রি-মনিটাইজেশনের প্রক্রিয়া প্রায় শেষের পথে, দাবি শক্তিকান্ত দাসের

Last Updated:

বাজারে নতুন নোটের জোগান প্রায় সম্পূর্ণ হয়েছে ৷ শুক্রবার এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সচিব শক্তিকান্ত দাস ৷

#নয়াদিল্লি: বাজারে নতুন নোটের জোগান প্রায় সম্পূর্ণ হয়েছে ৷ শুক্রবার এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সচিব শক্তিকান্ত দাস ৷ ৮ নভেম্বর ৫০০ ও ১০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এরপর থেকেই বাজারে নোটের আকাল দেখায় দেয় ৷ নতুন নোটের জোগান প্রক্রিয়া শুরু হলেও বাজারে নোটের চাহিদা মেটাতে সমস্যায় পড়তে হয় সরকার ৷ তবে এখনও আর কোনও সমস্যা নেই ৷ নতুন নোটের জোগান দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তা প্রায় সম্পূর্ণ বলে এদিন দাবি করেছে কেন্দ্র।
নোট বাতিলের পর টাকা তোলার ক্ষেত্রে  যে যে বিধিনিষেধ লাগু করা হয়েছিল তা প্রায় তুলে নেওয়া হয়েছে ৷ কেবল সেভিংস অ্যাকাউন্ট থেকে সপ্তাহে ২৪,০০০ টাকা তোলার উধ্বর্সীমা বহাল রেখেছে কেন্দ্র ৷ তবে খুব শীঘ্রই এই নিয়ন্ত্রণও প্রত্যাহার করা হবে বলে আশ্বাস দিয়েছেন শক্তিকান্ত দাস ৷
তিনি আরও জানান, খুব কম সংখ্যাক মানুষ মাসে ১ লক্ষ টাকা তুলে থাকেন ৷ সেই ভাবে দেখতে গেলে কার্যত এখন সাধারণ মানুষের জন্য কোনও নিষেধাজ্ঞা নেই ৷ রি-মনিটাইজেশনের প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ ৷
advertisement
advertisement
মাত্র নোট বাতিলের ঘোষণার পর থেকে এই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করতে সফল হয়েছে সরকার ৷ এর কয়েক দিন আগেই এটিএম থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা আরও বাড়িয়েছে RBI ৷ ১০ হাজার টাকার বদলে এবার এটিএম থেকেই তোলা যাবে ২৪ হাজার টাকা ৷ এবার একাধিকবার টাকা তোলার ক্ষেত্রেও কোনও বাধা রইল না ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রি-মনিটাইজেশনের প্রক্রিয়া প্রায় শেষের পথে, দাবি শক্তিকান্ত দাসের
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement