#বিশাখাপত্তনম: হঠাৎই গতিমুখ পরিবর্তন করল ঘূর্ণিঝড় অশনি৷ আবহাওয়া দফতরের সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী, সম্ভবত অন্ধ্র প্রদেশে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়তে পারে সে৷ এমনই পূর্বাভাস দিয়েছেন বিশাখাপত্তনম সাইক্লোন ওয়ার্নিং সেন্টারের ডিরেক্টর সুনন্দা৷ তাঁর দাবি অনুযায়ী, অন্ধ্র প্রদেশ উপকূল ছুঁয়ে ফের অশনি কাকিনাড়া এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী অংশে সমুদ্রের উপরেই ফিরে আসবে৷
গতকাল রাতের এই পূর্বভাসে সুনন্দা বলেন, 'অন্ধ্র প্রদেশে ঘূর্ণিঝড়ের সতর্কতা এবং লাল সতর্কতা জারি করা হয়েছে৷ গতকাল পর্যন্ত এটির গতিমুখ ছিল উত্তর পশ্চিম দিকে৷ কিন্তু গত ছ' ঘণ্টায় সেটি পশ্চিম- উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে৷ ফলে সেটি অন্ধ্র উপকূলের খুবই কাছেঅবস্থান করছে৷' আবহবিদদের দাবি, কিছুটা অপ্রত্যাশিত ভাবেই কাকিনাড়া উপকূল ছুঁতে চলেছে অশনি৷ পূর্বভাস মিলিয়েই এ দিন সকাল থেকে অন্ধ্র উপকূলে ভারী বৃষ্টি শুরু হয়েছে৷ সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া৷
আরও পড়ুন: শক্তি কমছে ‘অশনি’র, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়েই, জেনে নিন আবহাওয়ার আপডেট
আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকালেই অন্ধ্র প্রদেশের কাকিনাড়া উপকূল ছোঁবে অশনি৷ এর পর বিশাখাপত্তনম উপকূল ছুঁয়ে সেটি উত্তর পূর্ব দিকে এগোবে৷ অশনির কারণে ভারতীয় আবহবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে অন্ধ্র প্রদেশের কাকিনাড়া, গনগাভরম এবং ভিমুনিপট্টনম বন্দরে দশ নম্বর বিপদ সঙ্কেত জারি করা হয়েছে৷
আরও পড়ুন: কলকাতায় অশনির দাপটে বিপদে পড়লে কোথায় ফোন, দেখে নিন কন্ট্রোল রুমের নম্বর
এর পাশাপাশি বিশাখাপট্টনম, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, কৃষ্ণ এবং গুণ্টুর জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে৷ প্রবল হাওয়া ও ভারী বৃষ্টির জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে বলেও সতর্ক করে দিয়েছে হাওয়া অফিস৷
কাঁচা বাড়ি সহ রাস্তাঘাটের ক্ষয়ক্ষতিরও আশঙ্কার কথা জানিয়েছেন আবহবিদরা৷ পাশাপাশি ধান, কলা, পেঁপে গাছের বাগান সহ ফল চাষেরও ক্ষয়ক্ষতির আশঙ্কার কথা জানানো হয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Andhra Pradesh, Cyclone asani