Indian Railways: আবার শিয়ালদহ থেকে নতুন AC লোকাল, শুক্রবার থেকেই জার্নি শুরু, নতুন টাইমিং কী থাকছে?

Last Updated:

রাণাঘাট-শিয়ালদহ-রাণাঘাট রুটে ট্রেন চালিয়ে লাভবান হয়েছে শিয়ালদহ ডিভিশন। প্রতিদিন ভাল যাত্রী হচ্ছে। তাই নয়া রুট লাভজনক হবে বলে আশাবাদী রেল।

News18
News18
কলকাতা: শিয়ালদহ–বনগাঁ–রানাঘাট ও শিয়ালদহ–কৃষ্ণনগর রুটে নতুন দুটি এসি লোকাল ট্রেন চালু হবে ৫ই সেপ্টেম্বর, ২০২৫ থেকে। ইস্টার্ন রেলওয়ের শিয়ালদহ বিভাগ সিদ্ধান্ত নিয়েছে যে আগামী ৫ই সেপ্টেম্বর, ২০২৫ থেকে শিয়ালদহ–বনগাঁ–রানাঘাট এবং শিয়ালদহ–কৃষ্ণনগর রুটে দুটি নতুন এয়ার-কন্ডিশন্ড (এসি) লোকাল ট্রেন পরিষেবা চালু করা হবে।দৈনন্দিন যাত্রী ও দূরপাল্লার ভ্রমণকারীদের জন্য আরও আরামদায়ক, প্রিমিয়াম ও কার্যকর ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে এই পরিষেবা চালু হচ্ছে। পরিষেবাগুলি সপ্তাহে ছয় দিন চলবে (রবিবার বাদে)।
নতুন রানাঘাট–বনগাঁ–শিয়ালদহ  এসি লোকাল সকাল ০৭:১১ টায় রানাঘাট থেকে ছাড়বে, সকাল ০৭:৫২ টায় বনগাঁ পৌঁছাবে এবং সকাল ০৯:৩৭ টায় শিয়ালদহে পৌঁছাবে। ফেরার পথে ট্রেনটি শিয়ালদহ থেকে সন্ধ্যা ১৮:১৪ টায় ছাড়বে, রাত ২০:০৪ টায় বনগাঁ পৌঁছাবে এবং রাত ২০:৪১ টায় রানাঘাটে পৌঁছে যাবে।
advertisement
advertisement
এই রানাঘাট–বনগাঁ–শিয়ালদহ এসি লোকাল বিশেষভাবে বিমানযাত্রীদের জন্য উপকারী হবে। যাত্রীরা এখন দমদম ক্যান্টনমেন্ট স্টেশন-এ নামতে পারবেন, যা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের একেবারে নিকটে অবস্থিত। এর ফলে শিয়ালদহ পর্যন্ত যাওয়ার ঝক্কি এড়ানো যাবে এবং সময়ও অনেকটা বাঁচবে। এছাড়াও, নতুন শিয়ালদহ–কৃষ্ণনগর এসি ইএমইউ পরিষেবা শিয়ালদহ থেকে সকাল ০৯:৪৮ টায় ছাড়বে এবং দুপুর ১২:০৭ টায় কৃষ্ণনগরে পৌঁছাবে। ফেরার পথে কৃষ্ণনগর থেকে দুপুর ১৩:৩০ টায় ছেড়ে বিকেল ১৫:৪০ টায় শিয়ালদহে পৌঁছাবে।
advertisement
এই শিয়ালদহ–কৃষ্ণনগর এসি ইএমইউ পরিষেবা বিশেষ করে মায়াপুরের ইস্কন মন্দির দর্শন করতে আসা ভক্ত ও পর্যটকদের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে। গরম ও আর্দ্র আবহাওয়ায় আরামদায়ক এসি যাত্রা তীর্থযাত্রাকে আরও মনোরম করে তুলবে। এই নতুন পরিষেবাগুলির মাধ্যমে যাত্রীদের যাতায়াতের সুবিধা বৃদ্ধি পাবে, ভ্রমণের সময়ও কম লাগবে এবং যাত্রীরা ব্যস্ততম রুটে একটি প্রিমিয়াম অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।রাণাঘাট-শিয়ালদহ-রাণাঘাট রুটে ট্রেন চালিয়ে লাভবান হয়েছে শিয়ালদহ ডিভিশন। প্রতিদিন ভাল যাত্রী হচ্ছে। তাই নয়া রুট লাভজনক হবে বলে আশাবাদী রেল।
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: আবার শিয়ালদহ থেকে নতুন AC লোকাল, শুক্রবার থেকেই জার্নি শুরু, নতুন টাইমিং কী থাকছে?
Next Article
advertisement
SSC-তে এ বছর হিন্দির শূন্যপদ কত জানেন? ভিনরাজ্যের পরীক্ষার্থীর এত ভিড় কেন, জানা গেল কারণ!
SSC-তে এ বছর হিন্দির শূন্যপদ কত জানেন? ভিনরাজ্যের পরীক্ষার্থীর এত ভিড় কেন, জানা গেল কারণ!
  • রাজ্যের এসএসসি পরীক্ষায় হিন্দি মাধ্যমের ২২৫১ শূন্যপদে ভিনরাজ্যের ৩০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন.

  • হিন্দি মাধ্যমের শূন্যপদ পূরণের জন্য ভিনরাজ্যের পরীক্ষার্থীদের ভিড় স্বাভাবিক বলে মনে করছেন কর্তৃপক্ষ.

  • হিন্দি মাধ্যমের শিক্ষক নিয়োগে ভিনরাজ্যের পরীক্ষার্থীদের অংশগ্রহণ নতুন বিতর্কের সৃষ্টি করেছে.

VIEW MORE
advertisement
advertisement