• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • রেকর্ড সংখ্যায় বাঘের মৃত্যু এবছর ভারতে !

রেকর্ড সংখ্যায় বাঘের মৃত্যু এবছর ভারতে !

দেশের বাঘেদের নিয়ে সমীক্ষায় যা ফলাফল পাওয়া যাচ্ছে, তা নিয়ে শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ থাকছে ৷

দেশের বাঘেদের নিয়ে সমীক্ষায় যা ফলাফল পাওয়া যাচ্ছে, তা নিয়ে শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ থাকছে ৷

দেশের বাঘেদের নিয়ে সমীক্ষায় যা ফলাফল পাওয়া যাচ্ছে, তা নিয়ে শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ থাকছে ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #নয়াদিল্লি: বছর শেষ হওয়ার আগে এই খবর শুনলে বন্যপ্রাণী প্রেমীরা মোটেই খুশি হবেন না ৷ দেশের বাঘেদের নিয়ে সমীক্ষায় যা ফলাফল পাওয়া যাচ্ছে, তা নিয়ে শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ থাকছে ৷ নভেম্বর পর্যন্ত যা খবর, তাতে চলতি বছরে এখনও পর্যন্ত ৭৬টি বাঘের মৃত্যু হয়েছে ৷ আর এর পিছনে রয়েছে চোরাশিকারিদের ভূমিকা ৷ বাঘের মৃত্যুর এই সংখ্যা থেকেই বোঝা যাচ্ছে, নানা পদক্ষেপ নিয়েও কোনও লাভ হয়নি ৷ এই সমীক্ষা কিন্তু যথেষ্ট উদ্বেগের বিষয় বলেই জানাচ্ছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা ৷

  বাঘের মৃত্যুতে শীর্ষে রয়েছে মধ্যপ্রদেশ ৷ মোট মৃত বাঘের মধ্যে এক তৃতীয়াংশই হল সে রাজ্যের ৷ দ্বিতীয় স্থানে রয়েছে কর্ণাটক ৷ চলতি বছরে এরাজ্যে ১৩টি বাঘের মৃত্যু হয়েছে ৷

  দেশে বাঘ মৃত্যুর মোট সংখ্যায় ইতিমধ্যেই ২০১৫-কে পিছনে ফেলে দিয়েছে ২০১৬ ৷ গত বছর ৬৯টা বাঘের মৃত্যু হয়েছিল ৷ ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি-র পক্ষ প্রকাশিত রিোপর্টে এমন তথ্যই উঠে এসেছে ৷ বাঘ মৃত্যুর সংখ্যা বাড়ার ক্ষেত্রে কোনও না কোনওভাবে জড়িয়ে মানুষই ৷ চোরাশিকার, বিষ দেওয়া, বিদ্যুতের তারে লেগে মৃত্যু প্রভৃতি নানা কারণে বাঘ মৃত্যুর ঘটনা দিন-দিন বাড়ছে ভারতে ৷ প্রতিবছর অগাস্ট থেকে নভেম্বর মাসেই চোরাশিকারিদের দাপট বেড়ে যায় ৷ মহারাষ্ট্রে চোরা শিকারিদের তাণ্ডব অনেক বেশি ৷ যদিও এবছর বাঘ মৃত্যুর ঘটনায় শীর্ষে মধ্যপ্রদেশ ৷

  First published: