নানা পাটেকরের মেজাজের কথা শুনেছি, কিন্তু চাক্ষুস করিনি: রবিনা টন্ডন

Last Updated:

তনুশ্রীর বিরুদ্ধে মানহানি মামলা করে তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছেন নানা ৷ এমনকী তাঁকে সকলের সামনে ক্ষমা চাইতেও বলেছেন অভিনেতা ৷

#মুম্বই: তনুশ্রী দত্ত-নানা পাটেকর বিতর্ক যেন থামতেই চাইছে না ৷ উল্টে সেই আগুনে যেন একটার পর একটা ঘিয়ের ফোঁটা পড়ছে ৷ বলিউডের তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা মুখ খুলেছেন এই বিতর্কে ৷ কেউ বলেছেন তনুশ্রীর সমর্থনে, আবার বেশিরভাগ হেভি ওয়েটরাই নানাকে সমর্থন করেছেন ৷ শুধু তাই নয় বিতর্কের রেষ গড়িয়েছে আদালতের চৌকাঠ পর্যন্ত ৷ তনুশ্রীর বিরুদ্ধে মানহানি মামলা করে তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছেন নানা ৷ এমনকী তাঁকে সকলের সামনে ক্ষমা চাইতেও বলেছেন অভিনেতা ৷
এবার বলিউডের এই সুপারওয়েট ঝগড়া নিয়ে মুখ খুললেন রবিনা টন্ডন ৷ ট্যুইটারে এ নিয়ে রবিনা কার্যত তনুশ্রীকেই সমর্থন করেন ৷ লেখেন, ‘‘যখন আমাদের ইন্ডাস্ট্রি পাশে দাঁড়াতে ব্যর্থ হয় এবং নিজের সম্পদকে রক্ষা করতে পারে না, তখন আমাদের নারী স্বাধীনতা নিয়ে এত ছবি করাও আসলে অর্থহীন হয়ে যায় ৷ তনুশ্রী দত্তের বিষয়ে সবার চুপ থাকাটা বিরক্তিকর ৷’’
advertisement
advertisement
advertisement
এরপর বেশ কয়েকটি ট্যুইট করেন রবিনা ৷ সেখানে লেখেন, ‘‘হয়তো সে সময়ের কোনও প্রমাণ নেই ৷ আর অনেকেই এখন মুখ খুলবেন না ৷ তবে নিশ্চয়ই তনুশ্রীর কাছে এই ঘটনা তাঁর জীবনটাই অনেকটা বদলে দিয়েছে . আমিও নানার সঙ্গে ‘মুস্তাফা’য় অভিনয় করেছি ৷ তাঁর ব্যবহারের কথাও শুনেছি ৷ তবে নিজের চোখে দেখিনি ৷ বরং আমার সঙ্গে তিনি বেশ বিনীত, ভদ্র আচরণ করেছিলেন ৷’’
advertisement
advertisement
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
নানা পাটেকরের মেজাজের কথা শুনেছি, কিন্তু চাক্ষুস করিনি: রবিনা টন্ডন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement