RCB Stampede: বেঙ্গালুরুর মৃত্যুমিছিলে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার! পুলিশ কমিশনার-সহ ৩ শীর্ষ পুলিশ কর্তা সাসপেন্ড
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
RCB Stampede: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় এবার কর্ণাটকের পুলিশ কমিশনারকে সাসপেন্ড করল কর্ণাটক সরকার।
বেঙ্গালুরু: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় এবার কর্ণাটকের পুলিশ কমিশনারকে সাসপেন্ড করল কর্ণাটক সরকার। সাসপেন্ড করা হয়েছে বেঙ্গালুরুর আরও একাধিক শীর্ষস্থানীয় পুলিশ কর্তাকে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সাংবাদিক বৈঠক করে পুলিশ কমিশনারকে সাসপেন্ডের খবর জানান। পাশাপাশি তিনি পুলিশকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ডিএনএ ইভেন্ট ম্যানেজমেন্ট এবং কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) প্রশাসনিক কমিটির প্রতিনিধিদের গ্রেফতার করার নির্দেশ দেন।
advertisement
advertisement
ঘটনায় কড়া পদক্ষেপ নিতে চলেছে সিদ্দারামাইয়া সরকার। বেঙ্গালুরু পুলিশ কমিশনার বি দয়ানন্দ, অতিরিক্ত কমিশনার (পশ্চিম) বিকাশ কুমার, ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি), সেন্ট্রাল বেঙ্গালুরু, শেখর এইচ টেক্কান্নাভার এবং সহকারী কমিশনার অফ পুলিশ (এসিপি) বালাকৃষ্ণকে সাসপেন্ড করা হয়েছে বলেই সূত্রের খবর।
advertisement
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানান, ‘‘আরসিবির জয় উদযাপন করতে গিয়ে পদদলিত হয়ে ১১ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমি শোকাহত। আজ (৫ জুন) মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। মর্মান্তিক এই ঘটনার পর বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ কর্মকর্তাদের সাসপেন্ডের কথা ঘোষণা করে তাদের ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 05, 2025 11:37 PM IST
