• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • করোনা আক্রান্ত আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস, আইসোলেশনেও করবেন কাজ

করোনা আক্রান্ত আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস, আইসোলেশনেও করবেন কাজ

 আপাতত ভার্চুয়াল মাধ্যমেই আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবেন বলে ট্যুইট করে জানান আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস ।

আপাতত ভার্চুয়াল মাধ্যমেই আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবেন বলে ট্যুইট করে জানান আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস ।

আপাতত ভার্চুয়াল মাধ্যমেই আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবেন বলে ট্যুইট করে জানান আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস ।

 • Share this:

  #নয়াদিল্লি: করোনায় আক্রান্ত আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। রবিবার সন্ধ্যেয় নিজেই ট্যুইট করে জানান সে কথা । ট্যুইটে তিনি জানান, তিনি লক্ষণহীন । ফলে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি ।

  ট্যুইটে তিনি এটাও লেখেন, তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে । ফলে যাঁরা সম্প্রতি তাঁর সংস্পর্শে এসেছে, তাঁদের সাবধানতা অবলম্বণ করার এবং সতর্ক থাকার পরামর্শ দেন । সঙ্গে এও জানান, তাঁর শারীরিক অবস্থা ভালই রয়েছে ।

  তিনি আইসোলেশনে থাকলেও বাড়িতে বসেই সমস্ত কাজকর্ম দেখাশোনা করবেন । আরবিআই-এর কাজকর্মও স্বাভাবিকভাবেই চলবে । কোভিড মুক্ত হয়ে ফের কাজে যোগ দেবেন তিনি । আপাতত ভার্চুয়াল মাধ্যমেই আধিকারিকদের সঙ্গে তিনি যোগাযোগ রাখবেন বলে জানান ।

  Published by:Simli Raha
  First published: