Reliance Jio: জিও-র ধামাকা, বিনামূল্যে ভয়েস কল, এসএমএস, রোমিং ও সস্তায় ৪জি নেট !

Last Updated:

একেবারে বিন্যামূল্যে ৷ হাতের মুঠোয় এখন সব সুবিধাকে এক ঝুলিতে ভরে গ্রাহকদের হাতে তুলে দিতে চলল রিলায়েন্স জিও ৷

#মুম্বই: একেবারে বিনামূল্যে ৷ হাতের মুঠোয় এখন সব সুবিধাকে এক ঝুলিতে ভরে গ্রাহকদের হাতে তুলে দিতে চলল রিলায়েন্স জিও ৷ ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন পূরণের যাত্রা শুরু করতে রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য এক ঝাঁক পরিষেবা নিয়ে এল একেবারে বিনামূল্যে ৷ স্মার্ট ফোনের যুগে ভয়েস কল থেকে শুরু সস্তায় ইন্টারনেটের সুবিধা ! রোমিংয়ে নো চার্জ, সবই এখন রিলায়েন্স জিও-তে ৷ আর সবচেয়ে বড় খুশির খবর, গ্রাহকরা এই সুবিধা পাবেন একেবারেই ফ্রি, ফ্রি, ফ্রি !
বৃহস্পতিবার মুম্বইয়ে RILএর-বৈঠকে রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির দাবি, ‘আপনি যত বেশি ডাটা ব্যবহার করুন না কেন৷ চার্জ পড়বে কম ৷ গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে সস্তায় ডেটা একমাত্র মিলবে এই নেটওয়ার্কে ৷ বিশ্বের দরবারে কম খরচে সর্বোচ্চ গুণমানের ডেটার বাজার হিসেবে ভারতকে তুলে ধরবে জিও ৷’
RIL- এর এই বৈঠকে মুকেশ আম্বানির এই ঘোষণা শুনে, রীতিমতো নড়ে-চড়ে বসেছে দেশের অন্যান্য মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্ক প্রদানকারী সংস্থা ৷ বিনামূল্যে জিও-র এই পরিষেবার ঘোষণার ফলে স্বভাবতই কপালে ভাঁজ পড়েছে মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলো ৷ কারণ, রিলায়েন্স জিও দেশবাসীকে দেখাতে চলেছে, কম খরচাতেও দ্রুত ইন্টারনেট পরিষেবা দেওয়া সম্ভব ৷
advertisement
advertisement
বৃহস্পতিবার রিলায়েন্স জিও মোবাইল সংক্রান্ত বিশেষ কয়েকটি ঘোষণা করলেন রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি ৷ বাজারে এসেই শোরগোল ফেলে দিয়েছে রিলায়েন্সের জিও ৪জি ৷ জিও সংক্রান্ত বহু অপেক্ষিত কয়েকটি বিষয়ে এদিন এদিন RIL- এর বার্ষিক সভায় মন্তব্য রাখবেন আম্বানি ৷ কী কী সুবিধা গ্রাহকরাও পেতে পারেন ? অফার সম্পর্কে বেশ কিছু তথ্য জানালেন তিনি ৷ এর আগে রিলান্সের তরফে ইতিমধ্যেই জানানো হয়ে গিয়েছে যে অন্য মোবাইল সমস্থার থেকে অনেক সস্তাই পরিষেবা দেবে জিও৷ জিও নেটওয়ার্কের গ্রাহকদের জন্য একগুচ্ছ উপহার ঘোষণা করলেন মুকেশ আম্বানি ৷ এক নজরে দেখে নিন, এদিন কী কী ঘোষণা করলেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি ৷
advertisement
মাত্র ৫০ টাকায় ১ জিবি ডাটা পাওয়া যাবে জিও-তে ৷ পাশাপাশি ৪০ HD চ্যানেল দেখার সুবিধাও মিলবে৷
জিও-তে ৩০০ টি চ্যানেল দেখার সুবিধা পাওয়া যাবে ৷
এক বছরে ১১২,০০০ কোটি টাকার বিনিয়োগ করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ৷ এক বছরে বিনিয়োগের নজিরে সর্বকালের সেরা সেরা ভারতীয় কোম্পানি রিলায়েন্স, দাবি RIL চেয়ারম্যান মুকেশ আম্বানির ৷
advertisement
সব থেকে কম টাকায় মোবাইলে কথা বলা, ভিডিও কলিং ও ডাটা পরিষেবা পাওয়া যাবে জিও-তে ৷
আধার কার্ড থাকলে ১৫ মিনিটের মধ্যে জিও-র কানেকশন পাওয়া যাবে ৷
জিও ডিজিটাল স্টার্ট আপ তহবিল ৫ হাজার কোটি টাকার উদ্যোগ নিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি ৷ তরুণ প্রজন্মের উদ্যোগীদের জন্য প্রকল্প, জানালেন মুকেশ আম্বানি ৷
advertisement
২৫ শতাংশ অতিরিক্ত ডেটা পাবে পড়ুয়ারা ৷ JIO মূল পরিষেবা থেকেই মিলবে ডেটা ৷ আইডি কার্ড দেখালেই মিলবে অতিরিক্ত ডেটা ৷
৩০ হাজার স্কুল-কলেজে JIO সংযোগ ৷ নিখরচায় মিলবে WIFI পরিষেবা ৷
ছাত্রদের জন্য বিশেষ JIO পরিকল্পনা ৷ ছাত্ররা বিশেষ ডিসকাউন্ট অফার পাবে ৷
প্রতি জিবি ৫০ টাকা হারে ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে ৷ বিশ্বে সবচেয়ে কম দামে ইন্টারনেট পরিষেবা মিসবে জিওতে ৷ উৎসবের দিনগুলিতে জিও-য় থাকবে বিশেষ ছাড় ৷
advertisement
এক বছরের জন্য নিখরচায় মিলবে জিও অ্যাপ ৷ দেশজুড়ে কোনও রোমিং চার্জ লাগবে না ৷ জিও ব্যবহারকারীদের কোনও ভয়েস কল চার্জ লাগবে না বলে জানালেন রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি ৷
২,৯৯৯ টাকায় জিও স্মার্টফোন চালু করছে রিলায়েন্স ৷
বিশ্বের সেরা 4G নেটওয়ার্ক হল জিও ৷ 5G এবং 6G পরিষেবাও তৈরি রয়েছে বলে জানালেম রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি ৷
advertisement
বিশ্বের সেরা 4G নেটওয়ার্ক হল জিও ৷ কল ড্রপের সমস্যা মেটাবে জিও পরিষেবা বললেন আম্বানি ৷
মার্চ, ২০১৭-র মধ্যেই দেশের ৯০ শতাংশে জিও পৌঁছে যাবে ৷ ৯০ শতাংশ ভারতবাসী জিও-র আওতায় আসবেন ৷
ডিজিটাল রেভেলিউশনের দোড়গোড়ায় দাঁড়িয়ে সারা বিশ্ব ৷
প্রত্যেক ভারতবাসীর ডিজিটাল সুবিধা পাওয়ার অধিকার রয়েছে ৷ প্রধানমন্ত্রীর উদ্যোগে আমরা সেই লক্ষে এগোচ্ছি ৷ বিশ্বের প্রথম দশে স্থান পাবে ডিজিটাল ইন্ডিয়া বলে দাবি করলেন মুকেশ আম্বানি ৷
অত্যাধুনিক জিও পরিষেবা ডিজিটাল ইন্ডিয়া গড়তে সাহায্য করবে ৷ দেশের কোণায়
ডিজিটাল ইন্ডিয়া নিয়ে প্রধানমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানালেন RIL চেয়ারম্যান মুকেশ আম্বানি ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Reliance Jio: জিও-র ধামাকা, বিনামূল্যে ভয়েস কল, এসএমএস, রোমিং ও সস্তায় ৪জি নেট !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement