মুম্বই ইন্ডিয়ান্সের পর MI এমিরেটস, MI কেপটাউন! টি-২০ ক্রিকেটে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর ধামাকা
- Published by:Suman Majumder
Last Updated:
MI Capetown and MI Emirates: টি-টোয়েন্টিতে 'এমআই এমিরেটস' এবং ক্রিকেট দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে 'এমআই কেপটাউন' দল রিলায়েন্সের।
#মুম্বই: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড টি-২০ ক্রিকেটে ধামাকা করল। মুম্বই ইন্ডিয়ান্সের পর মুম্বই ইন্ডিয়ান্স #ওয়ান ফ্যামিলিতে যোগদানকারী দুটি নতুন ফ্র্যাঞ্চাইজির নাম প্রকাশ করেছে।
সংযুক্ত আরব আমিরশাহীতে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে 'এমআই এমিরেটস' এবং ক্রিকেট দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে 'এমআই কেপটাউন' দলের নাম ঘোষণা করা হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের পাশাপাশি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এখন আরও দুটি টি-টোয়েন্টি দল হল।
আরও পড়ুন- Asia Cup 2022: সংযুক্ত আরব আমিরশাহিতে ভারতের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত, ৩৮ বছরের রেকর্ডে কেউ
নীতা আম্বানি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর ডিরেক্টর এদিন বলেছেন, "আমাদের #Onefamily-এর নতুন সংযোজন 'MI Emirates' এবং 'MI Cape Town'। এই দুই দলকে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত৷ আমাদের জন্য MI ক্রিকেট এটাকাই পরিবার।
advertisement
advertisement
তিনি আরও বলেন, মুম্বই ফ্র্যাঞ্চাইজি আমাদের কাছে বিশ্বাস ও নির্ভরযোগ্যতাক প্রতীক। আমি নিশ্চিত, এমআই এমিরেটস এবং এমআই কেপটাউন, দুটি দলই টি-২০ ক্রিকেটে দুরন্ত পারফর্ম করবে। এমআই-এর বিশ্ব ক্রিকেটের উত্তরাধিকারকে আরও উচ্চতায় নিয়ে যাবে নতুন এই দুটি দল। আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখি।
'এমআই এমিরেটস' এবং 'এমআই কেপ টাউন' - এই নামগুলি বেছে নেওয়ার কারণ রয়েছে বলে জানান তিনি। কারণ এগুলি নির্দিষ্ট অঞ্চলের অন্তর্গত ফ্র্যাঞ্চাইজি। যেখান থেকে এই দলগুলি খেলবে সেখানকার হিসেবে নাম রাখা হয়েছে৷
advertisement
দুটি দল, 'এমআই এমিরেটস' এবং 'এমআই কেপ টাউন' 'মাই এমিরেটস' এবং 'মাই কেপ টাউন' ছিল আগে। এমআই এমিরেটস এবং এমআই কেপটাউন সমর্থকদের উত্সর্গ করা হয়েছে বলে জানান নীতা আম্বানি।
🇦🇪🇿🇦
— Mumbai Indians (@mipaltan) August 10, 2022
Presenting @MICapeTown & @MIEmirates #OneFamily #MIemirates #MIcapetown @EmiratesCricket @OfficialCSA pic.twitter.com/6cpfpyHP2H
advertisement
দুটি নতুন দলই আইকনিক মুম্বাই ইন্ডিয়ান্সের পরিচয় বহন করবে। #OneFamily-র বিশ্বব্যাপী সম্প্রসারণে মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি উদ্যোগ নিয়েছে। ক্রিকেটের অন্যতম জনপ্রিয় দল হিসেবে উঠে এসেছে মুম্বই ইন্ডিয়ান্স। এবার সেই সুনাম সারা বিশ্বে ছড়িয়ে দিতে চায় তারা। তার জন্যই দুটি নতুন টি-২০ দল নিয়ে উত্সাহী রিলায়েন্স।
আরও পড়ুন- Sudip Chatterjee : বঞ্চিত এবং অপমানিত! বাংলা ছেড়ে ঋদ্ধিমানের ত্রিপুরায় সই সুদীপের
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ক্রিকেট এ ফুটবলে একের পর এক প্রশংসনীয় পদক্ষেপ করেছে। ভারতের খেলার জগতের পরিসর বিস্তারে রিলায়েন্স বরাবর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Aug 10, 2022 4:28 PM IST







