ফের পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক! রাজনাথ সিংয়ের মন্তব্যে দেশ জুড়ে জল্পনা

Last Updated:

পাক সীমান্তে কী ভারতীয় সেনাবাহিনী ফের দেখাল দুদ্ধর্ষ দাপট!

#নয়াদিল্লি: সারাদেশ সার্জিক্যাল স্ট্রাইকের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করা হচ্ছে  ৷ এরমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্য ঘিরে সারাদেশে আলোড়ন ৷ কিছুদিন আগেই এই বিএসএফ জওয়ানতে ঘৃণ্যভাবে হত্যা করেছিল পাকিস্তান ৷
রাজনাথ সিং জানিয়েছেন ভারত সেই নৃশংস ঘটনার যোগ্য জবাব দিয়েছে ৷ রাজনাথ সিং বলেছেন, ‘‘কুছ হুয়া হ্যায়,ম্যায় বাতাউঙ্গা নেহি ঠিকঠাক হুয়া হ্যায় ৷ বিশ্বাস রাখনা ঠিক ঠাক হুয়া হ্যায় দো তিন দিন পহেলে ৷ আউর আগে ভি দ্যাখিয়ে কেয়া হোগা৷’’
যার মানে কিছু একটা হয়েছে দু-তিন দিন আগে যেটা রাজনাথ সিং বিস্তারিত ভাবে বলবেন না ৷ কিন্তু যেটা হয়েছে সেটা ঠিকঠাক হয়েছে ৷ আর সামনেও আরও হবে ৷ শুক্রবার উত্তরপ্রদেশের মুজফফরনগরে একটি শহীদ ভগত সিংয়ের মূর্তি উন্মোচনের সময় এ কথা জানিয়েছেন রাজনাথ সিং ৷
advertisement
advertisement
সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তে নরেন্দ্র সিংয়ের মৃত্যুর প্রসঙ্গে কথা বলতে গিয়ে এই বিস্ফোরক মন্তব্য করেছেন রাজনাথ সিং ৷
তিনি আরও বলেছেন ,‘‘পাকিস্তান ইজ আওর নেইবার, লেকিন এক ভি গোলি আগর উধার সে চলি তো আপনি গোলিয়াঁ মত গিননা ৷ ’’
advertisement
এমনিতেই সার্জিক্যাল স্ট্রাইকের দ্বিতীয় বর্ষ পূর্তিতে সারা দেশে একটা দারুণ চনমনে ভাব রয়েছে ৷ সেখানে ফের রাজনাথ সিংয়ের মন্তব্যে জল্পনা চরমে তাহলে কী ইতিমধ্যেই ফের পাক জমিতে সফল হানা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
ফের পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক! রাজনাথ সিংয়ের মন্তব্যে দেশ জুড়ে জল্পনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement