advertisement

Padmashri Awardees 2026: সুচ সুতোতেই এল সাফল্য, সিউড়ির মেয়ে তৃপ্তির হাতে ধরে বীরভূমের মাটিতে ফের পদ্মশ্রী সম্মান

Last Updated:
Birbhum News: ছোটবেলায় মা মায়া বন্দ্যোপাধ্যায়ের কাছেই সুচ সুতোয় হাতেখড়ি তৃপ্তির। ধীরে ধীরে সেই শেখা আগ্রহ থেকে নেশায় পরিণত হয়। শাড়িতে নিজে কাঁথাস্টিচের কাজ করার পাশাপাশি অন্যদের শেখানোর আগ্রহও ছিল তাঁর।
1/5
বীরভূম ফের গর্বের শিরোপা পেল। ২০২৪ সালে লোকশিল্পী রতন কাহারের পরে এ বছর সিউড়ির আরও এক কৃতী সন্তান পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন। কাঁথাস্টিচ শিল্প ও নারী সশক্তিকরণে অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন সিউড়ির বাসিন্দা তৃপ্তি মুখোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় সরকারের প্রকাশিত তালিকায় রাজ্য থেকে ছ'জনের নাম ঘোষিত হয়, সেই তালিকাতেই জায়গা করে নেন তিনি। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
বীরভূম ফের গর্বের শিরোপা পেল। ২০২৪ সালে লোকশিল্পী রতন কাহারের পরে এ বছর সিউড়ির আরও এক কৃতী সন্তান পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন। কাঁথাস্টিচ শিল্প ও নারী সশক্তিকরণে অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন সিউড়ির বাসিন্দা তৃপ্তি মুখোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় সরকারের প্রকাশিত তালিকায় রাজ্য থেকে ছ'জনের নাম ঘোষিত হয়, সেই তালিকাতেই জায়গা করে নেন তিনি।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
2/5
কাঁথাস্টিচ শিল্পী হিসেবে জেলা তথা জেলার বাইরেও বিশেষ পরিচিতি রয়েছে তৃপ্তি মুখোপাধ্যায়ের। দীর্ঘ চার দশকের শিল্পীজীবনে তিনি একাধিক সম্মানে ভূষিত হয়েছেন। এর আগে তাঁর ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কার, বঙ্গশ্রী সম্মান এবং কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের তরফে হস্তশিল্প ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান ‘শিল্পগুরু’। এ বার সেই সম্মান তালিকায় যুক্ত হল দেশের অন্যতম মর্যাদাপূর্ণ নাগরিক সম্মান পদ্মশ্রী। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
কাঁথাস্টিচ শিল্পী হিসেবে জেলা তথা জেলার বাইরেও বিশেষ পরিচিতি রয়েছে তৃপ্তি মুখোপাধ্যায়ের। দীর্ঘ চার দশকের শিল্পীজীবনে তিনি একাধিক সম্মানে ভূষিত হয়েছেন। এর আগে তাঁর ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কার, বঙ্গশ্রী সম্মান এবং কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের তরফে হস্তশিল্প ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান ‘শিল্পগুরু’। এ বার সেই সম্মান তালিকায় যুক্ত হল দেশের অন্যতম মর্যাদাপূর্ণ নাগরিক সম্মান পদ্মশ্রী।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
ছোটবেলায় মা মায়া বন্দ্যোপাধ্যায়ের কাছেই সুচ সুতোয় হাতেখড়ি তৃপ্তির। ধীরে ধীরে সেই শেখা আগ্রহ থেকে নেশায় পরিণত হয়। শাড়িতে নিজে কাঁথাস্টিচের কাজ করার পাশাপাশি অন্যদের শেখানোর আগ্রহও ছিল তাঁর। শিল্পী পরিবারে বড় হয়ে ওঠা তৃপ্তির দাদা ছবি আঁকেন, ভাইরা গান ও তবলা চর্চা করেন। পরিবারজুড়ে শিল্পচর্চার আবহেই গড়ে ওঠে তাঁর শিল্পীসত্তা। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
ছোটবেলায় মা মায়া বন্দ্যোপাধ্যায়ের কাছেই সুচ সুতোয় হাতেখড়ি তৃপ্তির। ধীরে ধীরে সেই শেখা আগ্রহ থেকে নেশায় পরিণত হয়। শাড়িতে নিজে কাঁথাস্টিচের কাজ করার পাশাপাশি অন্যদের শেখানোর আগ্রহও ছিল তাঁর। শিল্পী পরিবারে বড় হয়ে ওঠা তৃপ্তির দাদা ছবি আঁকেন, ভাইরা গান ও তবলা চর্চা করেন। পরিবারজুড়ে শিল্পচর্চার আবহেই গড়ে ওঠে তাঁর শিল্পীসত্তা।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
নব্বইয়ের দশক থেকে বীরভূম জেলার গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে মহিলাদের কাঁথাস্টিচের প্রশিক্ষণ দিতে শুরু করেন তৃপ্তি মুখোপাধ্যায়। শুধু কাজ শেখানো নয়, সেই কাজের বাজারজাতকরণ ও ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার দিকেও বিশেষ নজর দেন তিনি। এখনও পর্যন্ত ২০ হাজারেরও বেশি মহিলাকে তিনি এই কাজ শিখিয়েছেন। বর্তমানে তাঁর সঙ্গে জেলার প্রায় ৪০০ জন মহিলা সরাসরি কাজ করছেন, বাকিরা নিজেদের মতো করে এই শিল্পের মাধ্যমে রোজগার করছেন। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
নব্বইয়ের দশক থেকে বীরভূম জেলার গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে মহিলাদের কাঁথাস্টিচের প্রশিক্ষণ দিতে শুরু করেন তৃপ্তি মুখোপাধ্যায়। শুধু কাজ শেখানো নয়, সেই কাজের বাজারজাতকরণ ও ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার দিকেও বিশেষ নজর দেন তিনি। এখনও পর্যন্ত ২০ হাজারেরও বেশি মহিলাকে তিনি এই কাজ শিখিয়েছেন। বর্তমানে তাঁর সঙ্গে জেলার প্রায় ৪০০ জন মহিলা সরাসরি কাজ করছেন, বাকিরা নিজেদের মতো করে এই শিল্পের মাধ্যমে রোজগার করছেন।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
কেন্দ্রীয় সরকারের একটি দফতর থেকে প্রথম পদ্মশ্রী প্রাপ্তির খবর পান তৃপ্তি মুখোপাধ্যায়। পরে তালিকায় নিজের নাম দেখে নিশ্চিত হন তিনি। খবর পেয়ে আবেগে চোখে জল চলে আসে তাঁর। শিল্পী বলেন, এতদিনের পরিশ্রম ও মায়ের কাছ থেকে শেখা শিল্পের স্বপ্ন আজ সার্থক হল। পদ্মশ্রী ঘোষণার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন তিনি। পরিবার, ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিচ্ছেন তৃপ্তি মুখোপাধ্যায়। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
কেন্দ্রীয় সরকারের একটি দফতর থেকে প্রথম পদ্মশ্রী প্রাপ্তির খবর পান তৃপ্তি মুখোপাধ্যায়। পরে তালিকায় নিজের নাম দেখে নিশ্চিত হন তিনি। খবর পেয়ে আবেগে চোখে জল চলে আসে তাঁর। শিল্পী বলেন, এতদিনের পরিশ্রম ও মায়ের কাছ থেকে শেখা শিল্পের স্বপ্ন আজ সার্থক হল। পদ্মশ্রী ঘোষণার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন তিনি। পরিবার, ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিচ্ছেন তৃপ্তি মুখোপাধ্যায়।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
advertisement
advertisement