Ratan Tata| সুশান্তের নাম না-করে 'ভালোবাসা'র পোস্ট রতন টাটার, মন ভিজে গেল নেটিজেনদের
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
মন ছুঁয়ে যাওয়া একটি পোস্টে রতন টাটা বুঝিয়ে দিলেন, সময়টা খুবই কঠিন৷ তাই ঘৃণা না ছড়িয়ে ভালোবাসার বার্তা দিয়ে একে অপরের পাশে দাঁড়ানো দরকার৷
#মুম্বই: বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পরে বি-টাউনে নেপোটিজম বা স্বজনপোষণ নিয়ে একাধিক সেলেব্রিটিকে কাঠগড়ায় তোলা হচ্ছে৷ সোশ্যাল মিডিয়ায় কয়েকজন সেলেবের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা৷ এ হেন পরিস্থিতিতে মুখ খুললেন বিশিষ্ট শিল্পপতি রতন টাটা৷ মন ছুঁয়ে যাওয়া একটি পোস্টে রতন টাটা বুঝিয়ে দিলেন, সময়টা খুবই কঠিন৷ তাই ঘৃণা না ছড়িয়ে ভালোবাসার বার্তা দিয়ে একে অপরের পাশে দাঁড়ানো দরকার৷
advertisement
advertisement
ইন্টারনেটে ঘৃণা, একে অপরকে টিটকিরি, কটাক্ষ করার মতো ঘটনায় রতন টাটা মনে করিয়ে দিলেন, গোটা বছরটাই একাধিক চ্যালেঞ্জের৷ ইনস্টাগ্রামে তিনি লিখছেন, 'গোটা বছরটাই কঠিন চ্যালেঞ্জের৷ এই পরিস্থিতিতে আমি দেখছি অনলাইনে একে অপরের পাশে দাঁড়ানোর পরিবর্তে ঘৃণা ছড়ানো হচ্ছে৷ কী ভাবে একে অপরকে কটাক্ষ করে নীচে নামানো যায়, সেই চেষ্টায় মত্ত অনলাইন কমিউনিটি৷ দ্রুত বিচারে পৌঁছে অন্যজনকে খাটো করার প্রবণতা চলছে৷ এই রকম কঠিন পরিস্থিতিতে আরও দয়ালু হয়ে বোঝাপড়া বাড়াতে হবে৷ ধৈর্য রাখতে হবে৷'
advertisement
This is what makes #RatanTata a Wise Elder in today's polarised India. I salute his wisdom. pic.twitter.com/HlxUv6vy9d
— Sudheendra Kulkarni (@SudheenKulkarni) June 22, 2020
টাটার কথায়, 'অনলাইনে উপস্থিতি খুবই সীমাবদ্ধ৷ আমার আশা, অনলাইন হয়ে উঠুক একে অপরের পাশে দাঁড়ানো, একে অপরকে সাহায্য করার প্ল্যাটফর্ম৷ যে কোনও কারণেই, ঘৃণা ও টিটকিরি, কটাক্ষ বন্ধ হোক৷'
advertisement
রতন টাটার এই বার্তার পরেই নেটিজেনরা রীতিমতো মুগ্ধ৷ ট্যুইটারে অনেকে শেয়ার করলেন প্রবীণ শিল্পপতির পোস্ট৷ ইন্টারনেটে আরও একবার মন জিতে নিলেন দেশের অন্যতম নামী শিল্পপতি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jun 22, 2020 5:46 PM IST









