রিলায়েন্স জিও-র হাত ধরে যোগাযোগের বিপ্লব

Last Updated:

দেশের টেলিকম বাজারে এবার 4G পরিষেবা নিয়ে হাজির ‘রিলায়েন্স জিও’। রিলায়েন্সের প্রতিষ্ঠাতা ধীরুভাই অম্বানির জন্মদিনের দিনই এই পরিষেবা চালু করল সংস্থা ৷ আপাতত এই পরিষেবা সীমাবদ্ধ থাকবে শুধুমাত্র সংস্থার কর্মীদের মধ্যে ৷ বিনামূল্যে 4G পরিষেবা ব্যবহার করতে পারবেন তাঁরা ৷ ধীরুভাই আম্বানির ৮৩-তম জন্মদিনের দিনই পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে রিলায়েন্স গ্রুপ ৷ আমজনতাকে এই পরিষেবার জন্য অপেক্ষা করতে হবে আগামী বছরের মার্চ-এপ্রিল মাস পর্যন্ত ৷

#মুম্বই: দেশের টেলিকম বাজারে এবার 4G পরিষেবা নিয়ে হাজির ‘রিলায়েন্স জিও’। রিলায়েন্সের প্রতিষ্ঠাতা ধীরুভাই অম্বানির জন্মদিনের দিনই এই পরিষেবা চালু করল সংস্থা ৷ আপাতত এই পরিষেবা সীমাবদ্ধ থাকবে শুধুমাত্র সংস্থার কর্মীদের মধ্যে ৷ বিনামূল্যে 4G পরিষেবা ব্যবহার করতে পারবেন তাঁরা ৷ ধীরুভাই আম্বানির ৮৩-তম জন্মদিনের দিনই পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে রিলায়েন্স গ্রুপ ৷ আমজনতাকে এই পরিষেবার জন্য অপেক্ষা করতে হবে আগামী বছরের মার্চ-এপ্রিল মাস পর্যন্ত ৷
shahrukh khan
রবিবার সন্ধ্যায় রিলায়েন্স কর্পোরেট পার্কে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হল রিলায়েন্স জিও-র ৷ নতুন এই 4G পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন প্রায় ৪০ হাজার মানুষ ৷ রবিবারের এই অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে অবশ্যই ছিলেন বলিউড তারকা শাহরুখ খান ৷ বলিউডের বাদশাহকে রিলায়েন্স জিও-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বাছা হয়েছে ৷ এসআরকে-র পারফরম্যান্সের পাশাপাশি গান গেয়ে অনুষ্ঠান জমিয়ে দিয়েছিলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ.আর রহমানও ৷ 
advertisement
advertisement
CXPR1rBUsAApwqY
অনুষ্ঠান শেষে শাহরুখ জানান, ‘আমাকে রিলায়েন্স জিও 4G পরিষেবার ব্র্যান্ড অ্যাম্বাসডর করা হয়েছে। নতুন এই টেকনলজিটি ‘মাইন্ড বগলিং’, আমি কিন্তু বিক্রি হয়ে গিয়েছি ৷’ রিলায়েন্স কর্ণধার মুকেশ অম্বানি সংস্থার কর্মীদের পরিবারের লোকজনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ সংস্থার কর্মীদের পরিবারকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতিনিয়ত সহ্য করার জন্য ৷ কর্মীরা অত্যাধিক কাজ করা সত্ত্বেও সর্বদা তাঁরা পাশে থেকেছেন ৷ আমার মা কোকিলাবেন আমার থেকে বেশি ভালো স্মার্টফোন ব্যবহার করতে পারেন ৷ এটাই হল প্রযুক্তির শক্তি ৷ জিও শুধু রিলায়েন্সের নয়, এটা সমগ্র ভারতবর্ষের জন্য ৷ আমাদের সংস্থার প্রতিষ্ঠাতার ৮৩-তম জন্মদিনে আমি এই নতুন পরিষেবা চালুর কথা ঘোষণা করলাম ৷ সোমবার থেকেই শুরু হবে এই পরিষেবা ৷’  
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রিলায়েন্স জিও-র হাত ধরে যোগাযোগের বিপ্লব
Next Article
advertisement
Second Hooghly Bridge: রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
  • ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

  • রবিবার ভোর ৪:০০ টা থেকে রাত ৯:৩০ টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল

  • ব্রিজ মেরামতি কাজের জন্য টানা প্রায় ১৬:৩০ ঘণ্টা বন্ধ থাকবে

VIEW MORE
advertisement
advertisement