রাম-কৃষ্ণ ধূমপান করেন না ! কুম্ভমেলায় সাধু-সন্ন্যাসীদের থেকে ছিলিম কেড়ে নিলেন রামদেব

Last Updated:
#প্রয়াগরাজ: ধূমপান বর্জন করুন ৷ কুম্ভমেলা থেকে সাধু-সন্ন্যাসীদের ধূমপান ছেড়ে দেওয়ার আবেদন জানালেন যোগগুরু রামদেব ৷
সাধু-সন্ন্যাসীদের ধূমপান ছাড়ার সঙ্গে ভগবানের তুলনা করলেন রামদেব ৷ তিনি বলেন, ‘আমরা রাম এবং কৃষ্ণের অনুরাগী ৷ তারা নিজেরা কোনওদিন ধূমপান করেননি ৷ তাহলে আমরা কেন ? আমাদের সকলের ধূমপান ছেড়ে দেওয়ার সংকল্প নেওয়া উচিত ৷’ একইসঙ্গে তাঁর দাবি, ‘সাধু-সন্ততীরা তো সবকিছুই পরিত্যাগ করেন জীবনে ৷ এমনকী, আমরা নিজেদের বাড়িও ছেড়ে চলে আসি ৷ তাহলে ধূমপান কেন ছাড়তে পারব না ?’
advertisement
কুম্ভমেলায় হাজির সমস্ত সাধু-সন্ন্যাসীদের থেকে ছিলিম সংগ্রহ করছেন রামদেব ৷ সেই ছিলিম সংগ্রহ করে তাঁর নিজের তৈরি সংগ্রহশালা তৈরি করে সেখানে রাখবেন তিনি ৷ এমনটাই পরিকল্পনা রামদেবের ৷ পাশাপাশি কমবয়সীদের ধূমপান ছাড়ারও নির্দেশ দিয়েছেন তিনি ৷ তাঁর ডাকে সাড়া দিয়ে অনেকেই নাকি ছেড়েছেন ধূমপান ৷ এমনটাই দাবি রামদেবের ৷
advertisement
৫৫ দিন ব্যাপী কুম্ভমেলা শেষ হতে চলেছে আগামী ৪ মার্চ ৷ প্রায় ১৩০ মিলিয়ন তীর্থযাত্রী যোগ দেবেন এই কুম্ভমেলায় ৷ কথিত আছে, কুম্ভমেলার সময় গঙ্গা জলে স্নান করলে জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায় ৷
বাংলা খবর/ খবর/দেশ/
রাম-কৃষ্ণ ধূমপান করেন না ! কুম্ভমেলায় সাধু-সন্ন্যাসীদের থেকে ছিলিম কেড়ে নিলেন রামদেব
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement