Mumbai 26/11: রমজানের আর মুম্বই ফেরা হল না !

Last Updated:
প্রতিবেদন: অশোক শিতোলে 
#মু্ম্বই: মুম্বই ৷ মায়ানগরী ৷ স্বপ্নের শহর ৷ এই শহর নাকি রাতে জেগে থাকে ৷ এই শহর থামতে জানে না ৷ কিন্তু এই শহরও থেমে গিয়েছিল ১০ বছর আগে ৷ দিনটা ছিল ২৬ নভেম্বর ২০০৮ ৷ জ্বলে উঠেছিল মুম্বই ৷ মায়ানগরীর গায়ে সেই ২৬/১১-এর কালো দাগ ! সেই ভয়ঙ্কর রাত কেড়ে নিয়েছিল অনেকের প্রাণ ৷ সেই রাত স্তব্ধ করে দিয়েছিল অনেকের জীবন ৷ ঠিক যেমন উত্তরপ্রদেশের প্রতাপগড়ের রমজান ! প্রায় ৫৫ বছর ধরে যে মুম্বইকেই নিজের সব কিছু দিয়েছিল, সেই মুম্বই ছাড়তে বাধ্য হয়, সেই ভয়ঙ্কর ২৬/১১ রাতের পড়ে ৷ কী ঘটেছিল সেদিন রমজানের সঙ্গে ?
advertisement
কোলাবায় জনপ্রিয় লিওপল্ড ক্যাফের সামনেই ছোট্ট পানের দোকান ছিল রমজানের ৷ ভালই জমে উঠেছিল তাঁর ব্যবসা ৷ কিন্তু হঠাৎই সব কিছুরই যেন তাল কাটল ৷ চোখের সামনে বিভৎসতা দেখল রমজান ৷ হারিয়ে গেল রমজানের স্বপ্নের শহরের রং ৷ আগুনের হলদে রং ও কালো ধোয়ায় ভরে গেল মুম্বই ৷
advertisement
রমজানের ছোট্ট পানের দোকানে সোজা এসে লেগেছিল বন্দুকের গুলি ৷ ভয়ে কেঁপে উঠেছিল রামজান ৷ কোনও দিকে না তাকিয়ে উদভ্রান্তের মতো দৌড়ে পালিয়েছিল রমজান ৷ যখন থেমেছিল, তখন চারিদিকে জ্বলছিল মুম্বইয়ের রাজপথ ৷ চোখের সামনে রামজান দেখেছিল, লিওপোল্ড ক্যাফের ভিতর একে ৪৭ নিয়ে জঙ্গিরা অনবরত গুলি বর্ষন করে চলেছে ৷ সে বিভৎসতা এখনও ভুলতে পারেনি রমজান ৷
advertisement
সেদিনই মুম্বইয়ে শেষবারের মতো পা রেখেছিল রামজান ৷ ৫০ বছর মুম্বইয়ে থাকার পর একেবারে মুম্বইকে বিদায় জানিয়েছিল রমজান ৷ তবে এখনও তার সেই ছোট্ট পানের দোকানটি রয়েছে ৷ সেটি অবশ্য চালান রমজনেরই এক বন্ধু সকিল ৷
শাকিলও মুম্বই ছাড়েনি ৷ ২৬/১১-এর সেই স্মৃতি নিয়েই নতুন ভাবে মুম্বইকে দেখছেন শাকিল ৷ তবুও, এখনও ২৬/১১-এর কথা উঠলে, চুপ করে যান শাকিল ৷ একটু থমকে গিয়ে বলে, ২৬/১১- শুধুমাত্র মুম্বইকেই আঘাত করেনি ৷ গোটা দেশের গায়ে গভীর আঘাত হেনেছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mumbai 26/11: রমজানের আর মুম্বই ফেরা হল না !
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement