Uttarakhand-Sikkim Flashflood Reason: নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে উত্তরাখণ্ড, সিকিমের অবস্থাও ভয়াবহ! হিমালয়ে বারবার এই বিধ্বংসী প্রলয়ের কারণ কী জানেন?
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Uttarakhand-Sikkim Flashflood Reason: টানা কয়েক দিনের বৃষ্টি, ধস, হড়পা বানে বিপর্যস্ত উত্তরাখণ্ড-সিকিম। মঙ্গলবার থেকে বিপদের শুরু উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধরালী গ্রামে। টান বৃষ্টির ফলে আচমকা নেমে আসে হড়পা বান।
কলকাতাঃ টানা কয়েক দিনের বৃষ্টি, ধস, হড়পা বানে বিপর্যস্ত উত্তরাখণ্ড-সিকিম। মঙ্গলবার থেকে বিপদের শুরু উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধরালী গ্রামে। টান বৃষ্টির ফলে আচমকা নেমে আসে হড়পা বান। জলের তোড়ে ভেসে যায় বিস্তীর্ণ লোকালয়। অন্যদিকে, টানা বৃষ্টিতে বড়সড় বিপর্যয় সেবক-রংপো রেল প্রকল্পে। ধসের জেরে ভেঙে পড়েছে ৭ নম্বর টানেলের এডিট স্লোপ প্রোটেকশন।
advertisement
বর্তমানে সকলের একটাই প্রশ্ন- কেন প্রকৃতির রোষে হিমালয়?
বর্ষার বিরতি (Break in Monsoon) মানে হল, বর্ষাকালের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়া বা কিছুদিনের জন্য বৃষ্টি না হওয়া। সাধারণত, বর্ষার সময় একটানা বৃষ্টি হওয়ার পর যদি কয়েকদিন বা তার বেশি সময় ধরে বৃষ্টি না হয়, তখন তাকে বর্ষার বিরতি বলা হয়। এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা যা মৌসুমী বায়ুর স্থান পরিবর্তনের কারণে ঘটে থাকে।
advertisement
বর্ষার বিরতি কেন হয়?
বর্ষার বিরতি হওয়ার প্রধান কারণ হল মৌসুমী বায়ুর অক্ষ বা “মনসুন ট্রফ” এর স্থান পরিবর্তন। এই অক্ষটি সাধারণত উত্তর-পূর্ব দিকে সরে গেলে ভারতের মূল অংশে বৃষ্টিপাত কমে যায় এবং হিমালয়ের পাদদেশ এবং উত্তর-পূর্ব ভারতে বৃষ্টিপাত বাড়ে।
বর্ষার বিরতির সময় আবহাওয়া কেমন থাকে?
advertisement
এই সময় আকাশ পরিষ্কার থাকে এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পায়। তবে, বর্ষার বিরতি মানেই এই নয় যে বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে হিমালয়ের পাদদেশ এবং উত্তর-পূর্ব ভারতে। বর্ষার বিরতি একটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া। এটি প্রতি বছরই কমবেশি ঘটে থাকে।
তো এই হড়পা বান হয় কেন?
বহু কারণ হতে পারে। ক্রমাগত বৃষ্টিতে জলাধার থেকে জল উপচে পড়া বা ছেড়ে দেওয়ার কারণে হতে পারে। বাটির মতো আকারের পাহাড় ঘেরা উপত্যকা এলাকায় মেঘ ভাঙা বৃষ্টির কারণে হতে পারে। আবার পাহাড়ি এলাকায় হঠাৎ অতিবৃষ্টির কারণে ঘটতে পারে। যেহেতু পাহাড়ি এলাকার নদীগুলি খাড়াই পাহাড় বেয়ে নামে তাই আচমকা সবেগে বন্যার জল এসে আছড়ে পড়ে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 06, 2025 1:36 PM IST