উত্তপ্ত কাশ্মীর উপত্যকা, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিরোধীদের সঙ্গে কথা রাজনাথের

Last Updated:
#নয়াদিল্লি: তরুণ জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর কেটে গিয়েছে প্রায় তিনদিন ৷ হিজবুল মুজাহিদ্দিন জঙ্গি গোষ্ঠীর ‘পোস্টার বয়’-এর মৃত্যুতে এখনও উত্তপ্ত কাশ্মীরের পরিস্থিতি ৷ জনতা-পুলিশ সংঘর্ষে এখনও পর্যন্ত ২৩ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে ৷ কাশ্মীরের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র ৷ স্থানীয় প্রশাসনকে সহানুভূতির সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার আর্জি জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক ৷
উদ্বিগ্ন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কাশ্মীরে রাজনৈতিক স্থিরতা ফিরিয়ে আনতে সোমবার বিরোধী দলনেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে কথা বলেন ৷ একইসঙ্গে উপত্যকায় শান্তি ফেরাতে কাশ্মীরের বিরোধী দলগুলির থেকেও সাহায্য চাইছে কেন্দ্র ৷ এই নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লার সঙ্গেও কথা বলেন রাজনাথ সিং ৷
সূত্রের খবর, নিরাপত্তারক্ষীবাহিনী ও প্যারা মিলিটারি বাহিনীকে কেন্দ্রের তরফে যতটা সম্ভব কম জোর খাটিয়ে প্রতিবাদীদের নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেওয়া হয়েছে ৷ ২৩ জন নিরপরাধ মানুষের মৃত্যুতে খানিকটা কোণঠাসা প্রশাসন ৷ বুরহান ওয়ানির মৃত্যুতে প্রতিবাদে সামিল হয়েছেন হাজার হাজার সাধারণ নাগরিক ৷
advertisement
advertisement
কাশ্মীরের তরুণ সম্প্রদায় এবং স্কুল কলেজের টিনএজ পড়ুয়ারাই মূলত এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন ৷ প্রশাসনের তরফ থেকে তাদের বাবা-মায়েদের কাছে আর্জি জানিয়ে বলা হয়েছে, তারা যেন তাদের সন্তানদের এই হিংসার কর্মসূচি থেকে দূরে রাখেন ৷
এদিনই কংগ্রেস সভানেত্রী এক বিবৃতিতে বলেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে তারা কোনওরকম সমঝোতা করবেন না ৷ কেন্দ্রকে সবরকম সাহায্যে তারা প্রস্তুত ৷
advertisement
download
অন্যদিকে, ওমর আবদুল্লাও জানিয়েছেন তাঁর দল রাজ্যে শান্তি ফেরানোর জন্য সবরকম সাহায্য করার জন্য তৈরি ৷ শনিবারই ওমর আবদুল্লা ট্যুইটারে উপত্যকার বর্তমান মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে লিখেছিলেন উপত্যকায় শান্তি ফেরাতে তিনি ও তাঁর দল সবরকম সহায়তা করবে ৷
শুক্রবার সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হয় হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির ৷ জম্মু-কাশ্মীরের অনন্তনাগের কোকেরনাগে সংঘর্ষে ২২ বছরের হিজবুল মুজাহিদ্দিন বুরহান নিহত হয় বলে জানায় নিরাপত্তারক্ষীবাহিনী । মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকায় নাম ছিল বুরহানের ৷ তাঁর মৃত্যুর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কাশ্মীর উপত্যকা ৷
advertisement
এখনও পর্যন্ত জনতা-পুলিশ সংঘর্ষে এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন প্রায় ৩০০-এরও বেশি মানুষ ৷ পরিস্থিতি মোকাবিলায় কাশ্মীর জুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। আপাতত স্থগিত অমরনাথ যাত্রাও। সমগ্র উপত্যকা জুড়েই এখন জারি হাই অ্যালার্ট।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
উত্তপ্ত কাশ্মীর উপত্যকা, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিরোধীদের সঙ্গে কথা রাজনাথের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement