#নয়াদিল্লি: RBI গভর্নর উর্জিত পটেলকে শোকজ করল কেন্দ্রীয় তথ্য কমিশন ৷ ঋণখেলাপিদের নাম প্রকাশ না করার জন্যই কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে উর্জিতকে ৷ ব্যাঙ্ক থেকে ৫০ কোটি বা তার বেশি অঙ্কের ঋণ নিয়েও ইচ্ছাকৃত শোধ করছেন না, এমন ব্যক্তিদের নাম প্রকাশ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ সুপ্রিম কোর্টের এই নির্দেশ থাকা সত্ত্বেও RBI তা কেন সামনে আনছে না বলেই অভিযোগ ৷ ১৬ নভেম্বরের মধ্যে কারণ দর্শাতে হবে উর্জিতকে, জানিয়েছে কেন্দ্রীয় তথ্য কমিশন ৷
এর পাশাপাশি কেন এই নির্দেশ অমান্য করেছেন RBI গভর্নর, তার জন্যও কেন তাঁর সর্বোচ্চ জরিমানা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে ৷ এছাড়াও রঘুরাম রাজনের দেওয়া চিঠিও জনসমক্ষে আনার পক্ষে সওয়াল করা হয়েছে ৷
আরও পড়ুন তিনসুকিয়ায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূলের নেতারা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: RBI, RBI Governor, Urjit Patel