অসুস্থ রাম মন্দিরের প্রধান পুরোহিত, হাসপাতালে ভর্তি, ছবি ফাঁস হতেই সামনে এল আসল খবর

Last Updated:

রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস "মন্দির তৈরি হলে হাসপাতাল লাগবে না" উক্তিটি করেছেন কিনা খতিয়ে দেখতে বুম গুগলে কিওয়ার্ড সার্চ করে। তবে, ভাইরাল দাবি সমর্থন করে এমন কোনও বিশ্বাসযোগ্য তথ্য বা প্রতিবেদন আমরা পাইনি।

News18
News18
Fact Checked by Boomlive
নয়াদিল্লি: সম্প্রতি সোশ্যাল মিডিয়া হাসপাতালে এক গেরুয়া বসন পরা ব্যক্তির ছবি শেয়ার করে ব্যবহারকারীরা দাবি করেছেন ছবিতে রাম মন্দিরের (Ram Mandir) প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসকে (Acharya Satyendra Das) দেখা যাচ্ছে যিনি বর্তমানে অসুস্থ। এছাড়াও, ব্যবহারকারীদের একাংশের দাবি আচার্য সত্যেন্দ্র দাস বলেছিলেন দেশে রাম মন্দির তৈরি হলে হাসপাতালের প্রয়োজন থাকবে না। বুম দেখে ভাইরাল দাবি ভুয়ো। ছবিতে জগৎগুরু রামভদ্রাচার্যকে দেখা যায় যখন তিনি ২০২৪ সালে অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন, আচার্য সত্যেন্দ্র দাসকে নয়। তাছাড়া, আমরা দেখি “রাম মন্দির তৈরি হলে হাসপাতালের প্রয়োজন থাকবে না”, এধরনের কোনও মন্তব্য রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস করেননি।
advertisement
ব্রেন স্ট্রোকের কারণে গুরুতর অসুস্থ অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত ৮৫ বছরের আচার্য সত্যেন্দ্র দাস সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে ২ ফেব্রুয়ারি, ২০২৫-এ ভর্তি করা হয়। এরই মধ্যে, ভাইরাল ছবিটি শেয়ার করে বিদ্রূপাত্মক ভাবে এক ফেসবুক ব্যবহারকারী দাবি করেছেন ক্যাপশনে, “গেরুয়া বসন পরিহিত ভদ্রলোকটিকে কেউ চিনতে পারছেন? ইনি হলেন রাম মন্দিরের প্রধান পুরোহিত। তিনি রাম মন্দির নির্মাণের সময় বলেছিলেন,”এ দেশে রাম মন্দির নির্মীত হলে,আর হাসপাতালের দরকার পরবে না।ভগবান শ্রীরামচন্দ্র সকলের রোগ সারিয়ে সুস্থ করে তুলবেন”।আজ সেই পুরোহিত মহাশয় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন…”
advertisement
advertisement
তথ্য যাচাই বুম দাবিটির সত্যতা যাচাই করতে প্রথমেই ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে। সার্চের মাধ্যমে আমরা একাধিক সংবাদ প্রতিবেদন পাই যেখানে ভাইরাল ছবিটি অন্তর্ভুক্ত ছিল। প্রতিবেদনগুলিতে ভাইরাল ছবির ব্যক্তিকে জগৎগুরু রামভদ্রাচার্য হিসাবে চিহ্নিত করা হয়েছে যিনি গত ২০২৪ সালে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। ভাইরাল ছবি জগৎগুরু রামভদ্রাচার্যের ইটিভি ভারতের ২ ফেব্রুয়ারি, ২০২৫-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আচমকাই বুকে ব্যথার ফলে রামভদ্রাচার্যকে আগ্রার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে, তাকে আগ্রা প্লেনে করে স্থানান্তর করা হয় দেরাদুনের সিনার্জি হাসপাতালে। সম্পূর্ণ ছবিটি আমরা দৈনিক দিব্য মারাঠির রামভদ্রাচার্যের অসুস্থতা সংক্রান্ত প্রকাশিত ২০২৪ সালের প্রতিবেদনে দেখতে পাই। প্রতিবেদন অনুসারে ছবিটি আগ্রার পুষ্পাঞ্জলি হাসপাতালে তোলা হয়েছে।
advertisement
পাঞ্জাব কেশরির ৩ ফেব্রুয়ারি, ২০২৪-এর প্রতিবেদনেও ভাইরাল ছবিটি দেখা যায়। এরপর, আমরা গুগলে আচার্য সত্যেন্দ্র দাসের হাসপাতালে ভর্তি হওয়া সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করে টিভি৯ ভারতবর্ষের ৪ ফেব্রুয়ারি, ২০২৫-এর একটি ভিডিও প্রতিবেদন পাই। প্রতিবেদনে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে রাম মন্দিরের প্রধান পুরোহিতের হাসপাতাল কক্ষে দেখা যায়।
advertisement
এই সময় অনলাইনের প্রতিবেদন থেকে জানা যায় সত্যেন্দ্র দাসের ডায়েবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে এবং তিনি নিউরোলজি বিভাগে হাই ডিপেন্ডেন্সি ওয়ার্ডে ভর্তি ছিলেন। নীচে রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসের ছবির সঙ্গে ভাইরাল ছবির একটি তুলনা দেওয়া হল।
advertisement
রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস “মন্দির তৈরি হলে হাসপাতাল লাগবে না” উক্তিটি করেছেন কিনা খতিয়ে দেখতে বুম গুগলে কিওয়ার্ড সার্চ করে। তবে, ভাইরাল দাবি সমর্থন করে এমন কোনও বিশ্বাসযোগ্য তথ্য বা প্রতিবেদন আমরা পাইনি।
Attribution: This story was originally published Boomlive
Original Link: https://bangla.boomlive.in/fact-check/ram-mandir-temple-head-priest-brain-stroke-hospital-acharya-satyendra-das-jagadguru-rambhadracharya-image-fact-check-27737
Republished by News18 Bangla.com as part of the Shakti Collective
বাংলা খবর/ খবর/দেশ/
অসুস্থ রাম মন্দিরের প্রধান পুরোহিত, হাসপাতালে ভর্তি, ছবি ফাঁস হতেই সামনে এল আসল খবর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement