রিলায়েন্স জিও-র হাত ধরে যোগাযোগের বিপ্লব
Last Updated:
দেশের টেলিকম বাজারে এবার 4G পরিষেবা নিয়ে হাজির ‘রিলায়েন্স জিও’। রিলায়েন্সের প্রতিষ্ঠাতা ধীরুভাই অম্বানির জন্মদিনের দিনই এই পরিষেবা চালু করল সংস্থা ৷ আপাতত এই পরিষেবা সীমাবদ্ধ থাকবে শুধুমাত্র সংস্থার কর্মীদের মধ্যে ৷ বিনামূল্যে 4G পরিষেবা ব্যবহার করতে পারবেন তাঁরা ৷ ধীরুভাই আম্বানির ৮৩-তম জন্মদিনের দিনই পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে রিলায়েন্স গ্রুপ ৷ আমজনতাকে এই পরিষেবার জন্য অপেক্ষা করতে হবে আগামী বছরের মার্চ-এপ্রিল মাস পর্যন্ত ৷
#মুম্বই: দেশের টেলিকম বাজারে এবার 4G পরিষেবা নিয়ে হাজির ‘রিলায়েন্স জিও’। রিলায়েন্সের প্রতিষ্ঠাতা ধীরুভাই অম্বানির জন্মদিনের দিনই এই পরিষেবা চালু করল সংস্থা ৷ আপাতত এই পরিষেবা সীমাবদ্ধ থাকবে শুধুমাত্র সংস্থার কর্মীদের মধ্যে ৷ বিনামূল্যে 4G পরিষেবা ব্যবহার করতে পারবেন তাঁরা ৷ ধীরুভাই আম্বানির ৮৩-তম জন্মদিনের দিনই পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে রিলায়েন্স গ্রুপ ৷ আমজনতাকে এই পরিষেবার জন্য অপেক্ষা করতে হবে আগামী বছরের মার্চ-এপ্রিল মাস পর্যন্ত ৷
রবিবার সন্ধ্যায় রিলায়েন্স কর্পোরেট পার্কে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হল রিলায়েন্স জিও-র ৷ নতুন এই 4G পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন প্রায় ৪০ হাজার মানুষ ৷ রবিবারের এই অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে অবশ্যই ছিলেন বলিউড তারকা শাহরুখ খান ৷ বলিউডের বাদশাহকে রিলায়েন্স জিও-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বাছা হয়েছে ৷ এসআরকে-র পারফরম্যান্সের পাশাপাশি গান গেয়ে অনুষ্ঠান জমিয়ে দিয়েছিলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ.আর রহমানও ৷
advertisement
advertisement
অনুষ্ঠান শেষে শাহরুখ জানান, ‘আমাকে রিলায়েন্স জিও 4G পরিষেবার ব্র্যান্ড অ্যাম্বাসডর করা হয়েছে। নতুন এই টেকনলজিটি ‘মাইন্ড বগলিং’, আমি কিন্তু বিক্রি হয়ে গিয়েছি ৷’ রিলায়েন্স কর্ণধার মুকেশ অম্বানি সংস্থার কর্মীদের পরিবারের লোকজনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ সংস্থার কর্মীদের পরিবারকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতিনিয়ত সহ্য করার জন্য ৷ কর্মীরা অত্যাধিক কাজ করা সত্ত্বেও সর্বদা তাঁরা পাশে থেকেছেন ৷ আমার মা কোকিলাবেন আমার থেকে বেশি ভালো স্মার্টফোন ব্যবহার করতে পারেন ৷ এটাই হল প্রযুক্তির শক্তি ৷ জিও শুধু রিলায়েন্সের নয়, এটা সমগ্র ভারতবর্ষের জন্য ৷ আমাদের সংস্থার প্রতিষ্ঠাতার ৮৩-তম জন্মদিনে আমি এই নতুন পরিষেবা চালুর কথা ঘোষণা করলাম ৷ সোমবার থেকেই শুরু হবে এই পরিষেবা ৷’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 27, 2015 2:29 PM IST