Ayodhya Ram Mandir Ram Halwa: ৯০০ কেজি সুজি, ১০০০ কেজি ঘি, ১০০০ কেজি চিনি, ২০০০ লিটার দুধে রামলালার জন্য ভোগের হালুয়া রাঁধবেন স্বয়ং বিষ্ণু

Last Updated:

Ayodhya Ram Mandir Ram Halwa: রাজকীয় উ‍ৎসবে বিশেষ ভোগ রান্না করবেন নাগপুরের রন্ধনশিল্পী বিষ্ণু মনোহর৷ তাঁর হাতে তৈরি হবে ৭০০০ কেজি ‘রাম হালুয়া

নাগপুরের রন্ধনশিল্পী বিষ্ণু মনোহর৷ তাঁর হাতে তৈরি হবে ৭০০০ কেজি ‘রাম হালুয়া
নাগপুরের রন্ধনশিল্পী বিষ্ণু মনোহর৷ তাঁর হাতে তৈরি হবে ৭০০০ কেজি ‘রাম হালুয়া
অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন যত এগিয়ে আসছে, ততই তুঙ্গে উঠছে প্রস্তুতি। আগামী সোমবার, ২২ জানুয়ারি বহু আলোচিত এই দেবালয়ের দ্বারোদ্ঘাটন হবে। এই উ‍পলক্ষে রাজকীয় উ‍ৎসবে বিশেষ ভোগ রান্না করবেন নাগপুরের রন্ধনশিল্পী বিষ্ণু মনোহর৷ তাঁর হাতে তৈরি হবে ৭০০০ কেজি ‘রাম হালুয়া’৷
রাজসূয় এই আয়োজনের জন্য বিষ্ণু মনোহর তৈরি করিয়েছেন বিশেষ কড়াই৷ রাম মন্দিরের চত্বরে সেই সুবিশাল কড়াইয়ে হবে ভোগ রান্না৷ একসঙ্গে ১২ হাজার লিটার ভোগ তৈরি করা যাবে৷ বিষ্ণু মনোহর জানিয়েছেন, ‘‘বিশেষ এই কড়াইয়ের ওজন ১৩০০ থেকে ১৪০০ কেজি৷ স্টিলের তৈরি কড়াইয়ের মধ্যবর্তী অংশ লোহার৷ যাতে যখন হালুয়া তৈরি করা হবে, তখন পুড়ে না যায়৷ ১০ ফিট বাই ১০ ফিট আয়তনের এই কড়াইয়ে একসঙ্গে ১২ হাজার লিটার তরল ধরতে পারে৷ ৭ হাজার কেজি হালুয়া রান্না হবে এই কড়াইয়ে৷ কড়াই তুলে ধরার জন্য ক্রেন দরকার৷ যে হাতায় এই ভোগ রাঁধা হবে, তার ওজন ১০ কেজি থেকে ১২ কেজি৷ হাতায় বড় বড় ছিদ্র আছে৷ যাতে রাঁধতে সুবিধে হয়৷
advertisement
advertisement
৯০০ কেজি সুজি, ১০০০ কেজি ঘি, ১০০০ কেজি চিনি, ২০০০ লিটার দুধ, ২৫০০ লিটার জল, ৩০০ কেজি ড্রাই ফ্রুটস, ৭৫ কেজি এলাচগুঁড়ো দিয়ে তৈরি হবে প্রসাদী হালুয়া৷ রামলালাকে নিবেদন করার পর ওই হালুয়া বিতরণ করা হবে ১ লক্ষ থেকে দেড় লক্ষ ভক্তের মধ্যে৷
আরও পড়ুন: মকর সংক্রান্তিতে খান খিচুড়ি ও এই বিশেষ কালো খাবার! পালাবে অভাব, হাতে আসবে টাকা
রন্ধনশিল্পী বিষ্ণু মনোহরের কথায়,‘‘আমরা করসেবক হিসেবে এই উদ্যোগের নাম দিয়েছি পাক সেবা৷ আমাদের আবেগ মিশে আছে এর সঙ্গে৷’’ রাম জন্মভূমি উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন বিষ্ণু মনোহর৷ এর আগে তিনি অযোধ্যায় কর সেবকের দায়িত্বও পালন করেছেন৷
advertisement
আগামী ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা৷ অযোধ্যায় এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণপত্র পৌঁছেছে দেশ বিদেশে বহু গুরুত্বপূর্ণ অতিথির কাছে৷ মূল অনুষ্ঠানের এক সপ্তাহ আগে ১৬ জানুয়ারি থেকে অযোধ্যায় শুরু হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা পর্ব৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ayodhya Ram Mandir Ram Halwa: ৯০০ কেজি সুজি, ১০০০ কেজি ঘি, ১০০০ কেজি চিনি, ২০০০ লিটার দুধে রামলালার জন্য ভোগের হালুয়া রাঁধবেন স্বয়ং বিষ্ণু
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement