Mumbai 26/11: রমজানের আর মুম্বই ফেরা হল না !
Last Updated:
প্রতিবেদন: অশোক শিতোলে
#মু্ম্বই: মুম্বই ৷ মায়ানগরী ৷ স্বপ্নের শহর ৷ এই শহর নাকি রাতে জেগে থাকে ৷ এই শহর থামতে জানে না ৷ কিন্তু এই শহরও থেমে গিয়েছিল ১০ বছর আগে ৷ দিনটা ছিল ২৬ নভেম্বর ২০০৮ ৷ জ্বলে উঠেছিল মুম্বই ৷ মায়ানগরীর গায়ে সেই ২৬/১১-এর কালো দাগ ! সেই ভয়ঙ্কর রাত কেড়ে নিয়েছিল অনেকের প্রাণ ৷ সেই রাত স্তব্ধ করে দিয়েছিল অনেকের জীবন ৷ ঠিক যেমন উত্তরপ্রদেশের প্রতাপগড়ের রমজান ! প্রায় ৫৫ বছর ধরে যে মুম্বইকেই নিজের সব কিছু দিয়েছিল, সেই মুম্বই ছাড়তে বাধ্য হয়, সেই ভয়ঙ্কর ২৬/১১ রাতের পড়ে ৷ কী ঘটেছিল সেদিন রমজানের সঙ্গে ?
advertisement
কোলাবায় জনপ্রিয় লিওপল্ড ক্যাফের সামনেই ছোট্ট পানের দোকান ছিল রমজানের ৷ ভালই জমে উঠেছিল তাঁর ব্যবসা ৷ কিন্তু হঠাৎই সব কিছুরই যেন তাল কাটল ৷ চোখের সামনে বিভৎসতা দেখল রমজান ৷ হারিয়ে গেল রমজানের স্বপ্নের শহরের রং ৷ আগুনের হলদে রং ও কালো ধোয়ায় ভরে গেল মুম্বই ৷
advertisement
রমজানের ছোট্ট পানের দোকানে সোজা এসে লেগেছিল বন্দুকের গুলি ৷ ভয়ে কেঁপে উঠেছিল রামজান ৷ কোনও দিকে না তাকিয়ে উদভ্রান্তের মতো দৌড়ে পালিয়েছিল রমজান ৷ যখন থেমেছিল, তখন চারিদিকে জ্বলছিল মুম্বইয়ের রাজপথ ৷ চোখের সামনে রামজান দেখেছিল, লিওপোল্ড ক্যাফের ভিতর একে ৪৭ নিয়ে জঙ্গিরা অনবরত গুলি বর্ষন করে চলেছে ৷ সে বিভৎসতা এখনও ভুলতে পারেনি রমজান ৷
advertisement
সেদিনই মুম্বইয়ে শেষবারের মতো পা রেখেছিল রামজান ৷ ৫০ বছর মুম্বইয়ে থাকার পর একেবারে মুম্বইকে বিদায় জানিয়েছিল রমজান ৷ তবে এখনও তার সেই ছোট্ট পানের দোকানটি রয়েছে ৷ সেটি অবশ্য চালান রমজনেরই এক বন্ধু সকিল ৷
শাকিলও মুম্বই ছাড়েনি ৷ ২৬/১১-এর সেই স্মৃতি নিয়েই নতুন ভাবে মুম্বইকে দেখছেন শাকিল ৷ তবুও, এখনও ২৬/১১-এর কথা উঠলে, চুপ করে যান শাকিল ৷ একটু থমকে গিয়ে বলে, ২৬/১১- শুধুমাত্র মুম্বইকেই আঘাত করেনি ৷ গোটা দেশের গায়ে গভীর আঘাত হেনেছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 26, 2018 9:37 PM IST