Bombay HC: দীর্ঘদিন সহবাসের পর বিয়ে না করা অপরাধ নয়, যুবককে মুক্তি দিয়ে বলল আদালত

Last Updated:

The Bombay High Court: ১৯৯৬ সালে ওই মহিলা ওই পুরুষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। সেখানে বলা হয়েছিল, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে দীর্ঘ দিন ধরে সহবাস করেছেন ওই যুবক।

একরত্তির ভার্চুয়াল বয়ানে নজিরবিহীন রায় হাইকোর্টে  প্রতীকী ছবি৷
একরত্তির ভার্চুয়াল বয়ানে নজিরবিহীন রায় হাইকোর্টে প্রতীকী ছবি৷
#মুম্বই: ২৫ বছর পর পালঘরের এক ব্যক্তিকে বেকসুর খালাস করে দিল বম্বে হাই কোর্ট (The Bombay High Court)। এক মহিলা ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে অভিযুক্ত তাঁকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ দিন সহবাস করেছেন, তার পর আর বিয়ে করেননি। সেই অভিযোগ থেকেই মুক্তি পেলেন ওই যুবক। পাশাপাশি আদালত জানিয়ে দিল, এমন কোনও প্রমাণ নেই যা থেকে এটি প্রমাণিত হয় যে ওই পুরুষের সঙ্গে মহিলা সঙ্গী কোনও প্রতিশ্রুতির ভিত্তিতে দৈহিক সম্পর্কে জড়িয়েছিলেন। তাই বিবাহ করতে না চাওয়ার মতো সামান্য ঘটনা ভারতীয় দণ্ডবিধির ৪১৭ ধারার মধ্যে পড়ে না।
১৯৯৬ সালে ওই মহিলা ওই পুরুষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। সেখানে বলা হয়েছিল, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে দীর্ঘ দিন ধরে সহবাস করেছেন ওই যুবক। তার পর বিয়ে করতে চাননি। সেই কারণে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। সেই এফআইআর-এর ভিত্তিতে ওই যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৭৬, ৪১৭-তে মামলা রুজু করা হয়।
advertisement
আরও পড়ুন: বাড়ছে ওমিক্রন! 'বাঁচতে হলে…’, কোন 'দুই' পথ দেখালেন এইমস প্রধান?
মামলা চলাকালীন ওই পুরুষটি সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেণ। এই নিয়ে নিম্ন আদালতে তিন বছর মামলা চলে। পালঘরের অ্যাডিশনল সেশন বিচারক ভারতীয় দণ্ডবিধির ৪১৭ ধারায় ওই ব্যক্তিকে দোষি সাব্যস্ত করেন। এক বছরের জেলেও যেতে হয় তাঁকে, দিতে হয় পাঁচ হাজার টাকা জরিমানা। সেই শুনানির সময়েই অভিযোগকারী মহিলা বলেন, অভিযুক্ত তাঁর পরিচিত। তিন বছরের সম্পর্ক ছিল তাঁদের মধ্যে। প্রেমের সম্পর্ক ছিল বলে জানায় ওই মহিলার পরিবারের অন্য সদস্যরাও।
advertisement
advertisement
আরও পড়ুন: কাজিরাঙা-য় পর্যটকদের গাড়ি তাড়া করল গন্ডার! দেখুন হাড়হিম করা ভিডিও
এই মামলার শুনানিতে বিচারপতি প্রভুদেশাই বলেছেন, এই মামলায় এটা প্রমাণিত নয় যে কোনও প্রতিশ্রুতির উপর ভিত্তি করে ওই মহিলা ওই পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। বরং মহিলা এই শারীরিক সম্পর্কের বিষয়ে সহমত হয়েছিলেন। দু'জনের মত মেনেই দৈহিক সম্পর্ক তৈরি হয়েছিল। সেই কারণেই একে অপরাধ বলা চলে না।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bombay HC: দীর্ঘদিন সহবাসের পর বিয়ে না করা অপরাধ নয়, যুবককে মুক্তি দিয়ে বলল আদালত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement