JNU Violence: JNU-হিংসার দায় বামপন্থীদের উপরেই চাপালেন রেজিস্ট্রার, ফের ফোন অমিত শাহের
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
জেএনইউ-এর ঘটনা নিয়ে সোমবার একটি প্রেস বিবৃতি জারি করেন রেজিস্ট্রার প্রমোদ কুমার৷
#নয়াদিল্লি: জওহরাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনার দায় কার্যত বামপন্থী ছাত্র-ছাত্রীদের উপরেই চাপালেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার৷ অন্যদিকে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকে ফের ফোন করে জেএনইউ-র ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলার নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এই নিয়ে কাল থেকে দু বার ফোন করলেন অমিত শাহ৷
JNU Vice Chancellor M. Jagadesh Kumar: Would like to appeal to all students to maintain peace. University stands by all the students to facilitate their pursuit of academic activities. We will ensure that their winter semester registration will take place without any hindrance. pic.twitter.com/7KlMFJBnAK
— ANI (@ANI) January 6, 2020
advertisement
advertisement
জেএনইউ-এর ঘটনা নিয়ে সোমবার একটি প্রেস বিবৃতি জারি করেন রেজিস্ট্রার প্রমোদ কুমার৷ সেই বিবৃতিতে বলা হয়েছে, হস্টেল ফি বৃদ্ধির প্রতিবাদে জেএনইউ ক্যাম্পাসে লাগাতার তাণ্ডব চালাচ্ছে ছাত্র-ছাত্রীরা৷ বিকেল সাড়ে ৪টে নাগাদ রেজিস্ট্রেশন প্রক্রিয়ার বিরোধী ছাত্র-ছাত্রীরা রেজিস্ট্রেশনে ইচ্ছুক পড়ুয়াদের বাধা দেয়৷ ৩ জানুয়ারি থেকে মুখ ঢেকে হামলা চালাচ্ছে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীরা৷ রেজিস্ট্রেশন অফিস ভাঙচুর করা হয়৷ তছনছ করা হয় কম্পিউটার, সার্ভার৷ ক্লাস করতেও বাধা দেয়৷ ৫ জানুয়ারি আন্দোলনকারীরা প্রথমে হস্টেলে হামলা চালায় নবাগতদের উপর৷ নিরাপত্তাকর্মীদেরও মারধর করা হয়৷ দু দলের ছাত্রদের সংঘর্ষ রুখতে পুলিশ ডাকে কর্তৃপক্ষ৷ পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়৷
advertisement
Sources: Home Minister Amit Shah speaks to Delhi Lieutenant Governor Anil Baijal, requests him to call representatives from Jawaharlal Nehru University (JNU) & hold talks. #JNUViolence pic.twitter.com/CD8FsaCcnM — ANI (@ANI) January 6, 2020
জেএনইউ-এর উপাচার্য ট্যুইট করেছেন, 'এই হিংসায় আহত ছাত্র-ছাত্রীদের জন্য মর্মাহত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ ক্যাম্পাসে যে কোনও হিংসার তীব্র নিন্দা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷'
advertisement
Union Minister Smriti Irani on #JNUViolence: Investigation has begun,so will not be right to speak on it now, but Universities should not be turned into hubs of politics, neither should students be used as political pawns. pic.twitter.com/Gor1mONKuM — ANI (@ANI) January 6, 2020
advertisement
অন্যদিকে, দিল্লি পুলিশের দাবি, ঠিক সময়ে পদক্ষেপ করেছে পুলিশ৷ সব ফুটেজ সংগ্রহ করে তবেই তদন্ত করা হবে৷ বসন্তকুঞ্জ থানায় এফআইআর দায়ের করেছে পুলিশ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এফআইআর দায়ের করেনি৷
সোমবার সকাল থেকেই জেএনইউ-তে কড়া নিরাপত্তা৷ ক্যাম্পাসের ১ নম্বর গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷ ক্যাম্পাস চত্বরে জারি করা হয়েছে ১৪৪ ধারা৷ ক্যাম্পাসের বাইরে জমায়েত করে প্রতিবাদ করছে পড়ুয়ারা৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 06, 2020 11:02 AM IST