Coronavirus in India| করোনা আতঙ্কে আনুষ্ঠানিক হোলি উত্সব বাতিল করল রাষ্ট্রপতি ভবন
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
রাষ্ট্রপতি জানিয়েছেন, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় এ বছর হোলি খেলা হবে না রাষ্ট্রপতি ভবনে৷
#নয়াদিল্লি: করোনা ভাইরাসের আতঙ্কে হোলি খেলবেন না রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও৷ রাষ্ট্রপতি জানিয়েছেন, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় এ বছর হোলি খেলা হবে না রাষ্ট্রপতি ভবনে৷
রাষ্ট্রপতি ভবনের ট্যুইটারে বলা হয়েছে, 'করোনা ভাইরাস যাতে না ছড়ায়, আমরা সকলেই সে বিষয়ে সাহায্য করতে পারি ও সচেতন হতে পারি৷ তাই রাষ্ট্রপতি ভবন হোলির আয়োজন করা হচ্ছে না৷'
With alertness and safeguards, we all can help contain the outbreak of COVID-19 Novel Coronavirus. In a precautionary measure, the Rashtrapati Bhavan will not hold the traditional Holi gatherings.
— President of India (@rashtrapatibhvn) March 4, 2020
advertisement
advertisement
করোনা ভাইরাসের আতঙ্কে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও জানিয়ে দিয়েছেন, তাঁরা হোলি খেলবেন না৷
টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, 'করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে বিশেষজ্ঞরা বেশি মানুষকে এক জায়গায় জড়ো না হওয়ার পরামর্শ দিয়েছেন৷ সেই কারণেই এবছর আমি কোনও হোলি মিলনোৎসবে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি৷'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 04, 2020 7:23 PM IST