এই শিরোনামে তৈরি করা হয়েছে অপারেশন সিঁদুরের এই বিশেষ ট্যাবলো৷ ভারতীয় সেনা, নৌবাহিনী ও বিমানবাহিনীর সম্মিলিত যুদ্ধক্ষমতা এবং নিরবচ্ছিন্ন সমন্বয় প্রদর্শিত হয়, যা স্থল, সমুদ্র ও আকাশ—তিনটি ক্ষেত্রেই সমন্বিত অভিযান পরিচালনার সশস্ত্র বাহিনীর সক্ষমতাকে তুলে ধরে। দেশের উপর ধেয়ে আসা যেকোনও হুমকির বিরুদ্ধের রুখে দাঁড়াতে সমস্তরকম ভাবে সর্বদা প্রস্তুত ভারতীয় সামরিক বাহিনী, এই ট্যাবলো সেই শক্তিকেই তুলে ধরে৷
advertisement
আরও পড়ুন: সূর্যের পরপর তিনবার গোচর! ফেব্রুয়ারি মাসেই ভাগ্যের চাকা ঘুরে যাবে ৩ রাশির, সোনায় মুড়বে কপাল
advertisement
ট্যাবলোতে অপারেশন সিন্দুরের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে চিত্রিত করা হয়৷ এর মধ্যে ছিল ভারতীয় বিমানবাহিনীর নির্ভুল বিমান হামলা, সামুদ্রিক আধিপত্য প্রতিষ্ঠার জন্য দ্রুত নৌ-চালনা এবং সেনাবাহিনীর সমন্বিত স্থল অভিযান। এছাড়াও ট্যাবলোটি ভারতের প্রতিরক্ষা বাহিনীর ভবিষ্যৎ-প্রস্তুত, প্রযুক্তিনির্ভর ও মিশন-কেন্দ্রিক যুদ্ধে রূপান্তরের প্রতিফলন ঘটায়, যা জটিল যুদ্ধ পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম।
advertisement
অপারেশন সিন্দুর শুরু হয় গত বছরের ৭ মে ভোরে, যখন ভারতীয় বাহিনী পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (পিওকে)-এর গভীরে অবস্থিত সন্ত্রাসী শিবিরগুলিতে হামলা চালায়। পহেলগামে সংঘটিত এক সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান পরিচালিত হয়, যেখানে দুই ডজনেরও বেশি পর্যটক নিহত হন। শেষ পর্যন্ত ১০ মে যুদ্ধবিরতির মাধ্যমে শত্রুতা বন্ধ হয়, যখন পাকিস্তানি সামরিক কমান্ডাররা ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে সংঘাতের অবসান চেয়ে আবেদন জানান।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 26, 2026 2:02 PM IST









