Wild Animal: কাজিরাঙা-য় পর্যটকদের গাড়ি তাড়া করল গন্ডার! দেখুন হাড়হিম করা ভিডিও

Bangla Digital Desk | News18 Bangla | 11:19:43 AM IST Dec 23, 2021

#কাজিরাঙা: পৃথিবীজুড়ে বিভিন্ন জঙ্গল সাফারির ভিডিও বিভিন্ন সময় ভাইরাল হয়, যেখানে দেখা যায়, বনের জন্তু কী ভাবে তাড়া করছে পর্যটকদের, কখনও বা আক্রমণের মুখেও পড়তে হয়। তেমনই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে অসমের কাজিরাঙা জঙ্গলের। যেখানে দেখা গিয়েছে, কী ভাবে একটি গন্ডার তেড়ে আসছে একটি পর্যটকদের গাড়ির দিকে। প্রায় দু'কিলোমিটার এই গন্ডারটি গাড়িটিতে তাড়িয়ে নিয়ে যায় বলে খবর। দেখুন সেই ভিডিও।

লেটেস্ট ভিডিও