Jharkhand Election Results 2019: জয় নিশ্চিত মেনে নিয়েই উৎসবে গা ভাসাল কংগ্রেস

Last Updated:

ঝাড়খন্ডের ভোটের ফলাফলের যা ট্রেন্ড তাতে মহাজোটই রয়েছে এগিয়ে ৷

#রাঁচি: ঝাড়খন্ডের বিধানসভা নির্বাচনের ফলাফলের ট্রেন্ড যা বলছে তাতে মহাজোটই ঝাড়খন্ডের মসনদে আসতে চলেছে ৷ আর ফলাফলের ট্রেন্ড দেখে, জয়কে নিশ্চিত ভেবেই ইতিমধ্যেই দিল্লি থেকে রাঁচি পর্যন্ত উৎসবে সামিল হয়েছেন কংগ্রেস ৷ আতসবাজির সঙ্গে সঙ্গে মিষ্টি বিতরণও শুরু হয়েছে দেশের সমস্ত কংগ্রেসের কার্যালয়ে ৷
ঝাড়খন্ডের বিধানসভার লড়াইয়ে একদিকে যখন বিজেপি একাই কোমর বেঁধে নেমেছিল, অন্যদিকে বিরোধী হিসেবে এই লড়াইয়ে ছিল ঝাড়খন্ড মুক্তি মোর্চা, কংগ্রেস ও আরজেডির মহাজোট ৷ আর সোমবার সকাল সকালই ঝাড়খন্ডের ভোটের ফলাফলের যা ট্রেন্ড তাতে মহাজোটই রয়েছে এগিয়ে ৷
ঝাড়খণ্ড বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াই ৷ আজ, সোমবার সকালে গণনা শুরুর প্রথম দিকে লড়াইটা সমানে সমানে হলেও যতো সময় গড়িয়েছে, ততোই বিরোধী শিবিরের মুখের হাসি চওড়া হয়েছে ৷ তবে বিজেপি নেতাদের দাবি, এখনও ফলাফল কিছুই বেরোয়নি ৷ তাই যে কোনও সময় গণনার মোড় ঘুরতে পারে ৷
advertisement
advertisement
হার ঘোষণার আগে হার মানতে রাজি নয় পদ্ম শিবির ৷ তবে কংগ্রেস-জেএমএম-আরজেডি জোটের নেতারা ইতিমধ্যেই জয়ের উৎসব শুরু করে দিয়েছেন ৷ চলছে মিষ্টি বিতরণও ৷ কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণাও করা হয়েছে, সরকার তারাই গড়ছেন ৷ আর জোট সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন হেমন্ত সোরেনই ৷
ছেলে জয়ের পথে এগোচ্ছেন ৷ স্বভাবতই খুশি বাবা শিবু সোরেনও ৷ নিউজ18 বাংলাকে জেএমএম সুপ্রিমো শিবু সোরেন জানান, হেমন্তই মুখ্যমন্ত্রী, জানালেন শিবু সোরেন ৷ ফলাফল আগেই জানতাম ৷ জমি অধিগ্রহণ আইন দরকার ছিল না ৷ বিজেপি যা করেছে, তারই ফল পাচ্ছে ৷ জোট সরকার মানুষের জন্য কাজ করবে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Jharkhand Election Results 2019: জয় নিশ্চিত মেনে নিয়েই উৎসবে গা ভাসাল কংগ্রেস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement