রাম-কৃষ্ণ ধূমপান করেন না ! কুম্ভমেলায় সাধু-সন্ন্যাসীদের থেকে ছিলিম কেড়ে নিলেন রামদেব

Last Updated:
#প্রয়াগরাজ: ধূমপান বর্জন করুন ৷ কুম্ভমেলা থেকে সাধু-সন্ন্যাসীদের ধূমপান ছেড়ে দেওয়ার আবেদন জানালেন যোগগুরু রামদেব ৷
সাধু-সন্ন্যাসীদের ধূমপান ছাড়ার সঙ্গে ভগবানের তুলনা করলেন রামদেব ৷ তিনি বলেন, ‘আমরা রাম এবং কৃষ্ণের অনুরাগী ৷ তারা নিজেরা কোনওদিন ধূমপান করেননি ৷ তাহলে আমরা কেন ? আমাদের সকলের ধূমপান ছেড়ে দেওয়ার সংকল্প নেওয়া উচিত ৷’ একইসঙ্গে তাঁর দাবি, ‘সাধু-সন্ততীরা তো সবকিছুই পরিত্যাগ করেন জীবনে ৷ এমনকী, আমরা নিজেদের বাড়িও ছেড়ে চলে আসি ৷ তাহলে ধূমপান কেন ছাড়তে পারব না ?’
advertisement
কুম্ভমেলায় হাজির সমস্ত সাধু-সন্ন্যাসীদের থেকে ছিলিম সংগ্রহ করছেন রামদেব ৷ সেই ছিলিম সংগ্রহ করে তাঁর নিজের তৈরি সংগ্রহশালা তৈরি করে সেখানে রাখবেন তিনি ৷ এমনটাই পরিকল্পনা রামদেবের ৷ পাশাপাশি কমবয়সীদের ধূমপান ছাড়ারও নির্দেশ দিয়েছেন তিনি ৷ তাঁর ডাকে সাড়া দিয়ে অনেকেই নাকি ছেড়েছেন ধূমপান ৷ এমনটাই দাবি রামদেবের ৷
advertisement
৫৫ দিন ব্যাপী কুম্ভমেলা শেষ হতে চলেছে আগামী ৪ মার্চ ৷ প্রায় ১৩০ মিলিয়ন তীর্থযাত্রী যোগ দেবেন এই কুম্ভমেলায় ৷ কথিত আছে, কুম্ভমেলার সময় গঙ্গা জলে স্নান করলে জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায় ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাম-কৃষ্ণ ধূমপান করেন না ! কুম্ভমেলায় সাধু-সন্ন্যাসীদের থেকে ছিলিম কেড়ে নিলেন রামদেব
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement