মোদির বার্তায় এগিয়ে আসার ডাক অমিত শাহের, ‘হৃদয়ে আলো জ্বালুন’, লিখলেন অখিলেশ
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
আর এই বার্তার পরেই একে একে দেশকে মোদির ডাকে এগিয়ে আসার আহ্ববান করলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব।
#নয়া দিল্লি: শুক্রবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও বার্তায় জানিয়েছিলেন, ‘৫ এপ্রিল আমাদের মহাশক্তির জাগরণ করতে হবে। তাই ৫ এপ্রিল রাত ৯ টায়, আপনাদের ৯ মিনিট আমি চাই। আপনারা ওইদিন রাতে ঘরের সব লাইট বন্ধ করে আপনারা বারান্দায় দাঁড়িয়ে মোমবাতি, টর্চ বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালান। তবে এই আয়োজনের সময় কেউ একজোট হবেন না। নিজেরা নিজেরা এটি পালন করবেন’।
आइये COVID-19 के विरुद्ध इस लड़ाई में साथ आयें और @narendramodi जी के आवाहन पर, इस रविवार, 05 अप्रैल को रात 9 बजे, 9 मिनट के लिए अपने घरों की सभी लाइट बंद करके अपने दरवाजे, बाल्कनी या छत पर दीये, मोमबत्तियाँ या मोबाइल टॉर्च जलाएं और इस अंधेरे को एक साथ हराने का संकल्प लें। pic.twitter.com/B0pdmG7pzU
— Amit Shah (@AmitShah) April 3, 2020
advertisement
advertisement
আর এই বার্তার পরেই একে একে দেশকে মোদির ডাকে এগিয়ে আসার আহ্ববান করলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। মোদির ভাষণের পরেই এদিন ট্যুইট করে অমিত শাহ বলেন, ‘দেশ জোড়া করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই চলছে। এই ঐক্যবদ্ধ লড়াইয়ে আপনার এগিয়ে আসুন। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিন। একইভাবে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইট করে বলেন, ‘আমাদের নিজেদের মধ্যে বিশ্বাস ও সহমর্মিতার ভাষা হিসাবে এই বিষয়টি সামনে এসেছে। তাই আপনারা আসুন। ৫ এপ্রিল প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিন।’
advertisement
कोरोना वायरस के ख़िलाफ़ जारी लड़ाई के चलते प्रधानमंत्री श्री @narendramodi ने सभी देशवासियों से विश्वास और एकजुटता की महाशक्ति को प्रदर्शित करने की अपील की है।
५ अप्रैल को आप लोग भी रात ९ बजे अपने घरों में दिया, मोमबत्ती, टॉर्च की रोशनी से देश की संकल्प शक्ति को प्रदर्शित करें। — Rajnath Singh (@rajnathsingh) April 3, 2020
advertisement
কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর ট্যুইট করে বলেছেন, অন্ধকার থেকে আলোয় যাওয়ার পথে প্রধানমন্ত্রীর ডাকে আপনারা সাড়া দিন। একসঙ্গে আমরা করোনা দুঃসময়ের চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারব।’
बाहर भी कम न होगी रोशनी दिलों में उजाले बनाए रखिए
— Akhilesh Yadav (@yadavakhilesh) April 3, 2020
advertisement
যদিও এর মধ্যেই কটাক্ষ করেছেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। তিনি ট্যুইট করেছেন। লিখেছেন, ‘এমনিতে মোমবাতি জ্বালানোর চেয়ে নিজের হৃদয়ে আলো জ্বালান, তাতে দেশ আরও উন্নত হবে।’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 03, 2020 12:19 PM IST