পিএম কেয়ারস-এর ট্রাস্টিতে যুক্ত হলেন রতন টাটা, এল নতুন তিন নাম
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
এ ছাড়া পিএম কেয়ারসের একটি অ্যাডভাইজারি বোর্ড তৈরি করার জন্য তিনজনের নামও নির্বাচন করা হয় এই মিটিংয়ে৷
#নয়াদিল্লি: টাটা সনসের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটাকে পিএম কেয়ারসের নতুন ট্রাস্টি হিসাবে যুক্ত হলেন৷ এই তালিকায় নতুন করে তিনজন তালিকায় যুক্ত হলেন৷ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে একটি বৈঠক হয়৷ পিএম কেয়ারসের বোর্ড অফ ট্রাস্টির বৈঠকেই নতুন করে এই সিদ্ধান্ত হয়েছে৷ এই মিটিংয়ে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও নব নির্বাচিত সদস্য কেটি থমাস, কারিয়া মুন্ডা ও রতন টাটা৷
এ ছাড়া পিএম কেয়ারসের একটি অ্যাডভাইজারি বোর্ড তৈরি করার জন্য তিনজনের নামও নির্বাচন করা হয় এই মিটিংয়ে৷ এই তিন সদস্য হলেন রাজীব মহর্ষি, সুধা মূর্তি, ও আনন্দ শাহ৷ মোদি সেই সভায় বলেছেন, নতুন ট্রাস্টি ও পরামর্শদাতাদের উপস্থিতি পিএম কেয়ারস ফান্ডকে আরও বিস্তৃত করবে৷ মনে করা হচ্ছে, আরও বৃহত্তর জনজীবনে এই পিএম কেয়ারস নতুন করে পথ তৈরি করবে৷
advertisement
advertisement
এ ছাড়াও এ দিনের সভায় প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে এই ফান্ডে বিপুল অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান৷ বিভিন্ন প্রকল্প এই পিএম কেয়ারস ফান্ডের আওতায় নেওয়া হয়েছে, এ ছাড়া পিএম কেয়ার ফর চিলড্রেন ফান্ডও রয়েছে৷ এ ছাড়াও পিএম কেয়ারস ফান্ডকে আরও বৃহত্তর ক্ষেত্রে ব্যবহার করতে হবে৷ যাতে ভবিষ্যতে আরও কঠিন ও বিপজ্জনক পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয়, শুধু ত্রাণের মাধ্যমে নয়, অন্য কাজেও, যাতে ক্যাপিটাল বিল্ডিং করা যায়, তার ব্যবস্থাও করা হবে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 21, 2022 6:58 PM IST