প্রজাতন্ত্র দিবসের আগে রাজধানীতে সাজ সাজ রব, সেজে উঠছে ইন্ডিয়া গেট
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
আজ, শনিবার নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের চূড়ান্ত মহড়া হয়ে গেল।
#নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসের আগে সাজ সাজ রব দিল্লিতে। সাজিয়ে তোলা হচ্ছে ইন্ডিয়া গেট। ৭১ তম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে থাকবেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। আজ, শনিবার নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের চূড়ান্ত মহড়া হয়ে গেল।
এ বছর কুচকাওয়াজে অংশগ্রহণ করবে হেলিকপ্টার অ্যাপাচে, চপার চিনুক। কুচকাওয়াজে থাকবে বায়ুসেনার রাফাল বিমান, তেজস, লাইট কমব্যাট হেলিকপ্টার।
কুচকাওয়াজে রাজপথে থাকবে সিআরপিএফ-এর মহিলা বাইক চালকদের দল। বিশেষ স্টান্টও প্রদর্শন করবেন তাঁরা। এবার ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতিতে নয়, দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই নিহত জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপন করবেন মোদী। থাকবেন চিফ অফ ডিফেন্স স্টাফ এবং তিন সেনাবাহিনীর প্রধানেরা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লি জুড়ে কড়া নিরাপত্তা। নিরাপত্তা কাশ্মীর উপত্যকাতেও।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 25, 2020 3:49 PM IST