Relationship: 'শ্বশুর এসে জড়িয়ে ধরে আমাকে, তারপর...'! আর সইতে পারল না বধূ, অপমানে চরম সিদ্ধান্ত

Last Updated:

Relationship: শ্বশুরের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগে গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করার চেষ্টা করলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর রামনাথপুরমে। সেই সঙ্গে শ্বশুরবাড়ির বিরুদ্ধে যৌতুক নিয়ে নির্যাতনের অভিযোগও রয়েছে।

কী করেছিলেন স্বামী?
কী করেছিলেন স্বামী?
শ্বশুরের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগে গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করার চেষ্টা করলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর রামনাথপুরমে। সেই সঙ্গে শ্বশুরবাড়ির বিরুদ্ধে যৌতুক নিয়ে নির্যাতনের অভিযোগও রয়েছে। এই সব থেকে নিষ্কৃতী পেতেই গায়ে আগুন দিয়েছেন বলে দাবি। ৭০ শতাংশ দগ্ধ অবস্থায় তাঁকে মাদুরাইয়ের হাসপাতালে ভর্তি করা হলে তিনি মারা যান।
মৃত যুবতীর নাম রঞ্জিতা। সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, তিনি বলেছেন, “আমার শ্বশুর আমাকে জড়িয়ে ধরেছিল। আমি সহ্য করতে পারিনি। তাই আমি নিজেকে আগুনে পুড়িয়ে দিয়েছি।”
advertisement
নির্যাতিতার ছেলে সপ্তম শ্রেণীর ছাত্র, সেও মায়ের এই দাবিকে সমর্থন করেছে। শুধু যৌন হয়রানিই নয়, তার স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে পণ নিয়ে নির্যাতনের অভিযোগও ছিল।
advertisement
নির্যাতিতার বোন, আলাগাসুন্দরী অভিযোগ করেছেন, শ্বশুরবাড়ির লোকেরা ১৩ বছর ধরে তার দিদিকে নির্যাতন করেছে, জমি এবং সোনা নিয়ে অত্যাচার করত বলে দাবি। সেই সঙ্গে নির্যাতিতার বোনের দাবি, তার স্বামী মদ্যপান করে তাকে আক্রমণ করত এবং এই বিষয় যাতে নির্যাতিতা কাউকে না জানান তাই নিয়ে হুমকি দিত। পুলিশ এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Relationship: 'শ্বশুর এসে জড়িয়ে ধরে আমাকে, তারপর...'! আর সইতে পারল না বধূ, অপমানে চরম সিদ্ধান্ত
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement