Veteran Actor Died: খুব কাছের মানুষকে হারালেন কাজল-রানি! হোলির দিনেই হঠাৎ মৃত্যু, শোকে পাথর মুম্বইয়ের মুখার্জি পরিবার

Last Updated:

বহু বলিউড ছবিতে অভিনয় করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল ‘আঁসু বন গয়ে ফুল’, ‘অভিনেত্রী’, ‘দো আঁখে’, ‘বাতোঁ বাতোঁ মে’, ‘কমিনে’ এবং ‘গুড়গুড়ি’ ইত্যাদি।

News18
News18
মুম্বই: মুম্বইয়ের মুখার্জি পরিবারের অন্যতম প্রবীণ সদস্য৷ তাঁকে ছাড়া ভাবাই যায় না মুখার্জি পরিবারের দুর্গাপুজো৷ কাজল থেকে রানি, তনিশা থেকে সর্বাণী সকলকে বেঁধে রাখেন তিনি৷ অত্যন্ত প্রিয় সেই মানুষটাকেই হারাল গোটা পরিবার৷ হোলির দিনেই মৃত্যু৷
শুক্রবার মৃত্যু হয়েছে মুম্বইয়ের অন্যতম প্রতিষ্ঠিত পরিচালক তথা রণবীর কপূরের ঘনিষ্ঠ বন্ধু আয়ান মুখার্জির বাবা দেব মুখার্জির৷ শুক্রবার, ১৪ মার্চ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দেবের মুখপাত্র এক সংবাদসংস্থাকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন, দেববাবু বয়সজনিত কারণে গত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন। সেই অসুস্থতাজনিত কারণেই মৃত্যু৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। সম্পর্কে কাজল এবং রানি মুখার্জির কাকা দেব মুখার্জি।
advertisement
আরও পড়ুন: হোলির ঠিক আগের রাতে…মহিলাকে পিষে দিল চারচাকা! ‘আরেক রাউন্ড, আরেক রাউন্ড’ বলে চেঁচিয়ে উল্লাস চালকের
জানা গিয়েছে, দেব মুখার্জির শেষকৃত্য আজ, শুক্রবার বিকেল ৪টেয় মুম্বাইয়ের জুহুতে পবন হংস শ্মশানে। সেখানে উপস্থিত থাকতে পারেন বলিউডের একাধিক তারকা, যেমন কাজল, অজয় দেবগণ, রানি মুখার্জি, তনুজা৷
advertisement
বাবা দেব মুখার্জির সঙ্গে পরিচালক আয়ান মুখার্জি{
advertisement
বাবা দেব মুখার্জির সঙ্গে পরিচালক আয়ান মুখার্জি{
রানি, কাজলের সঙ্গে কাকা দেব মুখার্জি।
রানি, কাজলের সঙ্গে কাকা দেব মুখার্জি।
হৃতিক রোশন, সিদ্ধার্থ মালহোত্রা, দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং-ও তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকতে পারেন বলে খবর। এছাড়াও, রণবীর কপূর এবং আলিয়া ভাট-এরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
advertisement
আরও পড়ুন: সকাল সকাল তাড়াহুড়ো করে বেরিয়ে কিন্তু মেট্রো পাবেন না, পরিষেবা শুরু কখন? আজ বাসে ঝুলেই যেতে হবে কাজে
দেব মুখার্জি বহু বলিউড ছবিতে অভিনয় করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল ‘আঁসু বন গয়ে ফুল’, ‘অভিনেত্রী’, ‘দো আঁখে’, ‘বাতোঁ বাতোঁ মে’, ‘কমিনে’ এবং ‘গুড়গুড়ি’ ইত্যাদি।
অন্যদিকে, তাঁর ছেলে অয়ন মুখার্জি বর্তমানে হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর-এর সঙ্গে War 2 ছবির শুটিংয়ে ব্যস্ত। এই শুটিং শেষ হওয়ার পর, তিনি ব্রহ্মাস্ত্র ২-এর প্রি-প্রোডাকশনের কাজ শুরু করবেন বলে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Veteran Actor Died: খুব কাছের মানুষকে হারালেন কাজল-রানি! হোলির দিনেই হঠাৎ মৃত্যু, শোকে পাথর মুম্বইয়ের মুখার্জি পরিবার
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement