#মুম্বই: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড টি-২০ ক্রিকেটে ধামাকা করল। মুম্বই ইন্ডিয়ান্সের পর মুম্বই ইন্ডিয়ান্স #ওয়ান ফ্যামিলিতে যোগদানকারী দুটি নতুন ফ্র্যাঞ্চাইজির নাম প্রকাশ করেছে।
সংযুক্ত আরব আমিরশাহীতে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে 'এমআই এমিরেটস' এবং ক্রিকেট দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে 'এমআই কেপটাউন' দলের নাম ঘোষণা করা হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের পাশাপাশি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এখন আরও দুটি টি-টোয়েন্টি দল হল।
নীতা আম্বানি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর ডিরেক্টর এদিন বলেছেন, "আমাদের #Onefamily-এর নতুন সংযোজন 'MI Emirates' এবং 'MI Cape Town'। এই দুই দলকে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত৷ আমাদের জন্য MI ক্রিকেট এটাকাই পরিবার।
তিনি আরও বলেন, মুম্বই ফ্র্যাঞ্চাইজি আমাদের কাছে বিশ্বাস ও নির্ভরযোগ্যতাক প্রতীক। আমি নিশ্চিত, এমআই এমিরেটস এবং এমআই কেপটাউন, দুটি দলই টি-২০ ক্রিকেটে দুরন্ত পারফর্ম করবে। এমআই-এর বিশ্ব ক্রিকেটের উত্তরাধিকারকে আরও উচ্চতায় নিয়ে যাবে নতুন এই দুটি দল। আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখি।
'এমআই এমিরেটস' এবং 'এমআই কেপ টাউন' - এই নামগুলি বেছে নেওয়ার কারণ রয়েছে বলে জানান তিনি। কারণ এগুলি নির্দিষ্ট অঞ্চলের অন্তর্গত ফ্র্যাঞ্চাইজি। যেখান থেকে এই দলগুলি খেলবে সেখানকার হিসেবে নাম রাখা হয়েছে৷
দুটি দল, 'এমআই এমিরেটস' এবং 'এমআই কেপ টাউন' 'মাই এমিরেটস' এবং 'মাই কেপ টাউন' ছিল আগে। এমআই এমিরেটস এবং এমআই কেপটাউন সমর্থকদের উত্সর্গ করা হয়েছে বলে জানান নীতা আম্বানি।
🇦🇪🇿🇦
— Mumbai Indians (@mipaltan) August 10, 2022
Presenting @MICapeTown & @MIEmirates #OneFamily #MIemirates #MIcapetown @EmiratesCricket @OfficialCSA pic.twitter.com/6cpfpyHP2H
দুটি নতুন দলই আইকনিক মুম্বাই ইন্ডিয়ান্সের পরিচয় বহন করবে। #OneFamily-র বিশ্বব্যাপী সম্প্রসারণে মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি উদ্যোগ নিয়েছে। ক্রিকেটের অন্যতম জনপ্রিয় দল হিসেবে উঠে এসেছে মুম্বই ইন্ডিয়ান্স। এবার সেই সুনাম সারা বিশ্বে ছড়িয়ে দিতে চায় তারা। তার জন্যই দুটি নতুন টি-২০ দল নিয়ে উত্সাহী রিলায়েন্স।
আরও পড়ুন- Sudip Chatterjee : বঞ্চিত এবং অপমানিত! বাংলা ছেড়ে ঋদ্ধিমানের ত্রিপুরায় সই সুদীপেররিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ক্রিকেট এ ফুটবলে একের পর এক প্রশংসনীয় পদক্ষেপ করেছে। ভারতের খেলার জগতের পরিসর বিস্তারে রিলায়েন্স বরাবর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।