US Visa Revoked: ট্রাম্প জমানায় ফের ভিসা বাতিল! এবার ভারতীয় ছাত্রীর বিরুদ্ধে ‘জঙ্গি’ হামাসকে সমর্থনের অভিযোগ, সোজা পাঠানো হল দেশে
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
জানা গিয়েছে, গত ৫ মার্চ রঞ্জনী শ্রীনিবাসনের ভিসা বতিল করে আমেরিকা৷ গত ১১ মার্চ নিজে নিজেই আমেরিকা ছাড়েন ওই ছাত্রী৷ এক্স সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে আমেরিকার হোমল্যান্ড সিকিওরিটি দফতরের সচিব ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, ‘আমেরিকায় থেকে পড়াশোনা করার অনুমতি দেওয়ার অর্থ তাঁকে বিশেষ একটি সুবিধা পাইয়ে দেওয়া৷ কিন্তু, সেই সুবিধা দেওয়া বন্ধ হয়ে যেতে পারে কেউ যদি হিংসা এবং সন্ত্রাসবাদকে সমর্থন করে’৷
নয়াদিল্লি: নাম রঞ্জনী শ্রীনিবাসন৷ আমেরিকার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পিএইচডি স্টুডেন্ট৷ সম্প্রতি তাঁর বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত কিছু কাজকর্মের নজির দেখিয়ে তাঁর ভিসা বাতিল করেছে আমেরিকার অন্তর্দেশীয় নিরাপত্তা দফতর৷ ভিসা বাতিল হওয়ায় নিজে নিজেই দেশে ফিরতে হচ্ছে তাঁকে৷ কে এই রঞ্জনী শ্রীনিবাসন? কী এমন কাজ করেছেন তিনি যে তাঁর ভিসা বাতিল করা হল?
শ্রীনিবাসন, একজন ভারতীয় নাগরিক এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনা বিষয়ে ডক্টরেট করছিলেন৷ বর্তমানে এফ-ওয়ান শিক্ষার্থী ভিসায় আমেরিকায় থাকছিলেন তিনি। জানা গিয়েছে, শ্রীনিবাসন প্যালেস্তিনীয় বিদ্রোহী গোষ্ঠী হামাসের সমর্থনে কাজকর্ম করতেন৷ মার্কিন যুক্তরাষ্ট্রের নিরিখে হামাসকে জঙ্গি সংগঠন হিসাবে বিবেচনা করা হয়৷ সেই কারণে শ্রীনিবাসনের বিরুদ্ধে জঙ্গি গোষ্ঠীর সমর্থন করার অভিযোগ এনেছে আমেরিকা৷
advertisement
আরও পড়ুন: হোলির ঠিক আগের রাতে…মহিলাকে পিষে দিল চারচাকা! ‘আরেক রাউন্ড, আরেক রাউন্ড’ বলে চেঁচিয়ে উল্লাস চালকের
জানা গিয়েছে, গত ৫ মার্চ রঞ্জনী শ্রীনিবাসনের ভিসা বতিল করে আমেরিকা৷ গত ১১ মার্চ নিজে নিজেই আমেরিকা ছাড়েন ওই ছাত্রী৷ এক্স সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে আমেরিকার হোমল্যান্ড সিকিওরিটি দফতরের সচিব ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, ‘আমেরিকায় থেকে পড়াশোনা করার অনুমতি দেওয়ার অর্থ তাঁকে বিশেষ একটি সুবিধা পাইয়ে দেওয়া৷ কিন্তু, সেই সুবিধা দেওয়া বন্ধ হয়ে যেতে পারে কেউ যদি হিংসা এবং সন্ত্রাসবাদকে সমর্থন করে’৷
advertisement
advertisement
আরও পড়ুন: খুব কাছের মানুষকে হারালেন কাজল-রানি! হোলির দিনেই হঠাৎ মৃত্যু, শোকে পাথর মুম্বইয়ের মুখার্জি পরিবার
শ্রীনিবাসন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অফ আর্কিটেকচার, প্ল্যানিং অ্যান্ড প্রিজারভেশন (GSAPP) থেকে নগর পরিকল্পনায় এম.ফিল ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও, তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অফ ডিজাইন থেকে ডিজাইনে মাস্টার্স এবং CEPT বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ ডিজাইন (B.Des.) ডিগ্রি অর্জন করেছেন।
advertisement
শ্রীনিবাসনের গবেষণা ভারতের আধা-শহুরে এলাকায় ভূমি-শ্রম সম্পর্কের পরিবর্তনশীল গতিশীলতার উপর কেন্দ্রিত। এটি আরও প্রকাশ করে যে তার মূল গবেষণার ক্ষেত্রগুলি হল “উন্নয়নের রাজনৈতিক অর্থনীতি, ভূমির স্থানিক রাজনীতি এবং শ্রমের সমাজতত্ত্ব।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
March 15, 2025 9:08 AM IST