Cyclone Ashani: কলকাতায় অশনির দাপটে বিপদে পড়লে কোথায় ফোন, দেখে নিন কন্ট্রোল রুমের নম্বর
- Published by:Uddalak B
Last Updated:
Cyclone Ashani: নতুন এই কন্ট্রোল রুমে থাকছে কলকাতা পুরসভা, দমকল, বিপর্যয় মোকাবিলা দল, পিডাব্লুডি-সহ একাধিক দফতরের প্রতিনিধিরা।
#কলকাতা: অশনির প্রভাবে ব্যাপক বৃষ্টির আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দফতর, তার জেরে কলকাতা শহর নিয়ে উদ্বিগ্ন লালবাজার। আমফানের থেকে শিক্ষা নিয়ে কলকাতা পুলিশ আগে থেকেই তৈরি থাকতে চাইছে। লালবাজারের তরফে খোলা হয়েছে ইউনিফায়েড কমান্ডিং সেন্টার। যেখানে লালবাজারের অফিসারদের সঙ্গে থাকছে প্রশাসনের আরও বিভিন্ন দফতর। নতুন নম্বর দেওয়া হয়েছে লালবাজারের পক্ষ থেকে, এখানে যোগাযোগ করলে সমস্যার সব কথা জানানো যাবে লালবাজারের কর্তব্যরত পুলিশ অফিসারদের। যোগাযোগের নম্বর হল- ২২১৪১৪৯০, ২২৫০৫০০০, ২২৫০৫০৩৩,২২৫০৫০৪৪,২২৫০৫১৪৬ এই নম্বরগুলোয় ফোন করে সমস্যার কথা জানাতে পারবে শহরের বাসিন্দারা।
আরও পড়ুন - ফিরছে স্মৃতি! কলকাতায় ফের পাওয়া যাবে বাজাজ চেতক, মাত্র ২ হাজারে শুরু হচ্ছে বুকিং
নতুন এই কন্ট্রোল রুমে থাকছে কলকাতা পুরসভা, দমকল, বিপর্যয় মোকাবিলা দল, পিডাব্লুডি-সহ একাধিক দফতরের প্রতিনিধিরা। এক জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসারের নেতৃত্বে তিন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার থাকছেন এই কন্ট্রোল রুমে। মঙ্গলবার সকাল থেকে কলকাতা পুলিশের ন'টি ডেপুটি কমিশনার অফিসে পাঠানো হয়েছে বিপর্যয় মোকাবিলা দলের কর্মীদের। চার কর্মীকে দেওয়া হয়েছে গাছ কাটার মেশিন, লোহা কাটার মেশিন, দড়ি, কাটারি-সহ একাধিক সামগ্রী।
advertisement
আরও পড়ুন - যেন দানবের ডাক, ভূতুড়ে আর্তনাদ! নাসার প্রকাশ করা ব্ল্যাক হোলের শব্দ হাড়হিম করবে, শুনুন
এদিকে কলকাতার গঙ্গা ঘাটগুলোতে আরও নজরদারিতে জোর দিয়েছে কলকাতা রিভার ট্রাফিক পুলিশ। মঙ্গলবার সকালে গঙ্গার ঘাটগুলোয় মাইকিং করতে দেখা যায় রিভার ট্রাফিক পুলিশকে। মূলত গঙ্গার ধারে প্রয়োজন ছাড়া আসতে নিষেধ করা হয় কলকাতা রিভার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। মঙ্গলবার শহরের বেশ কিছু উচু বাতি স্তম্ভ নামিয়ে দেওয়া হয় কলকাতা পুরসভার তরফে। তাদের এক কর্মী জানান, বিপর্যয়ের আগেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উচু বাতি স্তম্ভ নামিয়ে বিপদমুক্ত করার কাজ চালানো হচ্ছে। শহরের বিভিন্ন জায়গায় মঙ্গলবার কলকাতা পুলিশের নজরও রাখা হয়েছিল। মূলত থানাগুলোতে বিশেষ করে নজরদারির কথাই বলা হয়েছে, বিপর্যয়ের কোন খবর পৌছানো মাত্রই যেন ঘটনাস্থলে পৌঁছাতে পারে পুলিশ সেই কথাই বলা হয়েছে। শহরের বিভিন্ন খবর বা বিপর্যয়ের খবর প্রতি মুহূর্তে নেওয়া হচ্ছে লালবাজারের তরফে।
advertisement
advertisement
Susovan Bhattacharjee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 10, 2022 7:36 PM IST